নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম
প্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল, তেজগাঁও, ঢাকা
দ্বিতীয় অধ্যায় : গতি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৯৯। বায়ুতে শব্দ ৫ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? উত্তর : ১৬৬০ মিটার।
১০০। L- :2 লেখটি কেমন?
উত্তর : সরলরেখা।
১০১। বেগের পরিবর্তন না হলে ত্বরণ কিরূপ হয়? উত্তর : শূন্য।
১০২। একটি বস্তুর বেগ 9s -এ 9ms-1 থেকে 45 ms-1 এ উন্নীত হয়। বস্তুটির ত্বরণ কত?
উত্তর : 4 ms-1
১০৩। ত্বরণের দিক কোন দিকে?
উত্তর : বেগ পরিবর্তনের দিকে।
১০৪। গাড়ির বেগ সাধারণত কী ধরনের বেগ?
উত্তর : অসম বেগ।
১০৫। 45° অক্ষাংশে সমুদ্রে সমতলে অভিকর্ষজ ত্বরণের মান কত?
উত্তর : 9.80665 ms-2
১০৬। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত?
উত্তর : শূন্য।
১০৭। একটি বাক্সকে ধাক্কা দিলে বাক্সটি না উল্টিয়ে যে গতি লাভ করে তাকে কী গতি বলে?
উত্তর : চলন গতি।
১০৮। কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্বকে কী বলে?
উত্তর : সরণ।
১০৯। সময়ের সঙ্গে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে?
উত্তর : দ্রুতি।
১১০। সমবেগে চলমান বস্তুর ত্বরণের মান কত?
উত্তর : শূন্য।
১১১। অভিকর্ষজ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কী বলে?
উত্তর : অভিকর্ষজ ত্বরণ।
১১২। g-এর আদর্শ মান কত?
উত্তর : 9.80665 ms-2
তৃতীয় অধ্যায় : বল
১। ঘর্ষণ কী?
উত্তর : একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শ তলে গতির বিরুদ্ধে একটি বাঁধার উৎপত্তি হয়, এ বাঁধাকে ঘর্ষণ বলে।
২। সাম্য বল কাকে বলে?
উত্তর : কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অর্থাৎ বস্তুটি সাম্যাবস্থায় থাকে, তবে ওই বলগুলোকে সাম্য বল বলে।
৩। বল কাকে বলে?
উত্তর : যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় অথবা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে।
৪। জড়তা কী?
উত্তর : বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে জড়তা বলে।
৫। স্পর্শ বল কী?
উত্তর : যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে স্পর্শ বল বলে।
৬। অস্পর্শ বল কী?
উত্তর : দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তা-ই অস্পর্শ বল।
৭। ঘর্ষণ বল কাকে বলে?
উত্তর : একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন ঘর্ষণের কারণে যে বাঁধা বলের সৃষ্টি হয়, তাকে ঘর্ষণ বল বলে।
৮। অভিকর্ষ বল কাকে বলে?
উত্তর : পৃথিবী যখন কোনো বস্তুর উপর মহাকর্ষ বল প্রয়োগ করে তখন তাকে অভিকর্ষ বল বলে।
৯। মহাকর্ষ বল কাকে বলে?
উত্তর : মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বলে।
১০। অসাম্য বল কাকে বলে?
উত্তর : কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য না হয় অর্থাৎ বস্তুটি সাম্যাবস্থায় না থাকে, তবে ওই বলগুলোকে অসাম্য বল বলে।
১১। ভর কাকে বলে?
উত্তর : বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে ওই বস্তুর ভর বলে।
১২। ভরবেগ কাকে বলে?
উত্তর : ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে।
১৩। ভর কোন রাশি?
উত্তর : ভর একটি স্কেলার রাশি।
১৪। ভরবেগ কোন রাশি?
উত্তর : ভরবেগ একটি ভেক্টর রাশি।
১৫। চারটি মৌলিক বলের মধ্যে তুলনামূলকভাবে দুর্বলতম বল কোনটি?
উত্তর : মহাকর্ষ বল।
১৬। ভরের মাত্রা কী?
উত্তর : ভরের মাত্রা হল : M
১৭। বল ও ত্বরণ সম্পর্কিত নিউটনের গতির সূত্র কয়টি?
উত্তর : ৩টি।
১৮। নিউটনের গতির ১ম সূত্রটি লিখ।
উত্তর : বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে।
১৯। নিউটনের গতির ২য় সূত্রটি লিখ।
উত্তর : বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল
যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।
