Logo
Logo
×

টিউটোরিয়াল

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্বপরিচয়

Icon

মো. সিদ্দিকুর রহমান

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা

প্রথম অধ্যায়

৬২. নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসেন?

ক) ২০ খ) ২২ গ) ২৪ ঘ) ২৬।

উত্তর : খ) ২২

৬৩. কারা বারোভূঁইয়া নামে পরিচিত ছিলেন? ক) পূর্ব বাংলার জমিদাiiা

খ) পশ্চিম বাংলার জমিদাররা

গ) দক্ষিণ বাংলার জমিদাররা

ঘ) উত্তর বাংলার শাসকরা।

উত্তর : ক) পূর্ব বাংলার জমিদাররা

৬৪. পলাশির যুদ্ধে পরাজয়ের ফল ছিল-

ক) নবাবের নির্মম মৃত্যু

খ) ইংরেজদের হাতে বাংলার ক্ষমতা

গ) বাংলা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া।

কোনটি সঠিক?

১) ক ও খ ২) ক ও গ

৩) খ ও গ ৪) ক, খ ও গ।

উত্তর : ১) ক ও খ

৬৫. ইউরোপীয় বাণিজ্য কেন্দ্রগুলো ফুলে ফেঁপে ওঠে-

ক) আসাম ও পাঞ্জাবে

খ) কলকাতা ও চন্দননগরে

গ) চুঁচুড়া ও কাশিমবাজার

কোনটি সঠিক?

১) ক ও খ ২) খ ও গ ৩) ক ও গ ৪) ক, খ ও গ।

উত্তর: ২) খ ও গ

৬৬. ইংরেজরা স্বদেশ থেকে সৈন্য এনে-

ক) ব্যবসায়িক সুবিধা আদায় করে

খ) কুঠি ও কারখানা তৈরি করে

গ) ইউরোপীয় শক্তির ওপর প্রধান্য লাভ করে।

কোনটি সঠিক?

১) ক ও খ ২) ক ও গ ৩) খ ও গ ৪) ক, খ ও গ।

উত্তর: ৪) ক, খ ও গ

৬৭. বাংলা থেকে যখন পুঁজি পাচার শুরু হয়-

ক) শোষণ-নিপীড়ন অনেক বেড়েছে

খ) বাংলায় ঘনঘন কৃষকবিদ্রোহ সংঘটিত হয়েছে

গ) বাংলার মানুষ সুখে শান্তিতে ছিল।

কোনটি সঠিক?

১) ক ও খ ২) ক ও গ ৩) খ ও গ ৪) ক, খ ও গ।

উত্তর : ১) ক ও খ

৬৮. ইংরেজরা মুঘলদের কাছে যেসব ব্যবসায়িক সুবিধাগুলো আদায় করে-

ক) কুঠি ও কারখানা তৈরির অধিকার পায় খ) সৈন্য রেখে ব্যবসা করার অধিকার পায়

গ) পাশাপাশি তারা প্রতিদ্বন্দ্বী অন্য ইউরোপীয় শক্তির ওপর প্রাধান্য লাভ করে।

কোনটি সঠিক?

১) ক ও খ ২) ক ও গ ৩) খ ও গ ৪) ক, খ ও গ।

উত্তর : ৪) ক, খ ও খ

৬৯. বিদেশি বণিকরা বড় বড় শিল্পকারখানা স্থাপন করেছিল-

ক) পুঁজির জোরে

খ) উন্নত কারিগরি জ্ঞানের সমন্বয় করে গ) স্থানীয় শ্রমিকদের খাটিয়ে।

কোনটি সঠিক?

১) ক ও খ ২) খ ও গ ৩) ক ও গ ৪) ক, খ ও গ।

উত্তর : ৪) ক, খ ও খ

৭০. ইউরোপীয় জাতিগুলোর কাছে ভারতবর্ষের যে জিনিসগুলো আকর্ষণীয় হয়ে ওঠে সেগুলো হল-

ক) বাংলার সিল্ক খ) কয়লা সম্পদ গ) মসলা

কোনটি সঠিক?

১) ক ও খ ২) ক ও গ ৩) ক ও গ ৪) ক, খ ও গ।

উত্তর : ২) ক ও গ

নিচের উদ্দীপকটি পড় এবং ৭১ ও ৭২ নং প্রশ্নের উত্তর দাও

১৭৫৭ সালের একটি যুদ্ধের মাধ্যমে বাংলার নবাব ‘ক’-এর পতন ঘটে। এর মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য প্রায় দুইশ বছরের জন্য অস্তমিত হয়ে যায়।

৭১. কোন যুদ্ধের মাধ্যমে উদ্দীপকে বর্ণিত ‘ক’-এর পতন ঘটে?

ক) বক্সারের যুদ্ধ খ) পানিপথের যুদ্ধ

গ) মুক্তিযুদ্ধ ঘ) পলাশির যুদ্ধ।

উত্তর : ঘ) পলাশির যুদ্ধ।

৭২. উক্ত যুদ্ধের মাধ্যমে-

ক) ঔপনিবেশিক শক্তির বিজয় হয়

খ) ইংরেজদের শক্তি বৃদ্ধি পেতে থাকে

গ) শাসন ক্ষমতার পরিবর্তন ঘটে।

কোনটি সঠিক?

১) ক ও খ ২) খ ও গ ৩) ক ও গ ৪) ক, খ ও গ।

উত্তর : ৪) ক, খ ও গ

৭৩. সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়-

ক) ইংরেজ বণিক গোষ্ঠী খ) ফরাসিরা গ) দরবারের একটি অংশ

কোনটি সঠিক?

১) ক ও খ ২) ক ও গ ৩) খ ও গ ৪) ক, খ ও গ।

উত্তর : ২) ক ও গ

৭৪. সিরাজের বিরুদ্ধে তৃতীয় আরেকটি শক্তি কাজ করেছে। সেই তৃতীয় আরেকটি শক্তির স্বার্থ ছিল-

ক) ব্যবসায়িক খ) আর্থিক গ) রাজনৈতিক

কোনটি সঠিক?

১) ক ও খ ২) ক ও গ ৩) খ ও গ ৪) ক, খ ও গ।

উত্তর : ১) ক ও খ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম