পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
প্রাথমিক বিজ্ঞানঁ ইসলাম ও নৈতিক শিক্ষা
প্রাথমিক বিজ্ঞান
আফরোজা বেগম
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক
উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা
জীবনের জন্য পানি
প্রশ্ন : পানিচক্র কী?
উত্তর : পানিচক্র : যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র। সূর্যের কারণেই পানিচক্র হয়।
প্রশ্ন : পানি দূষণ প্রতিরোধের ৩টি উদাহরণ দাও।
উত্তর : পানি দূষণ প্রতিরোধের ৩টি উদাহরণ নিচে দেয়া হল-
* কৃষিতে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে সবুজ সার ব্যবহার করে আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারি।
* রান্না ঘরের নিষ্কাশন নালায় ও টয়লেটে রাসায়নিক বর্জ্য এবং তেল না ফেলে দূষণ রোধ করতে পারি।
* পুকুর, নদী, হ্রদ কিংবা সাগরে ময়লা-আবর্জনা না ফেলে অথবা সমুদ্র সকৈতে পড়ে থাকা ময়লা এবং হ্রদ কিংবা নদীতে ভাসমান ময়লা-আবর্জনা কুড়িয়ে আমরা পানি পরিষ্কার রাখতে পারি।
সুতরাং, আমরা আমাদের সচেতনতা বাড়িয়ে আমাদের কর্মকাণ্ডের পরিবর্তন করে পানি দূষণ প্রতিরোধ করতে পারি।
প্রশ্ন : অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় লিখ।
উত্তর : অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় নিচে দেয়া হল-
ছাঁকন পদ্ধতি : ছাঁকনি বা পাতলা কাপড় দিয়ে ছেঁকে পানির ভাসমান বা অদ্রবীভূত ময়লা দূর করতে পারি।
থিতানো : নদী বা পুকুরের পানি অনেকক্ষণ রেখে দিলে পাত্রের তলায় তলানি জমে। উপরের পানি পরিষ্কার হয়। এভাবে পানিতে থাকা ময়লা যেমন কাদা বালি ইত্যাদি এ তিথান পদ্ধতিতে নিরাপদ করা যায়।
ফুটানো : ২০ মিনিটের বেশি সময় ধরে পানি ফুটালে তা জীবাণুক্ত হয়।
রাসায়নিক পক্রিয়ায় : অনেক সময় বন্যা বা জলোচ্ছ্বাস ইত্যাদির কারণে পানি ফুটানো সম্ভব না হলে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যেমন- ফিটকিরি, ব্লিচিং পাউডার, পানি বিশুদ্ধকরণ হ্যালোজেন ট্যাবলেট ইত্যাদি পরিমাণমতো পানিতে মিশিয়ে পানিকে জীবাণুমুক্ত করা যেতে পারে। তবে আর্সেনিকযুক্ত পানি এ পদ্ধতিতে নিরাপদ করা যাবে না।
প্রশ্ন : বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়। কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়। ওই পানি কোথায় যায়।
উত্তর : ভূপৃষ্ঠ দানা দানা মাটির কণা দিয়ে তৈরি। বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়। কিছুক্ষণ পর ভূপৃষ্ঠের মাটির কণার ফাঁক দিয়ে তা থিতান পদ্ধতিতে ভূগর্বে জমা হয়। ভূগর্ভের নিচে অদানাদার মিহি মাটির প্লেট রয়েছে। পানি তা ভেদ করে আর নিচে যেতে পারে না। বৃষ্টির পানি ভূপৃষ্ঠ ভেদ করে ভূগর্ভে ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হয়।
সুতরাং, বৃষ্টির পানি ভূপৃষ্ঠ শোষণ করে ভূগর্ভে পাঠিয়ে দেয়। তাই কিছুক্ষণ পর বৃষ্টির পানি অদৃশ্য হয়ে ভূগর্ভে জমা হয়।
ইসলাম ও নৈতিক শিক্ষা
মো. ফোরকান আহমেদ
সহকারী শিক্ষক, মুনলাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোলা
প্রথম অধ্যায়
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৯৭. নিফাকের দ্বারা মানুষের মধ্যে-
i) সন্দেহের সৃষ্টি হয় ii) মারামারি বাধে
iii) বিশৃঙ্খলা সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক
ক) i খ) ii গ) i ও iii ঘ) i, ii,iii
সঠিক উত্তর : (ঘ)
৯৮. কিয়ামতের মাঠে পুণ্যবানদের জন্য শাপাআত করা হবে কেন?
ক) কবরের শান্তির জন্য খ) দুনিয়ার কাজের জন্য
গ) মর্যাদা বৃদ্ধির জন্য ঘ) দুনিয়ার জীবন দানের জন্য
সঠিক উত্তর : (গ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও :
সুলতানার মা একজন ইমানদার মহিলা। তিনি মেয়েকে সব সময় কবর, জান্নাত, জাহান্নাম, সিরাত, হাশর ইত্যাদি সম্পর্কে বলেন। এগুলোকে বিশ্বাস করে দুনিয়ার সৎকর্ম করার পরামর্শ দেন। সুলতানা মায়ের কথা মতো চলার চেষ্টা করে।
৯৯. অনুচ্ছেদ কোনটির ওপর বিশ্বাসের কথা বলা হয়েছে?
ক) রিসালাতের খ) কিতাবের
গ) আখিরাতের ঘ) ফেরেশতার
সঠিক উত্তর : (গ)
১০০. উক্ত বিশ্বাস অনুযায়ী নিজের জীবন গড়লে সুলতানা-
i) উত্তম চরিত্রবান হিসেবে গড়ে উঠবে
ii) দুর্নীতি ও মিথ্যাচার থেকে রক্ষা পাবে
iii) আত্ম মর্যাদাশীল হিসেবে গড়ে উঠবে।
নিচের কেনাটি সঠিক
ক) i ও ii খ) i গ) ii ঘ)iii
সঠিক উত্তর : (ক)
দ্বিতীয় অধ্যায়
১. আকিকা করা কী?
ক) ফরজ খ) সুন্নাত
গ) ওয়াজিব ঘ) মুস্তাহাব
সঠিক উত্তর : (খ)
২. যাকাতের মাসারিফ কয়টি?
ক) সাতটি খ) আটটি
গ) নয়টি ঘ) দশটি
সঠিক উত্তর : (খ)
৩. কোরবানির শব্দের বাংলা প্রতিশব্দ কী?
ক) উযহিয্যাহ খ) উৎসর্গ
গ) আকিকা ঘ) জবেহ
সঠিক উত্তর : (খ)
৪. হজ মুসলমানদের কী শিক্ষা দেয়?
ক) ভ্রাতৃত্ব খ) আত্মবিশ্বাস
গ) অধ্যবসায় ঘ) সাহস
সঠিক উত্তর : (ক)
৫. উশর কী?
ক) ব্যবহার্য জিনিসের যাকাত খ) ফসলের যাকাত
গ) পশুপাখির যাকাত ঘ) ধনসম্পদের যাকাত
৬. ‘ফি সাবিলিল্লাহ অর্থ’ কী?
ক) আল্লাহর পথে খ) রাসূলের পথে
গ) কোরআনের পথে ঘ) সৎপথে
সঠিক উত্তর : (ক)
৭. যাকাত দানকারী অবস্থান করে-
i) আল্লাহর নিকটে
ii) রাসূল (সা.)-এর নিকটে
iii) জাহান্নাম থেকে দূরে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i ও iii ঘ) iii
সঠিক উত্তর : (গ)
৮. মুসলিম (সা.) মক্কা বিজয়ের পর কোন হজ চালু করেন?
ক) ইসমাঈলি হজ খ) ইসায়ি হজ
গ) ইউসুফি হজ ঘ) ইবরাহিমি হজ
সঠিক উত্তর : (ঘ)
