নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বাংলা দ্বিতীয়পত্র * হিসাববিজ্ঞান
বাংলা দ্বিতীয়পত্র
উজ্জ্বল কুমার সাহা
প্রকাশ: ১২ জুন ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
কৃৎ প্রত্যয়ের বিস্তারিত আলোচনা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২৩৬. ‘দোলনা’-এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
√ক. দুল্ + অনা খ. দোল্ + না
গ. দিল্ + না ঘ. দীল্ + অনা
২৩৭. ‘মোড়ক’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হল-
ক. মো + অক √খ. মুড়্ + অক
গ. মোড়া+ অক ঘ. মুড়ি + অক
২৩৮. ভাববাচক বিশেষ্য পদ গঠনে কোন প্রত্যয় ব্যবহৃত হয়?
ক. অন খ. আল √গ. আই ঘ. আশু
২৩৯. ‘দাতা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
√ক. দা +তৃচ্ খ. দাত +আ গ. দা + তা ঘ. দা +ণক্
২৪০. ‘চলিষ্ণু’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. চল্ +ষ্ণু খ. চল্ + ঈষ্ণু √গ. চল্ + ইষ্ণু ঘ. চল্ + উষ্ণু
তদ্ধিত প্রত্যয়
২৪১. কোন শব্দে প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে?
ক. নিমাই √খ. কেষ্টা গ. মুটে ঘ. কানাই
২৪২. ‘ডিঙি’ শব্দে আ প্রত্যয় যুক্ত হলে কী অর্থে ব্যবহৃত হয়?
√ক. বৃহদার্থে খ. ক্ষুদ্রার্থে গ. সমার্থে ঘ. ভিন্নার্থে
২৪৩. কোনটি ‘আদর’ অর্থে তদ্ধিত প্রত্যয় ব্যবহার হয়েছে?
ক. ঢাক+আই=ঢাকাই √খ. কানু+আই=কানাই
গ. বাহাদুর+ই=বাহাদুরি ঘ. লাজ+উক=লাজুক
২৪৪. ‘উমেদারী’ কোন অর্থে তদ্ধিত প্রত্যয়?
ক. মালিক অর্থে খ. জাত অর্থে
গ. ব্যবসায় অর্থে √ঘ. ভাব অর্থে
২৪৫. কোন শব্দে প্রত্যয় ‘উপজীবিকা’ অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. গেঁয়ো √খ. মেছো গ. টেকো ঘ. গেছো
২৪৬. অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
ক. মিঠাই খ. লোনা
√গ. লেজুড় ঘ. সাপুড়ে
২৪৭. বিদেশি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
ক. মিশুক খ. মেঘলা
গ. বড়াই √ঘ. পানসে/গিন্নীপনা
২৪৮. ‘শৈশব’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
√ক. শিশু +ষ্ণ খ. শিশু + ষ্ণ্য গ. শিশু + শব ঘ. শৈ +শব
২৪৯. বিশেষ্য পদ গঠনে ‘র’ প্রত্যয় ব্যবহৃত হয়েছে কোনটিতে?
√ক. মধুর খ. চামড়া গ. ডাক্তার ঘ. আমার
২৫০. ‘স্বর্ণময় পাত্র’- এ পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ?
ক. রূপবাচক খ. গুণবাচক
গ. অবস্থাবাচক √ঘ. উপাদানবাচক২৫১. অপত্য অর্থ প্রকাশ করে কোনটি?
√ক. মনু + ষ্ণ =মানব খ. গুরু+ষ্ণ=গৌরব
গ. সুন্দর+ষ্ণ্য=সৌন্দর্য ঘ. সাহিত্য+ষ্ণিক= সাহিত্যিক
২৫২. কোনটিতে অপত্য অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. আগ্নেয় √খ. দাশরথি
গ. হৈমন্তিক ঘ. সৌর
শব্দের শ্রেণিবিভাগ
২৫৩. অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে কী বলে?
ক. পদ খ. বাক্য √গ. শব্দ ঘ. ধ্বনি
২৫৪. ভাষার মূল উপকরণ কী?
ক. অক্ষর খ. ধ্বনি গ. বর্ণ √ঘ.শব্দ
২৫৫. অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. দুই √খ. তিন গ. চার ঘ. পাঁচ
২৫৬. মৌলিক শব্দ কোনটি?
ক. গায়ক খ. গোলাপি √গ. গোলাপ ঘ. হরিণ
২৫৭. যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তাদের কী বলে?
ক. মৌলিক শব্দ খ. যোগরূঢ় শব্দ গ. রূঢ়ি শব্দ √ঘ. যৌগিক শব্দ
২৫৮. যৌগিক শব্দ কোনটি?
√ক. বাবুয়ানা খ. প্রবীণ গ. তৈল ঘ. জলধি
২৬৯. ‘দৌহিত্র’ কোন শ্রেণির শব্দ?
ক. রূঢ়ি শব্দ √খ. যৌগিক শব্দ
গ. যোগরূঢ় শব্দ ঘ. দেশি শব্দ
২৬০. যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে কী বলে?
ক. যৌগিক শব্দ √খ. রূঢ়ি শব্দ
গ. যোগরূঢ় শব্দ ঘ. মৌলিক শব্দ
২৬১. ‘সন্দেশ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়গত অর্থ কী?
ক. অন্য দেশ খ. সুস্বাদু খাবার
√গ. সংবাদ ঘ. মিষ্টান্ন
২৬২. গবেষণা কোন শ্রেণির শব্দ?
ক. যৌগিক শব্দ √খ.রূঢ়ি শব্দ
গ. যোগরূঢ় শব্দ ঘ. নবসৃষ্ট শব্দ
২৬৩. কোনটি রূঢ়ি শব্দের উদাহরণ?
ক. দৌহিত্র √খ. সন্দেশ গ. কর্তব্য ঘ. পঙ্কজ
২৬৪. কোনটি রূঢ়ি শব্দ?
ক. রাজপুত্র খ. কর্তব্য
√গ. প্রবীণ/প্রধান ঘ. গোলাপ
২৬৫. ‘সন্দেশ’ কোন শ্রেণির শব্দ?
ক. যৌগিক √খ. রূঢ়ি গ. দেশি ঘ. যোগরূঢ়
২৬৬. যোগরূঢ় শব্দ কোনটি?
ক. বাঁশি খ. পাঞ্জাবি √গ. পঙ্কজ ঘ. বাবুয়ানা
২৬৭. ‘রাজপুত’ কোন শব্দের উদাহরণ?
√ক. যোগরূঢ় শব্দ খ. মৌলিক শব্দ গ. রূঢ়ি শব্দ ঘ. যৌগিক শব্দ
২৬৮. ‘মহাযাত্রা’- কোন প্রকারের শব্দ?
ক. যৌগিক খ. রূঢ়ি গ. মৌলিক √ঘ. যোগরূঢ় শব্দ
২৭৯. ‘জলধি’ কোন শব্দ?
ক. রূঢ়ি শব্দ খ. যৌগিক শব্দ গ. মৌলিক শব্দ √ঘ. যোগরূঢ় শব্দ
পদ প্রকরণ
২৭০. “এ এক বিরাট সত্য”- এখানে ‘সত্য’ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
√ক. বিশেষ্য খ. বিশেষণ
গ. অব্যয় ঘ. বিশেষণের বিশেষণ
২৭১. ‘নদী ও পর্বত’ কোন ধরনের বিশেষ্য পদ?
ক. সংজ্ঞাবাচক √খ. জাতিবাচক
গ. বস্তুবাচক ঘ. সমষ্টিবাচক
২৭২. কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
ক. সমিতি খ. গরু গ. বীরত্ব √ঘ. গীতাঞ্জলি
হিসাববিজ্ঞান
এইচ. এম. মতিউর রহমান
সহকারী শিক্ষক, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পটুয়াখালী।
মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন
১. ব্যবসায় প্রতিষ্ঠান চলমান থাকবে কতকাল ধরে?
ক) নির্দিষ্ট কাল খ) অনির্দিষ্ট কাল গ) ১০ বছর ঘ) ৩০ বছর
২. যেসব প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং যার সুবিধা এক বছরের বেশি সময় ধরে ভোগ করা যায় তাকে কী বলে?
ক) মূলধন জাতীয় প্রাপ্তি খ) মূলধন জাতীয় ব্যয় গ) মুনাফা জাতীয় প্রাপ্তি ঘ) মুনাফা জাতীয় ব্যয়
৩. কোনটি মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্যের বহির্ভূত?
ক) স্বল্পমেয়াদি সুবিধা খ) ছোট অঙ্কের লেনদেন
গ) অনিয়মিত লেনদেন ঘ) নির্দিষ্ট সময় পর পর সংগঠন
৪. যে ব্যয়ের উপযোগিতা বর্তমান হিসাব বছরের সঙ্গে পরবর্তী একাধিক বছরে ভোগ করা যায় তাকে কী বলে?
ক) মূলধন জাতীয় প্রাপ্তি খ) মূলধন জাতীয় ব্যয় গ) মুনাফা জাতীয় প্রাপ্তি ঘ) মুনাফা জাতীয় ব্যয়
৫. নির্দিষ্ট সময়ের মধ্যে যেসব প্রাপ্তির উপযোগিতা শেষ হয়ে যায় সেগুলোকে কোন জাতীয় লেনদেন বলে?
ক) মূলধন জাতীয় প্রাপ্তি খ) মুনাফা জাতীয় আয় গ) মুনাফা জাতীয় প্রাপ্তি ঘ) মূলধন জাতীয় আয়
৬. সম্পদ রক্ষণাবেক্ষণ কোন জাতীয় ব্যয় প্রযোজ্য?
ক) মুনাফা জাতীয় ব্যয় খ) পরিচালনা সংক্রান্ত ব্যয় গ) মূলধন জাতীয় ব্যয় ঘ) নিরীক্ষা সংক্রান্ত ব্যয়
৭. মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনাব সিহাব তার ব্যবসায়ে ৪,০০,০০০ টাকা বিনিয়োগ করেন। এটি কোন জাতীয় লেনদেন?
ক) মূলধন জাতীয় ব্যয় খ) মূলধন জাতীয় প্রাপ্তি গ) মূলধন জাতীয় আয় ঘ) মুনাফা জাতীয় ব্যয়
৮. মুনাফা জাতীয় প্রাপ্তির উদাহরণ হল-
i. পণ্য বিক্রয়লব্ধ অর্থ ii. প্রাপ্ত আয় বা কমিশন iii. ব্যাংক জমার সুদ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
২০১৫ সালের ২,২০০ টাকাসহ ২০১৬ সালের ভাড়া পাওয়া গেল ৫,০০০ টাকা, যার মধ্যে ২০১৭ সালের ভাড়া বাবদ প্রাপ্তি ৮০০ টাকা ।
৯. মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত?
ক) ২,০০০ টাকা খ) ৩,০০০ টাকা গ) ৫,০০০ টাকা ঘ) ৫,৮০০ টাকা
১০. উদ্দীপকের আয়টি-
i. নিয়মিত আদায় হয় ii. অনিয়মিত আদায় হয়
iii. নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১. কোনো একটি হিসাব বছরে নিয়মিতভাবে আদায়কৃত অর্থকে কী বলে?
ক) মুনাফা জাতীয় আয় খ) মুনাফা জাতীয় প্রাপ্তি গ) মূলধন জাতীয় আয় ঘ) মূলধন জাতীয় ব্যয়
১২. যেসব ব্যয় নির্দিষ্ট সময় পর পর সংঘটিত হয় এবং স্বল্প সময়ের মধ্যেই উপযোগিতা নিঃশেষ হয়ে যায় তাকে কী বলে?
ক) মুনাফা জাতীয় ব্যয়
খ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
খ) মূলধন জাতীয় ব্যয় ঘ) মূলধনায়িত ব্যয়
১৩. স্থায়ী সম্পদ অর্জন ও ব্যবহার উপযোগী আনুষঙ্গিক খরচ কীসের অন্তর্ভুক্ত?
ক) মূলধন জাতীয় প্রাপ্তি খ) মূলধন জাতীয় আয় গ) মূলধন জাতীয় ব্যয় ঘ) মুনাফা জাতীয় প্রাপ্তি
১৪. মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও যে ব্যয় নির্দিষ্ট হিসাব বছরে সীমাবদ্ধ থাকে না তাকে কী বলে?
ক) মূলধন জাতীয় ব্যয় খ) মুনাফা জাতীয় ব্যয় গ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ঘ) বিক্রয় ব্যয়
১৫. বিশদ আয় বিবরণী বহির্ভূত লেনদেন হল-
i. মুনাফা জাতীয় আয় ii. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় iii. মূলধন জাতীয় ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬. ২০১৫ সালে মিসেস শাহিদার ভাড়া প্রাপ্তি ৫০,০০০ টাকা কিন্তু এর মধ্যে ২০১৪ সালের ৫,০০০ টাকা
এবং ২০১৬ সালের ২০,০০০ টাকা ভাড়া অন্তর্ভুক্ত আছে। মুনাফা জাতীয় আয় কত টাকা?
ক) ২৫,০০০ টাকা খ) ৩০,০০০ টাকা গ) ৪৫,০০০ টাকা ঘ) ৫০,০০০ টাকা
১৭. কোনটি মুনাফা জাতীয় আয়?
ক) বিনিয়োগের সুদ খ) বিমা প্রিমিয়াম পরিশোধ গ) পণ্য ক্রয় ঘ) গাড়ি বিক্রয়
১৮. ‘মূলধনের সুদ’ কোন ব্যয়ের অন্তর্গত?
ক) মূলধন জাতীয় খ) মুনাফা জাতীয় গ) পরিচালন ঘ) বিলম্বিত মুনাফা জাতীয়
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।
মুদি দোকানি কাওসার দোকানের জন্য ৬০,০০০ টাকা দিয়ে একটি ফ্রিজ ক্রয় করেন। ফ্রিজটি দোকানে আনতে ও বৈদ্যুতিক লাইন সংস্থাপন করতে ১,৫০০ টাকা ব্যয় হয়। কিন্তু দোকানে স্থান সংকুলান না হওয়ায় ফ্রিজটি ৬৪,০০০ টাকায় বিক্রি করলেন।
১৯. জনাব কাওসারের মূলধন জাতীয় ব্যয় হয়েছিল কত টাকা?
ক) ৫৮,৫০০ টাকা খ) ৬০,০০০ টাকা গ) ৬১,৫০০ টাকা ঘ) ৬৪,০০০ টাকা
২০. ফ্রিজটি বিক্রয়ের ফলে ব্যবসায়ের-
i. মূলধন জাতীয় প্রাপ্তি হবে ৬৪,০০০ টাকা
ii. মুনাফা জাতীয় ব্যয় হবে ১,৫০০ টাকা
iii. মূলধন জাতীয় আয় হবে ২,৫০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২১. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়কে একাধিক হিসাবকালে বিভক্ত করা হয় কেন?
ক) নিয়মিত খ) একাধিক বছরের সুবিধা
গ) অনিয়মিত ঘ) বড় অঙ্কে
২২. কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়?
ক) বেতন প্রদান খ) ভাড়া প্রদান গ) আসবাবপত্র ক্রয় ঘ) পণ্য তৈরির গবেষণা ব্যয়
২৩. বিজ্ঞাপন খরচ ৫ বছরের জন্য এককালীন পরিশোধ। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে-
i. মূলধন জাতীয় ব্যয় ii. মুনাফা জাতীয় ব্যয়
iii. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৪. চলতি বছর বিনিয়োগের সুদ বাবদ ৩,০০০ টাকা পাওয়া গেছে, কিন্তু আরও ৩০০ টাকা পাওনা হয়েছে।
এ খাতে বর্তমান বছরে মুনাফা জাতীয় আয় কত হবে?
ক) ২,৭০০ টাকা খ) ৩,০০০ টাকা গ) ৩,৩০০ টাকা ঘ) ৩,৬০০ টাকা
২৫. মুনাফা জাতীয় হলেও একাধিক বছর ধরে সুবিধা দেয় কোনটি?
ক) মুনাফা জাতীয় ব্যয়
খ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
গ) মূলধন জাতীয় ব্যয় ঘ) মূলধনায়িত ব্যয়
২৬. সাময়িকভাবে মূলধন জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় কোনটি?
ক) মুনাফা জাতীয় প্রাপ্তি খ) মুনাফা জাতীয় আয়
গ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
ঘ) মুনাফা জাতীয় ব্যয়
উত্তর : ১। খ ২। ক ৩। গ ৪। খ ৫। গ ৬। ক ৭। খ ৮। ঘ ৯। ক ১০। খ ১১। খ ১২। ক ১৩। গ ১৪। গ ১৫। গ ১৬। ক ১৭। ক ১৮। খ ১৯। গ ২০। খ ২১। খ ২২। ঘ ২৩। গ ২৪। গ ২৫। খ ২৬। গ
