Logo
Logo
×

টিউটোরিয়াল

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

বাংলা * গণিত

বাংলা

Icon

সবুজ চৌধুরী

প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহকারী শিক্ষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা

রৌদ্র লেখে জয়

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২। সমার্থক শব্দ লেখ/ শব্দার্থ লেখ ।

হৃদয় - অন্তর মানুষ - লোক

ভালোবাসা - অনুরাগ শ্রদ্ধা - সম্মান

চিরকাল - চিরদিন প্রতিবাদী - বিদ্রোহী

আদর্শ - নীতি প্রগতিশীল - সমকালীন

প্রগাঢ় - নিবিড় শিক্ষা - জ্ঞান

সমাহিত - কবরস্থ প্রাঙ্গণ - উঠোন

অবসান - সমাপ্ত মৃত্যু - মরণ

হাসপাতাল - চিকিৎসালয় মজলুম - শোষিত

অনাড়ম্বর - সাধারণ খাবার - খাদ্য

সরল - সাদাসিধে অত্যন্ত - বেশি

জীবনাচারণ - জীবনযাপন আদর্শবান - নিষ্ঠাবান

নিরহংকার - দম্ভহীন প্রতিষ্ঠা - স্থাপন

অবদান - ভূমিকা মোহ - নেশা

কর্মসূচি - কর্ম-পরিকল্পনা জনমুখী - জনকল্যাণ

আকৃষ্ট - আকর্ষণ মর্যাদা - সম্মান

প্রাতিষ্ঠানিক - প্রতিষ্ঠানকেন্দ্রিক স্বাধীনতা - মুক্তি

আত্মসমার্পণ - ধরা দেয়া প্রবাসী - বিদেশি

মুক্তিযুদ্ধ - স্বাধীনতাযুদ্ধ সৈন্য - যোদ্ধা

হত্যাযজ্ঞ - হত্যাকাণ্ড দেশব্যাপী - দেশজুড়ে

নিপীড়ন - শোষণ অত্যাচার - নির্যাতন

সতর্ক - সাবধান বারবার - পুনরায়

ভাষণ - বক্তৃতা ময়দান - মাঠ

বিরুদ্ধে - বিপক্ষে প্রবল - প্রচণ্ড

স্বৈরাচারী - অত্যাচারী আন্দোলন - সংগ্রাম

সংহতি - সহমর্মিতা বঞ্চনা - শোষণ

বিপুল - অনেক খ্যাতি - সুনাম

সম্মেলন - জনসভা গ্রেফতার - আটক

সংগঠন - সংঘ জুলুম - অত্যাচার

মহাজন - মহৎজন কৃষক - কৃষিজীবী

শ্রমিক - শ্রমজীবী খেত - জমি

পরিচয় - ঠিকানা সমাবেশ - সমাগম

জন্মভূমি - মাতৃভূমি রুদ্ধ - আটকা

বছর - সন বিষ-নজর - কু-নজর

প্রাইমারি - প্রাথমিক দেশাত্মবোধ - দেশপ্রেম

উদ্বুদ্ধ - অনুপ্রাণিত স্নেহদৃষ্টি - সুনজর

শৈশব - শিশুকাল গ্রাম - গাঁ

দরিদ্র - গরিব আপনজন - পরিচিতজন

৩। এক কথায় প্রকাশ কর।

সাধারণ জনগণের যিনি নেতা - জননেতা

যে পিতা ও মাতাকে হারিয়েছে - পিতৃমাতৃহীন

মানুষের শিশুকালের ব্যাপ্তি - শৈশব

এসেছেন যিনি - আগত

স্নেহ মিশ্রিত যে দৃষ্টি - স্নেহদৃষ্টি

দেশের প্রতি ভালোবাসা বা আকর্ষণ - দেশাত্মবোধ

শিক্ষকের কাজ - শিক্ষকতা

অনেক জমি-জমা আছে যার - জমিদার

অত্যন্ত নিষ্ঠুর যে আচরণ - অত্যাচার

গণিত

সৈয়দ কায়েস-উর-রহমান

সহকারী শিক্ষক, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ

মিরপুর, ঢাকা

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৬৬. ৪ ও ৯ এর গ.সা.গু কত?

উত্তর : ১

৬৭. ১৫ এর গুণনীয়কগুলো লিখ।

উত্তর : ১, ৩, ৫, ১৫

৬৮. ১২ এর পাঁচটি গুণিতক লিখ।

উত্তর : ১২, ২৪, ৩৬, ৪৮ ও ৬০

৬৯. ১ কেন মৌলিক সংখ্যা নয়?

উত্তর : ১ মৌলিক সংখ্যা নয় কারণ এর একটি মাত্র গুণনীয়ক আছে যা ১।

৭০. গ.সা.গু এর পূর্ণরূপ কী?

উত্তর : গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক

৭১. ৫ এর প্রথম চারটি গুণিতক লেখ।

উত্তর : ৫, ১০, ১৫, ২০

৭২. ১৫, ২০, ২৫ এর ল.সা.গু কত?

উত্তর : ৩০০

৭৩. ১৮ ও ৪৫ এর সাধারণ গুণনীয়ক কী কী?

উত্তর : ১, ৩, ৯

৭৪. ১ থেকে ১০ এর মধ্যে ২টি মৌলিক সংখ্যা লেখ।

উত্তর : ২, ৩

৭৫. কোন ক্ষুদ্রতম সংখ্যা ৩০ ও ৩৬ দ্বারা নিঃশেষ বিভাজ্য?

উত্তর : ১৮০

৭৬. ২৪ এর জোড় গুণনীয়ক কয়টি?

উত্তর : ৬টি

৭৭. ২১ এর মৌলিক উৎপাদক কী কী?

উত্তর : ৩ ও ৭

৭৮. কোন ক্ষুদ্রতম সংখ্যা ১৮, ২৪ ও ৪০ দ্বারা নিঃশেষ বিভাজ্য?

উত্তর : ৩৬০

৭৯. ১২ এর গুণনীয়কগুলো লেখ।

উত্তর : ১, ২, ৩, ৪, ৬, ১২

৮০. যে সংখ্যার মাত্র দুইটি গুণনীয় থাকে তাকে কী বলে?

উত্তর : মৌলিক সংখ্যা

৮১. একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু কত?

উত্তর : ১

৮২. ১০৫ সংখ্যাটি কোন কোন মৌলিক সংখ্যার গুণফল?

উত্তর : ৩ x ৫ x ৭

৮৩. ৬০কে মৌলিক উৎপাদকে বিশেষণ কর।

উত্তর : ২ x ২ x ৩ x ৫

৮৪. মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সাথে কী ধরনের ভগ্নাংশ যুক্ত থাকে?

উত্তর : প্রকৃত ভগ্নাংশ

৮৫. প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে কোনটি বড় ভগ্নাংশ?

উত্তর : অপ্রকৃত ভগ্নাংশ

৮৬. শফিক সাহেব মিটার কাপড় ২৫ টাকায় ক্রয় করলেন। তাহলে ১ মিটার কাপড়ের মূল্য কত?

উত্তর : ১০০ টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম