Logo
Logo
×

টিউটোরিয়াল

বিসিএস পরীক্ষার প্রস্তুতি

সাধারণ জ্ঞান

Icon

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

১. বাংলাদেশের কোন জেলায় খাসিয়া নৃ-গোষ্ঠীর লোক বাস করে?

ক. সিলেট খ. ময়মনসিংহ

গ. পটুয়াখালী ঘ. বান্দরবান

২. বাংলাদেশে কয়টি নদ আছে?

ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি

৩. জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

ক. লুই আই কান খ. ফ্রাঙ্ক লয়েড রাইট

গ. ফ্রাঙ্ক গ্যারী ঘ. ফজলুর রহমান খান

৪. ম্যাডোনা-৪৩ ছবিটির শিল্পী কে?

ক. পাবলো পিকাসো খ. জয়নুল আবেদিন

গ. কামরুল হাসান ঘ. ধ্রুব এষ

৫. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?

ক. সুন্দরবন খ. ভোলা

গ. মনপুরা ঘ. সেন্টমার্টিন

৬. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র?

ক. ১২০তম খ. ১২৫তম

গ. ১৪০তম গ. ১৩৬তম

৭. ভাওয়াইয়া কোন জেলার লোকসঙ্গীত

ক. রাজশাহী খ. রংপুর

গ. কুষ্টিয়া ঘ. ময়মনসিংহ

৮. মুসা ইব্রাহীম কত সালে মাউন্ট এভারেস্টে আরোহন করেন?

ক. ২০০৮ খ. ২০০৯ গ. ২০১০ ঘ. ২০১১

৯. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কোনটি?

ক. ১০:৬ খ. ৫:৮ গ. ১২:৮ ঘ. ১১:৭

১০. ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?

ক. বগুড়া খ. দিনাজপুর

গ. যশোর ঘ. বাগেরহাট

১১. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত?

ক. ময়মনসিংহ খ. সোনারগাঁ

গ. পাহাড়পুর ঘ. ঢাকা

১২. বাংলাদেশে কোন ধরনের সরকার?

ক. সংসদীয় গণতন্ত্র খ. রাজতন্ত্র

গ. সমাজতন্ত্র ঘ. রাষ্ট্রপতি শাসিত

১৩. পলাশীর যুদ্ধ-

ক. ১৭৫৭ সালে খ. ১৮৫৭ সালে

গ. ১৬৫৭ সালে ঘ. ১৯৫৭ সালে

১৪. ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায়?

ক. দিনাজপুরে খ. রংপুরে

গ. পাকশী ঘ. ঈশ্বরদী

১৫. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?

ক. ১২০৬ সালে খ. ১৬১০ সালে

গ. ১৫২৬ সালে ঘ. কোনটিই নয়

১৬. বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কোন সালে

ক. ১৯৪৭ খ. ১৯৬৪

গ. ১৯৮০ ঘ. ১৯৬৫

১৭. বাংলাদেশ ও মিয়ানমারের বিভক্তকারী নদী কোনটি?

ক. কর্ণফুলী খ. হালদা

গ. সাংগু ঘ. নাফ

১৮. ৬ দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?

ক. ঢাকায় খ. করাচিতে

গ. লাহোরে ঘ. কলকাতায়

১৯. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথা থেকে প্রচার শুরু করে?

ক. কুষ্টিয়া খ. বেনাপোল

গ. মেহেরপুর ঘ. কালুরঘাট

২০. বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি?

ক. পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল

খ. মধুপুর বনাঞ্চল

গ. সুন্দরবন বনাঞ্চল ঘ. সিলেট বনাঞ্চল

২১. সর্পিল নদী কোনটি?

ক. যমুনা খ. মেঘনা

গ. পদ্মা ঘ. সুরমা

২২. চিলির রাজধানী-

ক. বেইজিং খ. নাইরোবি

গ. স্যান্টিয়াগো ঘ. ফিজি

২৩. মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন-

ক. জিয়াউর রহমান খ. এমএজি ওসমানী

গ. তাজউদ্দিন আহমেদ ঘ. খালেদ মোশাiiফ

২৪. WTO কার্যক্রম শুরু করে?

ক. ১৯৯৪ খ. ১৯৯৫ গ. ১৯৯৬ ঘ. ১৯৯৭

উত্তর : ১. ক ২. গ ৩. ক ৪. খ ৫. ক ৬. ঘ ৭. খ ৮. গ ৯. ক ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. ঘ ২০. ক ২১. খ ২২. গ ২৩. খ ২১. খ

গ্রন্থনা : তাওফিকুজ্জামান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম