Logo
Logo
×

টিউটোরিয়াল

বিসিএস পরীক্ষার প্রস্তুতি

বাংলা

Icon

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

১. ‘তিলে তৈল হয়’- কোন কারকে কোন বিভক্তি

ক. কর্তৃকারকে প্রথমা খ. অপাদানে সপ্তমী

গ. সম্প্রদানে চতুর্থী ঘ. অধিকরণে সপ্তমী

২. ‘রোববার স্কুল বন্ধ’ এখানে ‘রোববার’ কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তায় শূন্য খ. অপাদানে শূন্য

গ. অধিকরণে শূন্য ঘ. কর্মে শূন্য

৩. কোন সমাসে ব্যাসবাক্য হয় না?

ক. দ্বন্দ্ব সমাস খ. অব্যয়ীভাব সমাস

গ. কর্মধারয় সমাস ঘ. নিত্য সমাস

৪. কথাসর্বস্ব কোন ধরনের বহুব্রীহি সমাস?

ক. সমানাধিকরণ খ. ব্যাধিকরণ

গ. ব্যতিহার ঘ. মধ্যপদলোপী

৫. কোনটি শুদ্ধ?

ক. অতঃ+এব = অতএব

খ. পরিঃ+কার = পরিষ্কার

গ. এক + ছত্র = একচ্ছত্র

ঘ. পরিঃ + চ্ছদ = পরিচ্ছদ

৬. কোনটি ‘লবণ’ এর সন্ধি বিচ্ছেদ?

ক. লো + অন খ. ল + অন

গ. লে + অন ঘ. ল + বন

৭. ‘জলৌকা’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. জল + একা খ. জলো + ঐকা

গ. জল + ওকা ঘ. জল + ঔকা

৮. প্রথম বন্ধনী সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?

ক. বর্ণনামূলক অর্থে খ. প্রশ্নবোধক অর্থে

গ. বিরতি অর্থে ঘ. ব্যাখ্যামূলক অর্থে

৯. পাদচ্ছেদ কার পরিভাষা?

ক. কমা খ. সেমিকোলন

গ. কোলন ঘ. প্যারাগ্রাফ

১০. কোনটি উত্তম পুরুষের উদাহরণ?

ক. আমি খ. যিনি

গ. তুমি ঘ. সে

১১. ‘সার্ধশত জš§বার্ষিকী’ - এখানে সার্ধশত কোন ধরনের শব্দ?

ক. তারিখবাচক খ. সংখ্যাবাচক

গ. ক্রমবাচক ঘ. আধিক্যবাচক

১২. ‘বার’- সংখ্যাটির তারিখবাচক কোনটি?

ক. বারতম খ. বারশ

গ. বারই ঘ. দ্বাদশ

১৩. ‘বনে বনে ফুল ফুটেছে’ এখানে ‘ফুল’-

ক. একবচন খ. বহুবচন

গ. একবচন, বহুবচন দুটোই

ঘ. কোনটিই নয়

১৪. বহুত্ববাচক শব্দ-

ক. বিদ্যুদ্দাম খ. বুজুর্গ

গ. সেপাই ঘ. তারা

১৫. বহুবচনজ্ঞাপক শব্দ-

ক. ময় খ. চয় গ. হয় ঘ. লয়

১৬. নিচের কোনটি স্ত্রীবাচক শব্দ নয়?

ক. সুখী খ. শ্বশ্রূ গ. প্রকৃতি ঘ. একাদশী

১৭. স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করার সময় কোনটি ব্যবহার করতে হবে?

ক. সুজনেষু খ. সৃজনেসু

গ. সুজনীয়াসু ঘ. সুজানিয়াষু

১৮. ‘বাজে কথা’-এর বাজে উপসর্গটি কী অর্থ বোঝায়?

ক. তুচ্ছার্থ খ. সীমার অতিরিক্ত

গ. প্রত্যেক ঘ. নিন্দার্থে

১৯. ‘উপগ্রহ’ শব্দটির ‘উপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

ক. ক্ষুদ্র খ. বিশেষ

গ. সামীপ্য ঘ. সদৃশ

২০. কোনটি বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়?

ক. শব্দ বিভক্তি খ. অনুসর্গ

গ. উপসর্গ ঘ. কোনোটিই নয়

উত্তর : ১. খ ২. গ ৩. ঘ ৪. খ ৫. ক ৬. ক ৭. গ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. গ ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. খ

গ্রন্থনা : তাওফিকুজ্জামান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম