Logo
Logo
×

টিউটোরিয়াল

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

প্রাথমিক গণিত * প্রাথমিক বিজ্ঞান

প্রাথমিক গণিত

Icon

সৈয়দ কায়েস-উর-রহমান

প্রকাশ: ২০ মে ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহকারী শিক্ষক,

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ

প্রাথমিক বিজ্ঞান

আফরোজা বেগম

সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা

আমাদের জীবনে প্রযুক্তি

[পূর্বে প্রকাশিত অংশের পর]

প্রশ্ন : বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা কীভাবে পরস্পর সম্পর্কযুক্ত ব্যাখ্যা কর।

উত্তর : বিজ্ঞান হল পরীক্ষালব্ধ জ্ঞান আর প্রযুক্তি হল বিজ্ঞানের অর্জিত জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা নানাভাবে সম্পর্কযুক্ত। যেমন :

* অতীতে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক এত নিবিড় ছিল না।

* বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করছেন ও বিভিন্ন ঘটনার ব্যাখা দিয়েছেন। সেখানে ব্যবহারিক জীবনের সমস্যা সমাধানের বা বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগের কোনো উদ্দেশ্যই তাদের ছিল না। অপরদিকে, কালক্রমে উন্নত জীবনযাপনের জন্য প্রযুক্তিবিদরা আবিষ্কার করেছেন নানা কৌশল ও যন্ত্রপাতির।

* দীর্ঘ সময় ধরে বিজ্ঞান ও প্রযুক্তি পাশাপাশি চলার ফলে তারা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত হয়।

যেমন :

* বিজ্ঞানীরা প্রকৃতির নিয়ম আবিষ্কার করেন। আর প্রযুক্তিবিদরা সেই আবিষ্কৃত প্রযুক্তির নিয়ম প্রয়োগ করে বিভিন্ন যন্ত্র উদ্ভাবন করে বাস্তব সমস্যার সমাধান করেন।

* বিজ্ঞানীরা জলীয় বাষ্পের ক্ষমতা আবিষ্কার করেন আর সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে আবিষ্কৃত হয় বাষ্পীয় ইঞ্জিন। এই বাষ্পীয় ইঞ্জিন দিয়ে কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চলে।

* বিজ্ঞানীরা মহাকর্ষ শক্তি আবিষ্কার করেন। সেই শক্তিকে কাজে লাগিয়ে তৈরি হয় কৃত্রিম উপগ্রহ।

* বিজ্ঞানীরা বস্তুর গঠন এবং এর উপরে শক্তির নানা প্রভাব আবিষ্কার করেছেন। প্রযুক্তিবিদরা বিজ্ঞানের সেই জ্ঞান ব্যবহার করে নতুন নির্মাণসামগ্রী উদ্ভাবন করেছেন।

সুতরাং, প্রযুক্তি শুধু বিজ্ঞানের উপরে নির্ভরশীল নয়। বিজ্ঞানের অগ্রগতি প্রযুক্তির উপরে নির্ভরশীল। প্রযুক্তির মাধ্যমে অনুবীক্ষণ যন্ত্র, দুরবিন, এক্স-রে মেশিন উদ্ভাবিত হয়েছে। এসব যন্ত্র গবেষণার কাজে ব্যবহার করে বিজ্ঞানের অগ্রগতিকে করেছে ত্বরান্বিত। বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে গভীর সম্পর্ক হওয়ায় দ্রুত অগ্রগতি ঘটছে বিজ্ঞান ও প্রযুক্তিতে।

আমাদের জীবনে তথ্য

প্রশ্ন-১ : তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম লেখ।

উত্তর : তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম নিচে দেয়া হল :

* পেন ড্রাইভ * সিডি * মেমরি কার্ড

প্রশ্ন-২ : কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়?

উত্তর : আমরা নানাভাবে তথ্য বিনিময় করতে পারি। যেমন- * টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষের সঙ্গে তথ্য বিনিময় করতে পারি।

* তথ্য আদান-প্রদানের জন্য চিঠি লিখতে পারি।

* ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি।

* বর্তমানে খুদে বার্তা (এসএমএস), ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন- ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমেও তথ্য আদান-প্রদান করতে পারি।

সুতরাং উপরের প্রযুক্তিগুলোর মাধ্যমে অর্থাৎ আইসিটির মাধ্যমে আমরা তথ্য বিনিময় করতে পারি।

প্রশ্ন-৩ : তথ্য কেন গুরুত্বপূর্ণ?

উত্তর : উপাত্ত যখন বিশেষ প্রয়োজনে ব্যবহার করি তখন তাকে তথ্য বলে। তথ্য গুরুত্বপূর্ণ কারণ-

* তথ্য আমাদের নতুন কিছু শিখতে সাহায্য করে।

* কখন কী করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। * তথ্যকে প্রক্রিয়াজাত করে অর্থাৎ রূপান্তরিত করে উন্নত সম্পদ সৃষ্টি করা হয়।

সুতরাং উপরের কারণে তথ্য অনেক গুরুত্বপূর্ণ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম