Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

বাংলা দ্বিতীয়পত্র * বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাংলা দ্বিতীয়পত্র

Icon

উজ্জ্বল কুমার সাহা

প্রকাশ: ২৬ মে ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা

[পূর্বে প্রকাশিত অংশের পর]

উপসর্গ

২১৫. ‘সু’ উপসর্গ যোগে গঠিত তৎসম শব্দ কোনটি?

ক. সুনজর খ. সুদিন

গ. সুনাম √ঘ. সুকণ্ঠ/সুনীল

২১৬. বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি?

ক. প্রহার √খ. খাসকামরা

গ. আগ্রহ ঘ. উপকার

২১৭. নিচের কোন শব্দটি ফারসি উপসর্গ যোগে গঠিত?

ক. বাজে খরচ √খ.কারখানা/বদনাম

গ. আকণ্ঠ ঘ. অবগাহন

২১৮. ‘নিম্’ কোন ভাষার উপসর্গ?

ক. আরবি খ. হিন্দি

√গ. ফারসি ঘ. উর্দু

২১৯. ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ কোন শ্রেণির উপসর্গ?

ক. ফারসি খ. উর্দু

√গ. আরবি ঘ. হিন্দি

ধাতু

২২০. ক্রিয়াপদের মূল অংশকে কী বলা হয়?

ক. যতি √খ. ধাতু গ. উক্তি ঘ. প্রকৃতি

২২১. যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, রূপ বা গঠনের দিক থেকে ন্যূনতম একক সেগুলোকে বলা হয়-

√ক. মৌলিক ধাতু খ. যৌগিক ধাতু

গ. সাধিত ধাতু ঘ. সংযোগমূলক ধাতু

২২২. মৌলিক ধাতুর অপর নাম কী?

√ক. সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু খ. ণিজন্তু ধাতু

গ. নাম ধাতু ঘ. প্রযোজক ধাতু

২২৩. ‘র্ক’ কোন ধাতুর উদাহরণ?

ক. সাধিত ধাতু খ. নাম ধাতু √গ. মৌলিক ধাতু ঘ. যৌগিক ধাতু

২২৪. খাঁটি বাংলা ধাতু কোনটি?

√ক. আঁক্ খ. অঙ্ক গ. ডর ঘ. ধুব

২২৫. ‘হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে?’- এ বাক্যে ‘হের’ কোন্ ধাতু?

ক. আরবি খ. হিন্দি গ. ফারসি √ঘ. অজ্ঞাতমূল

২২৬. বিদেশি ধাতু কোনটি?

ক. কৃৎ √খ. টান্ গ. রাখ্ ঘ. খাদ্

২২৭. মৌলিক ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয় যোগে কোন ধাতু গঠিত হয়?

ক. সংযোগমূলক ধাতু খ. বিদেশি ধাতু

গ. তৎসম ধাতু √ঘ. সাধিত ধাতু

২২৮. সাধিত ধাতু কয় প্রকার?

ক. দুই প্রকার √খ. তিন প্রকার

গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার

২২৯. বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ কর যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?

ক. সাধিত ধাতু খ. বিদেশি ধাতু

গ. মৌলিক ধাতু √ঘ. নাম ধাতু

২৩০. মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে ‘আ’ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়, তাকে কী বলে?

ক. সাধিত ধাতু খ. সংযোগমূলক ধাতু

গ. নাম ধাতু √ঘ. প্রযোজক ধাতু

২৩১. শিক্ষক ছাত্রটিকে বেতাচ্ছেন- কোন প্রকারের ধাতু দ্বারা গঠিত ক্রিয়াপদ যোগে বাক্যটি গঠিত হয়েছে?

ক. মৌলিক ধাতু √খ. প্রযোজক ধাতু

গ. নামধাতু ঘ. কর্মবাচ্যের ধাতু

২৩২. “যা কিছু হারায়, গিন্নী বলেন, কেষ্ট বেটাই চোর” - এখানে ‘হারায়’ কোন ধাতু?

ক. নাম ধাতু √খ. প্রযোজক ধাতু

গ. কর্মবাচ্যের ধাতু ঘ. ভাববাচ্যের ধাতু

কৃৎ প্রত্যয়ের বিস্তারিত আলোচনা

২৩৩. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?

ক. ভাষা সংক্ষেপণ খ. শব্দের মিলন

√গ. নতুন শব্দ গঠন ঘ. বাক্যে অলঙ্করণ

২৩৪. ধাতু কিংবা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে কী বলে?

ক. উপধা খ. গুণ গ. বৃদ্ধি √ঘ. ইৎ

২৩৬. ‘দোলনা’-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?

√ক. দুল্ + অনা খ. দোল্ + না

গ. দিল্ + না ঘ. দীল্ + অনা

২৩৭. ‘মোড়ক’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হল-

ক. মো + অক √খ. মুড়্ + অক

গ. মোড়া+ অক ঘ. মুড়ি + অক

২৩৮. ভাববাচক বিশেষ্য পদ গঠনে কোন প্রত্যয় ব্যবহৃত হয়?

ক. অন খ. আল √গ. আই ঘ. আশু

২৩৯. ‘দাতা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

√ক. দা +তৃচ্ খ. দাত +আ গ. দা + তা ঘ. দা + ণক্

২৪০. ‘চলিষ্ণু’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক. চল্ +ষ্ণু খ. চল্ + ঈষ্ণ

√গ. চল্ + ইষ্ণু ঘ. চল্ + উষ্ণু

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জান্নাতুল ফেরদৌস

সিনিয়র শিক্ষক, ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০)

[পূর্বে প্রকাশিত অংশের পর]

অনুচ্ছেদটি পড়ে ৫৯-৬০ নং প্রশ্নের উত্তর দও :

রফির দাদা ছিলেন লে কর্নেল মোয়াজ্জেম হোসাইন। তিনি পাকিস্তানি শাসনামলে মিথ্যা মামলায় তার সাথে শেখ মুজিবুর রহমানসহ সামরিক বাহিনীর অনেক অফিসারও গ্রেফতার হন। পরবর্তীতে আন্দোলনের মুখে পাকিস্তানি সরকার এ মামলা তুলে নিতে বাধ্য হয়।

৫৯। অনুচ্ছেদে উল্লিখিত মামলাটি ইতিহাসে কী নামে পরিচিত?

√ক) ঐতিহাসিক আগরতলা মামলা

খ) ঐতিহাসিক ঢাকা মামলা

গ) কলকাতা ষড়যন্ত্র মামলা

খ) মেহেরপুর ষড়যন্ত্র মামলা

৬০। উক্ত মামলা দায়েরের মাধ্যমে পাকিস্তানি শাসকগোষ্ঠী যা হাসিল করতে চেয়েছিল তা হল

i) শেখ মুজিবুর রহমান ও অন্যদের অত্যাচার ii) গোপন বিচারে অভিযুক্তদের ফাঁসি দেয়া

iii) ছয় দফা আন্দোলনকে দমন করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii

গ) i ও iii √ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৬১-৬২ নং প্রশ্নের উত্তর দাও :

রনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসে একটি ছাত্র সংগঠনের মিছিল দেখতে পায়। মিছিলটিতে অল্পসংখ্যক ছাত্রছাত্রী। তারা বিশ্ববিদ্যালয়ের বেতন বৃদ্ধির প্রতিবাদে মিছিল বের করেছে।

৬১। রনির দেখা মিছিলটির সঙ্গে বাংলার কোন আন্দোলনের সাদৃশ্য রয়েছে?

ক) ছয় দফা দাবি √খ) এগারো দফা দাবি

গ) ভাষা আন্দোলন ঘ) গণঅভ্যুত্থান

৬২। উদ্দীপকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আন্দোলনটির শিক্ষা সম্পর্কিত দাবি ছিল-

i) জাতীয় শিক্ষা কমিশনের রিপোর্ট বাতিল ii) কালাকানুন বাতিল

iii) শিক্ষা ব্যয় সংকোচন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii √ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৬৩-৬৪ নং প্রশ্নের উত্তর দাও :

মিসরীয় স্বৈরশাসকের নির্যাতন নিষ্পেষণে অতিষ্ঠ হয়ে মিসরীয় জনগণ স্বৈরশাসকের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে ওঠে। প্রতিবাদ এক সময় রাজতান্ত্রিক স্বৈরশাসকের পতন ঘটায়। ফলে মিসরে নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

৬৩। উদ্দীপকের মিসরীয় ঘটনাটির সঙ্গে বাংলার ইতিহাসের কোন ঘটনাটি সামঞ্জস্যপূর্ণ?

√ক) ঊনসত্তরের গণঅভ্যুত্থান

খ) ভাষা আন্দোলন গ) ছয় দফা দাবি

ঘ) এগারো দফা দাবি।

৬৪। মিসরীয় জনগণের প্রতিবাদের সঙ্গে বাংলার ইতিহাসের সংশ্লিষ্ট ঘটনাটিতে বাংলার জনগণের সামঞ্জস্যপূর্ণ প্রতিবাদ ছিল-

i) গণতন্ত্র বাস্তবায়ন

ii) অর্থনৈতিক বৈষম্যের অবসান

iii) সামরিক চক্রের কর্তৃত্ব বিলুপ্তি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii √ঘ) i, ii ও iii

৬৫। পূর্ব পাকিস্তানে সামরিক শাসক জারির পর-

i) ১৯৫৬ সালে গৃহীত সংবিধান বাতিল করা হয় ii) কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়া হয় iii) মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়া হয়

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii

৬৬। পাকিস্তানের কেন্দ্র ও প্রদেশে ঘনঘন সরকার পতনের পেছনে যৌক্তক কারণ হল-

i) নৌবাহিনীর চক্রান্ত

ii) শাসকগোষ্ঠীর চক্রান্ত

iii) সামরিক বাহিনীর চক্রান্ত

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) ii ও iii

গ) i ও iii ঘ) i, ii ও iii

৬৭। পূর্ব বাংলার জনগণ স্বায়ত্তশাসনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করে-

i) নিজেদের সংস্কৃতি রক্ষার জন্য

ii) নিজেদের ঐতিহ্য রক্ষার জন্য

iii) নিজেদের রাজনৈতিক অধিকার রক্ষার জন্য

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii √ঘ) i, ii ও iii

৬৮। ক্ষমতা দখল করে আইয়ুব খান নিজে যেসব পদে অধিষ্ঠিত ছিলেন তা হল-

i) প্রেসিডেন্ট ii) প্রধান সামরিক শাসক

iii) সেনাপ্রধান

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii √ঘ) i, ii ও iii

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম