Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি

ইসলাম ও নৈতিক শিক্ষা * বিজ্ঞান * তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ইসলাম ও নৈতিক শিক্ষা মডেল টেস্ট

Icon

মো. মুকিম বিল্লাহ

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, প্রধান পরীক্ষক- ঢাকা বোর্ড, পরীক্ষক ও প্রশ্ন মডারেটর- যশোর বোর্ড

নৈর্ব্যক্তিক মডেল টেস্ট

১। কোরআন ও হাদীপসের বিধানানুযায়ী হারাম উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করলে-

ক. সমাজের লোকজন সম্মান করে না

খ. নিজের মনোবল কমে যায়

গ. ইবাদাত কবুল হয় না

ঘ. সন্তানাদি প্রকৃত মানুষ হয় না

২। “জামিউল বায়ান আন তাবিলি আয়িল কোরআন”-গ্রন্থটি কোন বিষয়ের ওপর রচিত?

ক. তাফসীর খ. গণিত

গ. ভূগোল ঘ. ইতিহাস

৩। ইমাম গাজ্জালি (র.) কেন ‘হুজ্জাতুল ইসলাম’ নামে অভিহিত করা হয়?

ক. তাফসীর শাস্ত্রে অবদানের জন্য

খ. ইতিহাস শাস্ত্রে অবদানের জন্য

গ. ভূগোল শাস্ত্রে অবদানের জন্য

ঘ. দর্শন শাস্ত্রে অবদানের জন্য

** অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

ইসলামের দাওয়াত প্রদানের ক্ষেত্রে মহানবী (সা.)-এর ঐতিহাসিক উক্তি-

“আমার এক হাতে সূর্য ও অন্য হাতে চাঁদ এনে দিলেও আমি এ সত্য প্রচার থেকে বিরত হব না।”

৪। মহানবী (সা.)-এর এ উক্তির মাধ্যমে কী মনোভাব প্রকাশ পেয়েছে?

i. সিদ্ধান্তের দৃঢ়তা,

ii. সত্যনিষ্ঠ

iii. নির্লোভ চেতনা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫। মহানবী (সা.)-এর এ উপযুক্ত উত্তরের ফলে প্রলোভনকারীরা-

ক. হতাশ হয়েছে খ. অনুপ্রাণিত হয়েছে

গ. উদ্বুদ্ধ হয়েছে ঘ. শক্তিশালী হয়েছে

৬। হাদীসের মূল বক্তব্যকে কী বলে?

ক. রাবী খ. সনদ

গ. মাতান ঘ. মারফু

৭। হিংসা-বিদ্বেষ কিসের মূলে কুঠারাঘাত করে?

ক. সৎকর্মের খ. পুণ্যের

গ. ঈমানের ঘ. দ্বীনের

৮। সত্যবাদিতার আরবি প্রতিশব্দ কী?

ক. হাসাদ খ. সিদক

গ. কিয্ব ঘ. ফিসক

৯। মহাশূন্যে যা কিছু আছে সবকিছুই তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। এটি কিসের প্রমাণ বহন করে?

ক. খাতমে নবুওয়্যাত খ. তাকওয়া

গ. রিসালাত ঘ. তাওহীদ

১০। পৃথিবীর মানচিত্র অংকন করেন-

ক. জাবির ইবন হাইয়্যান খ. মূসা আল খারিযমী

গ. হাসান ইবন হাইসাম ঘ. আল-মাসুদি

১১। হযরত ইব্রাহীম (আ.)-এর ওপর কয়খানা সহিফা অবতীর্ণ হয়?

ক. দশখানা খ. বিশখানা

গ. ত্রিশখানা ঘ. পঞ্চাশখানা

১২। “অতএব হে চক্ষুষ্মানগণ! তোমরা শিক্ষা গ্রহণ কর।”- এ আয়াতটি শরিআতের কোন উৎসের প্রতি নির্দেশ করে?

ক. প্রথম উৎসের প্রতি খ. দ্বিতীয় উৎসের প্রতি

গ. তৃতীয় উৎসের প্রতি ঘ. চতুর্থ উৎসের প্রতি

১৩। “হাক্কুল্লাহ” কোন কোন ক্ষেত্রে সম্পন্ন করতে হবে?

i. ব্যক্তিগত

ii. সামাজিক

iii. অর্থনৈতিক।

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪। “সুন্দর ব্যবহারই পুণ্য”- কে বলেছেন?

ক. হযরত আলী (রা.) খ. হযরত উসমান (রা.)

গ. হযরত মুহাম্মদ (সা.) ঘ. হযরত উমার (রা.)

১৫। ‘লা তানহার’ শব্দের অর্থ কী?

ক. কঠোর হবেন না খ. ধমক দেবেন না

গ. নিষেধ করবেন না ঘ. আশ্রয় দেবেন না

১৬। বালক মুহাম্মদ (সা.) চাচার সংসারে মেষ চরাতেন কিসের জন্য?

ক. দরিদ্রদের সাহায্য করার জন্য

খ. পেশাগত অভিজ্ঞতার জন্য

গ. সাংসারিক সহযোগিতার জন্য

ঘ. মানবকল্যাণের জন্য

১৭। নিচের কোন উদাহরণটি ঈমান-ইসলামের সম্পর্ক নির্ণয়ে যথার্থ হবে-

ক. মেঘের সঙ্গে বৃষ্টির খ. প্রদীপের সঙ্গে আলোর

গ. খেতের সঙ্গে মাঠের ঘ. কলমের সঙ্গে কালির

১৮। সালাত ইসলামের কততম রুকন?

ক. ১ম খ ২য়

গ. ৩য় ঘ. ৪র্থ

১৯। ‘আত্মসাৎ করা’-এর বিপরীত আরবি প্রতিশব্দ কোনটি?

ক. আখলাক খ. আমানত

গ. আদল ঘ. জুলম

২০। “ আল কানুন ফিত-তিব্ব”-এর রচয়িতা কে?

ক. ইবনে সীনা খ. নাসিরুদ্দীন তুসী

গ. হাসান ইবনে হাইসাম ঘ. আলী তাবারী

২১। আখলাক যামিমা কোনটি?

ক. ফিতনা সৃষ্টি করে খ. সত্যবাদিতা

গ. আমানতদারী ঘ. ওয়াদা রক্ষা করা

২২। নিচের কোনটি চক্ষু বিজ্ঞানবিষয়ক মৌলিক গ্রন্থ?

ক. কানুন ফিত্-তিব্ব খ. কিতাবুল জিবার

গ. কিতাবুল মানসুরি ঘ. কিতাবুল মানাজির

২৩। হজ শব্দের অর্থ কী?

ক. দু’আ করা খ. সংকল্প করা

গ. প্রদক্ষিণ করা ঘ. ইবাদাত করা

২৪। হারবুল ফিজার কয় বছর স্থায়ী ছিল?

ক. চার খ. পাঁচ

গ. ছয় ঘ. সাত

২৫। “তারা আখিরাতেও দৃঢ় বিশ্বাস রাখে”- আয়াতটি কিসের পরিচায়ক?

ক. ঈমানের খ. ইসলামের

গ. ইবাদতের ঘ. আনুগত্যের

২৬। সব নবী-রাসূলকে বিশ্বাস করা ঈমানের-

ক. মূল কথা খ. মূলনীতি

গ. মূল বিষয় ঘ. মূল চেতনা

২৭। “প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে” কোন সূরার আয়াত?

ক. সূরা বাকারা খ. সূরা আহজাব

গ. সূরা আম্বিয়া ঘ. সূরা আল-ইমরান

২৮। ইসলাম শব্দের অর্থ কী?

ক. শান্তি ও বিশ্বাস স্থাপন করা

খ. আনুগত্য ও বিশ্বাস করা

গ. আনুগত্য ও আত্মসমর্পণ করা

ঘ. আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস করা

২৯। মেয়েদের শালীনতা রক্ষা করে চলার কথা সূরা আহজাবের কত নং আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে?

ক. ৩১ নং খ. ৩৩ নং

গ. ৫৯ নং ঘ. ৪৯ নং

৩০। মহানবী (সা.)-এর জীবদ্দশায় কাদের গৃহ থেকে কোরআন তিলাওয়াতের গুণ গুণ শব্দ পাওয়া যেত?

ক. সাহাবীদের খ. তাবেয়ীদের

গ. হাফিজদের ঘ. মুফাসসিরদের

এবার তোমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও :

১.গ, ২.ক, ৩.ঘ, ৪.ঘ, ৫.ক, ৬.গ, ৭.ঘ, ৮.খ, ৯.ঘ, ১০.ঘ, ১১.ক, ১২.ঘ, ১৩.ঘ, ১৪.গ, ১৫.খ, ১৬.গ, ১৭.খ, ১৮.খ, ১৯.খ, ২০.ক, ২১.ক, ২২.ঘ, ২৩.খ, ২৪.খ, ২৫.ক, ২৬.গ, ২৭.ঘ, ২৮.গ, ২৯.খ, ৩০.ক।

বিজ্ঞান নৈর্ব্যক্তিক মডেল টেস্ট

মো. আমিনুল ইসলাম

সিনিয়র শিক্ষক, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

১. কলায় কোনটি পাওয়া যায়?

ক. গ্লুকোজ খ. ফ্রুকটোজ

গ. সুক্রোজ ঘ. সেলুলোজ

২. কোনটি খাদ্য সহায়ক উপাদান?

ক. পানি খ. স্নেহ গ. আমিষ ঘ. শর্করা

৩. ভূ-পৃষ্ঠের মোট কতভাগ পানি?

ক. ৬০% খ. ৬৫% গ. ৭০% ঘ. ৭৫%

৪. বিশুদ্ধ পানির PH কত?

ক. ৬ খ. ৭ গ. ৮ ঘ. ৯

৫. মানুষের হৃদপিণ্ডে প্রকোষ্ট কয়টি?

ক. ২টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি

৬. লিউকোমিয়া কি?

ক. নিউমোনিয়া খ. প্লেগ

গ. কলেরা ঘ. ব্লাড ক্যান্সার

৭. পানির প্রধান উৎস কোনটি?

ক. পুকুর খ. সমুদ্র গ. নদী ঘ. বিল

৮. লোডশেডিং-এর কারণ-

i. চাহিদার তুলনায় বিদ্যুতের স্বল্প উৎপাদন

ii. সরবরাহ পদ্ধতির ত্র“টি iii. দুর্বল মনিটরিং

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. চলন্ত বাস থেকে হঠাৎ নামতে গেলে দুর্ঘটনা ঘটার কারণ নিচের কোনটি?

ক. বেগ খ. বল গ. গতি ঘ. জড়তা

১০. মৌমাছি হুল ফুটালে ব্যবহার করা হয় নিচের কোনটি?

ক. CaCo3 খ. Na2Co3

গ. ZnCo3 ঘ. K2Co3

১১. প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় কত সালে?

ক. ১৯৫৯ সালে খ. ১৯৬৯ সালে

গ. ১৯৭৯ সালে ঘ. ১৯৮৯ সালে

১২. এনার্জি সেভিং বাল্বে কোন গ্যাস ব্যবহৃত হয়?

ক. সোডিয়াম খ. নিয়ন গ. হিলিয়াম ঘ. আর্গন

১৩. আমাদের দেশে মানব ক্লোনিং-এর প্রধান অন্তরায় কি?

ক. ধর্ম খ. জনবল

গ. অর্থ ঘ. যন্ত্রপাতি।

১৪. নিউটনের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কোনটি প্রয়োজন?

ক. ভর = বল x ত্বরণ খ. বল = ভর x ত্বরণ

গ. ত্বরণ = বল x ভর ঘ. বল = ভর/ত্বরণ

১৫. গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণ-

i. যানবাহন ii. শিল্প-কারখানা iii. বিদ্যুৎ উৎপাদন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. রাবার ক্ষয়প্রাপ্ত হয় কোনটি দ্বারা?

ক. জলীয় বাষ্প খ. অক্সিজেন

গ. লবণ ঘ. দুর্বল এসিড

১৭. জিনিং প্রক্রিয়ায় প্রাপ্ত তন্তুকে বলে-

ক. কটনলিন্ট খ. লবণ

গ. জলীয় বাষ্প ঘ. দুর্বল এসিড

১৮. গাড়ির দুই পাশে ও পিছনের জন্য কয়টি দর্পণ ব্যবহার করা হয়?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

১৯. মেয়েদের শরীরের বিভিন্ন পরিবর্তনের জন্য কয়টি হরমোন দায়ী?

ক. ২টি খ. ৪টি

গ. ৬টি ঘ. ৮টি

২০. সন্তানের পিতৃত্ব ও মাতৃত্ব নিয়ে বিরোধের নিষ্পত্তি হয় কোনটির মাধ্যমে?

ক. মূত্র পরীক্ষা খ. DNA টেস্ট

গ. মল পরীক্ষা ঘ. ব্লাড পরীক্ষা

২১. রেডিও প্রেরক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হল-

i. প্রেরণ ব্যবস্থা ii. গ্রহণ ব্যবস্থা iii. তরঙ্গ সঞ্চালন ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২২. ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি?

ক. RNA খ. DNA

গ. জিন ঘ. সেন্টোমিয়াম

২৩. ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কতটি?

ক. ১টি খ. ২টি

গ. ২২টি ঘ. ৪৪টি

২৪. কত সালে সর্বপ্রথম AIDS চিহ্নিত হয়?

ক. ১৯৮০ সালে খ. ১৯৮১ সালে

গ. ১৯৮২ সালে ঘ. ১৯৮৩ সালে

২৫. চোখের লেন্সের অভিসারি ক্ষমতা কমে গেলে কোন ধরনের ত্রুটি দেখা যায়?

ক. হ্রস দৃষ্টি খ. দীর্ঘ দৃষ্টি

গ. বার্ধক্য দৃষ্টি ঘ. বিষম দৃষ্টি

২৬. জিপসামের রাসায়নিক সংকেত কোনটি?

ক. Fe2O3 গ. CaCo3

গ. Caso45H2 ঘ. Caso42H2O

২৭. বাংলাদেশের কতটি নদী ভারতের সঙ্গে সংযুক্ত স্থল?

ক. প্রায় ৫৫টি খ. প্রায় ৫৬টি

গ. প্রায় ৫৭টি ঘ. প্রায় ৫৮টি

২৮. কোন জাতীয় খাদ্য আঁশযুক্ত?

ক. সেলুলোজ খ. স্টার্চ

গ. প্রোটিন ঘ. ভিটামিন

নিচের উদ্দীপকটি হতে ২৯ এবং ৩০নং প্রশ্নের উত্তর দাও :

২৯. উদ্দীপকের অণুতে আছে-

i. পাঁচ কার্বন যুক্ত শর্করা ii. নাইট্রোজেন ক্ষারক iii. ইউরাসিল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. র, ii ও iii

৩০. উদ্দীপকের অণুটি-

ক. নিউক্লিওসাইট খ. পলি নিউক্লিওসাইড

গ. নিউক্লিওটাইট ঘ. সার্কুলার ডি,এন,এ

উত্তর : ১খ, ২ক, ৩ঘ, ৪খ, ৫খ, ৬ঘ, ৭খ, ৮ঘ, ৯ঘ, ১০গ, ১১ঘ, ১২ঘ, ১৩ক, ১৪খ, ১৫ঘ, ১৬ক, ১৭ক, ১৮খ, ১৯ক, ২০খ, ২১গ, ২২খ, ২৩ক, ২৪খ, ২৫খ, ২৬ঘ, ২৭ক, ২৮ক, ২৯ক, ৩০গ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মডেল টেস্ট

আব্দুর রশিদ

সিনিয়র শিক্ষক, বি.এ.এফ. শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা

নৈর্ব্যক্তিক অংশ

১. ডেটাবেজকে কী বলা হয়?

ক. জ্ঞানভাণ্ডার খ. তথ্যভাণ্ডার গ. শস্যভাণ্ডার ঘ. ভাণ্ডার

২. ডেটাবেজকে কী হিসেবে উল্লেখ করা যায়?

ক. তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি

খ. তথ্য আহরণ পদ্ধতি

গ. তথ্য বিশ্লেষণ পদ্ধতি ঘ. তথ্য পাচার পদ্ধতি

৩. ডেটাবেজ মূলত কিসের সমন্বয়ে গঠিত?

ক. কলাম ও সারি খ. কলাম ও কলাম

গ. সারি ও সারি ঘ. ফিল্ড ও রেকর্ড

৪. নিচের কোনটি লিনিয়ার মাল্টিমিডিয়া?

ক. প্রকাশনা খ. ছবি আঁকা গ. সিনেমা ঘ. খেলা

৫. প্রতি বর্গইঞ্চিতে পিক্সেলের পরিমাণকে কী বলে?

ক. রেঞ্জ খ. রেজুলিউশন গ. ডট ঘ.কমা

৬. নিচের কোনটি সত্য নয়?

ক. শিক্ষকরা কেবল দিক নির্দেশকারী

খ. শিক্ষার্থীদের নিজেদের সবকিছু শিখতে হয়

গ. শিক্ষকরা শিক্ষার্থীদের সবকিছু শেখান

ঘ. শিক্ষার্থীদের তাদের উপযোগী সঠিক পথ বেছে নিতে হয়

৭. নিচের কোনটি সত্য?

ক. ইন্টারনেট থাকলেই ছাত্র-ছাত্রীরা শিক্ষিত হবে

খ. ইন্টারনেট সাহায্যে কেবলই গেমস খেলা যায়

গ. ইন্টারনেটের খুব ভালো ঈড়হঃবহঃ থাকলেই শিক্ষার হার বাড়বে

ঘ. ইন্টারনেট হতে বই ডাউনলোড করে নেয়া যাবে

৮. বিনা তারে বার্তা প্রেরণে প্রথম সফল বিজ্ঞানী কে?

ক. ম্যাক্সওয়েল খ. মার্কনি গ. টমলিনসন ঘ. জগদীশ চন্দ্র বসু

৯. ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন?

ক. F1 খ. Scroll lock

গ. Caps lock ঘ. Pause

১০. ওয়ার্ড প্রসেসিং শব্দটির অর্থ কী?

ক. শব্দ প্রক্রিয়াকরণ খ. বর্ণ প্রক্রিয়াকরণ

গ. বাক্য প্রক্রিয়াকরণ ঘ. শব্দ প্রতিস্থাপন

১১. বানান সংশোধনের কাজকে বলা হয়-

ক. ডিবাগিং খ. এডিটিং

গ. প্রুফ দেখা ঘ. এনকোডিং

১২. স্প্রেডশিটে ভাগ করার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়?

ক. › খ. গু গ. / ঘ. =

১৩. জটিল হিসাবের জন্য কোনটির ওপর নির্ভর করা যায় না?

ক. সুপার কম্পিউটার খ. কম্পিউটার

গ. ল্যাপটপ ঘ. ক্যালকুলেটর

১৪. স্প্রেডশিটের আভিধানিক অর্থ কী?

ক. গুটানো কাগজ খ. ছড়ানো কাগজ

গ. জড়ানো কাগজ ঘ. ছেঁড়া কাগজ

১৫. রেজিস্ট্রি ক্লিনআপ ব্যবহার করলে আইসিটি যন্ত্রটি-

ক. ঠিকভাবে কাজ করবে

খ. মাঝে মাঝে কাজ করবে

গ. ঠিকভাবে কাজ করবে না

ঘ. দ্রুত কাজ করবে

১৬. প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশকিছু কী ফাইল তৈরি হয়?

ক. পার্মানেন্ট ফাইল খ. টেম্পোরারি ফাইল

গ. ওপেন ফাইল ঘ. সফট ফাইল

১৭. টেম্পোরারি ফাইল কম্পিউটারের গতিকে-

ক. দ্রুত করে দেয় খ. ধীরে করে দেয়

গ. মন্থর করে দেয় ঘ. দ্রুত করে দেয় না

১৮. বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কবে জন্মগ্রহণ করেন?

ক. ২ নভেম্বর ১৮৫৮ খ. ১০ নভেম্বর ১৮৫৮

গ. ২০ নভেম্বর ১৮৫৮ ঘ. ৩০ নভেম্বর ১৮৫৮

১৯. বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কবে মৃত্যুবরণ করেন?

ক. ৩০ নভেম্বর ১৮৫৮ খ. ২২ ডিসেম্বর ১৮৫৯

গ. ২৩ নভেম্বর ১৯৩৭ ঘ.২২ নভেম্বর ১৯৩৭

২০. কত সালে জগদীশ চন্দ্র বসু অতিক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন?

ক. ১৭৯৫ খ. ১৭৯৮ গ. ১৮১৭ ঘ. ১৮৯৫

২১. শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে শিক্ষণীয় তথ্যগুলো আরও বৃদ্ধি করে কোনটি?

ক. মোবাইল খ. ইন্টারনেট গ. ল্যাপটপ ঘ. কম্পিউটার

২২. ইন্টারনেট থেকে বই ডাউনলোডের ক্ষেত্রে কোন বিষয় সতর্ক থাকতে হবে?

ক. ঠিকভাবে ডাউনলোড হল কিনা খ. পাঠ্যবই ঠিক আছে কিনা

গ. বিনামূল্যে কিনা ঘ. কপিরাইট আইন ভঙ্গ করছে কিনা

২৩. অজানা বই সম্পর্কে ধারণার ভাণ্ডার কোনটি?

ক. ইন্টারনেট খ. পুস্তক

গ. ই-মেইল ঘ. শিক্ষক

২৪. সারাবিশ্বের সব ছাত্রছাত্রীরা কীভাবে একটি ক্লাবের সদস্য হতে পারে?

ক. এনজিওর সাহায্যে খ. ইন্টারনেটের সাহায্যে

গ. পাঠ্যবইয়ের সাহায্যে ঘ. কম্পিউটারের সাহায্যে

২৫. মাল্টিমিডিয়া বর্ণ কেমন হতে পারে?

ক. চলমান খ. ত্রিমাত্রিক গ. চলমান ও ত্রিমাত্রিক ঘ. কোনোটি নয়

উত্তর : ১খ, ২ক, ৩ঘ, ৪গ, ৫খ, ৬গ, ৭ঘ, ৮ঘ, ৯গ, ১০ক, ১১গ, ১২ঘ, ১৩ঘ, ১৪খ, ১৫ঘ, ১৬খ, ১৭ক, ১৮ঘ, ১৯গ, ২০ঘ, ২১খ, ২২ঘ, ২৩ক, ২৪খ, ২৫গ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম