এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি
ফিন্যান্স ও ব্যাংকিং * তথ্য ও যোগাযোগ প্রযুক্তি * গার্হস্থ্য বিজ্ঞান
ফিন্যান্স ও ব্যাংকিং মডেল টেস্ট
মোহাম্মদ মনিরুজ্জামান সরকার
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা
সৃজনশীল অংশ
ক-বিভাগ : ফিন্যান্স
১. জনাব রফিক চছঝ কোম্পানির একজন আর্থিক ব্যবস্থাপক। তিনি প্রথমে শ্রমিকের মজুরি এবং কাঁচামাল ক্রয়ের জন্য ৬০,০০০ টাকার একটি প্রাপ্য বিল যমুনা ব্যাংকে বাট্টা করেন। দ্বিতীয় কোম্পানির পণ্য উৎপাদন বৃদ্ধির জন্য নতুন একটি কারখান স্থাপনের সিদ্ধান্ত নেন।
ক. চলতি বিনিয়োগ সিদ্ধান্ত কী? ১
খ. আন্তর্জাতিক অর্থায়ন বলতে কী বোঝায়? ২
গ. জনাব রফিকের দ্বিতীয় সিদ্ধান্তটি কোন ধরনের?
ব্যাখ্যা কর। ৩
ঘ. জনাব রফিকের প্রথম সিদ্ধান্তটি অর্থায়নের কোন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর। ৪
২. জনাব আরিফ বাটা কোম্পানির একজন আর্থিক ব্যবস্থাপক। প্রতিষ্ঠানটির উৎপাদন বৃদ্ধির জন্য তিনি সম্প্রতি ভাড়া পরিশোধের চুক্তিতে একটি নতুন মেশিন সংযোজন করেন। প্রতিষ্ঠানটির ব্যবসায় সম্প্রসারণের জন্য বৃহৎ তহবিলের প্রয়োজন। জনাব আরিফ এই তহবিলের উৎস নির্ধারণের জন্য বিভিন্ন দিক বিবেচনা করছেন।
ক. স্বল্পমেয়াদি অর্থায়নের প্রধান উৎস কোনটি? ১
খ. তহবিল সংগ্রহের বাহ্যিক উৎসগুলো জনপ্রিয় কেন? ব্যাখ্যা কর। ২
গ. নতুন মেশিন সংযোজনে জনাব আরিফ অর্থায়নের উৎস ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর। ৩
ঘ. জনাব আরিফ ব্যবসায় সম্প্রসারণের জন্য অর্থায়নের উৎস নির্বাচনে কোন বিষয়সমূহ বিবেচনা করবেন? ব্যাখ্যা কর। ৪
৩. বিকল্প-১ : একটি প্রকল্প হতে ১০% সুদে ৫ বছর পর ১০০০ টাকা পাওয়া যাবে।
বিকল্প-২ : গঘঈ ব্যাংকে এখন ৫০০০ টাকা জমা রাখলে ৫ বছর পর ১০,০০০ টাকা পাওয়া যাবে।
ক. চক্রবৃদ্ধি সুদ কাকে বলে? ১
খ. প্রকল্প মূল্যায়ন ধারণটি ব্যাখ্যা কর। ২
গ. গঘঈ ব্যাংকের সুদের হার নির্ণয় কর। ৩
ঘ. অর্থের সময় মূল্যের ধারণা অনুযায়ী বিকল্প ১ হতে কত টাকা লাভ/ ক্ষতি হবে নির্ণয় কর। ৪
৪. জনাব রূপম সাউদার্ন ও নর্দান দুটি প্রকল্প তার মূলধন বিনিয়োগ করেছেন। কিন্তু মূলধন অপর্যাপ্ততার কারণে তিনি একটি প্রকল্পের কার্যক্রম বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেন। প্রকল্প দু’টির বিগত চার বছরের আয়ের পরিমাণ নিুরূপ :
আয়ের হার
বছর সাউদার্ন নর্দান
২০১১ ৩০% ২৫%
২০১২ -৫% ২০%
২০১৩ ২০% ১৮%
২০১৪ ১৫% -৩%
ক. ঝুঁকি বহুল আয় কী? ১
খ. তারল্য বর্ণিত কখন সৃষ্টি হয়? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে বণির্ত সাউদার্ন প্রকল্পের ব্যবধানের বর্গের সমষ্টি কত? ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত জনাব রূপমের কোন প্রকল্পটি বন্ধ করে দেয়া উচিত বলে তুমি মনে কর? গাণিতিক যুক্তিসহ মতামত দাও? ৪
৫. মি. তাইফ দুটি প্রকল্প অর্থ বিনিয়োগ করার চিন্তা-ভাবনা করছেন। প্রকল্প দুটির বিবরণ নিুে দেয়া হল :
প্রাথমিক বিনিয়োগ প্রকল্প-‘ক’ প্রকল্প-‘খ’
বছর কর পরবর্তী মুনাফা কর পরবর্তী মুনাফা
১ ১০,০০০ ৮,০০০
২ ১২,০০০ ১২,০০০
৩ ৮,০০০ ১০,০০০
আয়ুষ্কাল ৩ বছর ৩ বছর
ক. ওজজ-এর পূর্ণরূপ কী? ১
খ. অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কোনটি? ব্যাখ্যা কর। ২
গ. প্রকল্প ‘ক’ এর পে-ব্যাক সময় নির্ণয় কর। ৩
ঘ. প্রকল্প দুটির মধ্যে কোনটিতে বিনিয়োগ অধিক যুক্তিযুক্ত? ৪
৬. একমি কোম্পানি বর্তমান বছর শেয়ারপ্রতি ২০ টাকা লভ্যাংশ ঘোষণা করে এবং কোম্পানিটির অনুমিত লভ্যাংশ বৃদ্ধির হার ১০%। কোম্পানির প্রতি শেয়ারের বর্তমান বাজার মূল্য ২১০ টাকা ও বাজার খরচ ১০ টাকা।
ক. কাম্য ঋণ নীতি কী? ১
খ. মূলধন মিশ্রণ বলতে কী বোঝায়? ২
গ. ৪র্থ বছর পর প্রত্যাশিত লভ্যাংশ কত টাকা হবে?
নির্ণয় কর। ৩
ঘ. কোম্পানির সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় কর। ৪
খ-বিভাগ : ব্যাংকিং
৭. দোয়েল ব্যাংক জনগণের কাছ থেকে অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে এবং ব্যবসায়ীদের যাদের অর্থের ঘাটতি আছে তাদের ঋণ দেয়। কিন্তু যার ফলে গ্রাহক অসন্তুষ্টি ঘটে না। অপরদিকে ব্যাংকটি ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা, সততা ও পর্যাপ্ত জামানত রেখে মঞ্জুর করে।
ক. ইউইখ কোন ধরনের ব্যাংক? ১
খ. অধীনস্থ ব্যাংক বলতে কী বোঝায়? ২
গ. দোয়েল ব্যাংক কোন নীতি অনুসরণ করার ফলে গ্রাহক সন্তুষ্টি বজায় ছিল? ব্যাখ্যা কর। ৩
ঘ. দোয়েল ব্যাংক ঋণ প্রদানের সময় যে সব বিষয় বিবেচনা করেছে তা ব্যাংকিং ব্যবসায় কোন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর। ৪
৮. জনাব রবিন তার কারখানা শ্রমিকের মজুরি পরিশোধ করলো ৮,০০০ টাকা, দোকান ভাড়া পরিশোধ করল ১০,০০০ টাকা এবং ১৫,০০০ টাকার আসবাবপত্র কিনল। এ ছাড়া ২০,০০০ টাকা মূল্যের পণ্য খুলনা থেকে আনালো এবং এর অর্থ ব্যাংকের মাধ্যমে প্রেরণ করলো।
ক. চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য কী? ১
খ. কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে? ২
গ. জনাব রবিন যে উপায়ে খুলনাতে টাকা পাঠিয়েছে তা ব্যাংকের কোন কাজের অন্তর্ভুক্ত? বর্ণনা কর। ৩
ঘ. জনাব রবিনের কর্মকাণ্ডে মুদ্রা কী হিসেবে কাজ করেছে? বিশ্লেষণ কর। ৪
৯. মিসেস রাবেয়া আক্তার একজন বেসরকারি চাকরিজীবী। তিনি বেতন হতে কিছু পরিমাণ অর্থ মাঝে মাঝে তার ব্যাংক হিসাবে জমা করেন। কয়েক বছর পর তিনি ব্যাংক হিসাবে জমানো টাকাগুলো একত্রে অন্য একটি ব্যাংক হিসাবে আরও লাভজনক খাতে দীর্ঘমেয়াদের ভিত্তিতে রাখা যায় কিনা তা ভাবলেন। সে মোতাবেক তিনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে একটি অধিক লাভজনক ব্যাংক হিসাবে জমা রাখার পরামর্শ পেয়েছেন।
ক. এনি ব্রাঞ্চ ব্যাংকিং কী? ১
খ. কোনো ইলেকট্রনিক ব্যাংকিং পণ্যের জন্য ব্যাংকে হিসাব থাকার আবশ্যকতা নেই। ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে মিসেস রাবেয়া আক্তার প্রথমে কোন ধরনের ব্যাংক হিসাব খুলেছিলেন? বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত মিসেস রাবেয়া আক্তারের দ্বিতীয় পর্যায়ে হিসাব খোলার সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর। ৪
১০. কক্সবাজারের ব্যবসায়ী জনাব অনুপম শেখ তার ব্যবসায়িক লেনদেনে ভাঙ্গাতে পারে। তিনি দুই লাখ টাকার একটি চেকে স্বাক্ষর প্রদান করে তার একজন কর্মচারীর নিকট রাখলেন। অফিসের কর্মচারী চেকের টাকা উত্তোলন করে পালিয়ে গেলেন। অপ্রত্যাশিত এই ঘটনার পর তিনি তার ব্যবসায়িক লেনদেন দাগকাটা চেক ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন।
ক. সংরক্ষিত তহবিল কী? ১
খ. ব্যাংক কীভাবে অর্থের নিরাপত্তা বিধান করে? ২
গ. উদ্দীপকে বর্ণিত জনাব অনুপম শেখের কর্মচারী কেন চেকের টাকার আত্মসাৎ করার সুযোগ পেল? বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে জনাব অনুপম শেখের দাগকাটা চেক ব্যবহারের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর। ৪
১১. জনাব জারিফ রহমান একজন ব্যবসায়ী। তিনি রূপসা ব্যাংকের মাধ্যমে ব্যবসায়িকা প্রয়োজনে তার পাঁচ কাঠা জমির বিপরীতে দশ লাখ টাকা ঋণ নিয়েছেন যা চার বছর পর
পরিশোধ করবেন। কিন্তু তিনি সময়মতো ঋণের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হন।
ক. বিনিয়ম প্রথা কী? ১
খ. প্রত্যয়পত্র বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে উল্লিখিত জানব জারিফ রহমানের সঙ্গে রূপসা ব্যাংকের কিরূপ সম্পর্ক বিদ্যমান? বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকের বর্ণিত পরিস্থিতিতে রূপসা ব্যাংকের ঋণের
অর্থ আদায়ে কী করণীয় আছে বলে তুমি মনে কর?
যুক্তিসহ বিশ্লেষণ। ৪
গার্হস্থ্য বিজ্ঞান
তাহমিনা জামান
সিনিয়র শিক্ষক, তালতলা মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ, তালতলা, ঢাকা
মৌখিক পরীক্ষার সাজেশন
১। সম্পদকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়?
উত্তর : দুই ভাগে।
২। সম্পদ কী?
উত্তর : যে সব বস্তু বা সামগ্রী মানুষের অভাব মোচনে সহায়ক এবং যার বিনিময় মূল্য আছে তাই সম্পদ।
৩। কয়েকটি মানবীয় সম্পদের নাম বল।
উত্তর : জ্ঞান, শক্তি, সময়, সামর্থ্য ইত্যাদি।
৪। কয়েকটি বস্তুগত সম্পদের নাম লেখ।
উত্তর : জমি, অর্থ, ঘরবাড়ি, অলঙ্কার ইত্যাদি।
৫। কোন ধরনের সম্পদ অনুশীলনের মাধ্যমে বৃদ্ধি পায়?
উত্তর : মানবীয় সম্পদ অনুশীলনের মাধ্যমে বৃদ্ধি পায়।
৬। অর্থকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় কীসের মাধ্যমে? উত্তর : বাজেটের মাধ্যমে।
৭। সবচেয়ে সীমিত সম্পদ কোনটি?
উত্তর : সময় সবচেয়ে সীমিত সম্পদ।
৮। শক্তি কত ধরনের ও কী কী?
উত্তর : শক্তি দুই ধরনের। যথা- শারীরিক শক্তি ও মানসিক শক্তি।
৯। গৃহকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সম্পদ কোনটি? উত্তর : জ্ঞান।
১০। পুতুল আকৃতির হোল্ডার তৈরিতে কীভাবে হুকিং ব্যবস্থা করতে হয়?
উত্তর : ফিতা বা দড়ি লাগিয়ে।
১১। পুতুলের আকৃতি হোল্ডার তৈরি করে তা কী হিসেবে ব্যবহার করতে পারে?
উত্তর : টেলিফোন সেট, ক্লিপ কাঁটা রাখার বা ম্যাসেজ হোল্ডার হিসেবে।
১২। পুতুলের বেণী তৈরিতে কী কী উপকরণ নেয়া হয়?
উত্তর : ফুল/পাটের দড়ি/টার্সেল।
১৩। ফেলে দেয়া ম্যাচের বাক্স দিয়ে কী করা যায়?
উত্তর : বাক্স।
১৪। বাক্স তৈরি করার জন্য ম্যাচের উপর কী বসাতে হয়? উত্তর : পুঁতি।
১৫। বাক্স তৈরি করার জন্য কোন ধরনের কাগজ ব্যবহার করা হয়? উত্তর : সাদা আর্ট পেপার।
১৬। খাদ্যের উপাদান কয়টি? উত্তর : ছয়টি।
১৭। প্রোটিনের মূল উপাদান কী?
উত্তর : অ্যামাইনো এসিড।
১৮। উৎস অনুযায়ী প্রোটিনকে কত ভাগে করা যায়?
উত্তর : দুই ভাগে।
১৯। অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিডের পরিমাণের ওপর ভিত্তি করে প্রোটিনকে কত ভাগে ভাগ করা যায়?
উত্তর : তিন ভাগে।
২০। প্রোটিনের অভাবে শিশুদের কী রোগ হয়?
উত্তর : কোয়াশিয়রকর।
২১। প্রোটিন ক্যালরির মিলিত অভাবে শিশুদের কী রোগ হয়? উত্তর : ম্যারাসমাস।
২২। কার্বোহাইড্রেট প্রধানত কত প্রকার?
উত্তর : তিন প্রকার।
২৩। গঠন প্রকৃতি অনুযায়ী স্নেহ পদার্থ কত প্রকার?
উত্তর : চার প্রকার।
২৪। উৎস অনুযায়ী স্নেহ পদার্থ কত প্রকার?
উত্তর : তিন প্রকার।
২৫। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
উত্তর : ভিটামিন ‘এ’।
২৬। ভিটামিন ‘ডি’-এর রাসায়নিক নাম কী?
উত্তর : ক্যালসিফেরোল।
২৭। ভিটামিন ‘ডি’-এর অভাবে শিশুদের কী রোগ হয়?
উত্তর : রিকেট।
২৮। ভিটামিন ‘ই’-এর রাসায়নিক নাম কী?
উত্তর : টোকোফেরল।
২৯। বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তর : থায়মিন।
৩০। ফলিক এসিডের অন্য নাম কী? উত্তর : ফোসাসিন।
৩১। স্কার্ভি প্রতিরোধক ভিটামিন কোনটি?
উত্তর : ভিটামিন ‘সি’
