ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
জেসমিন আক্তার
প্রকাশ: ০১ জুলাই ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক, ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
অধ্যায় : দুই
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৬। পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কী?
√ক. মাইক্রো কম্পিউটার খ. পিসি গ. আইবিএম ঘ. মাই কম্পিউটার
৭। CPU এর পূর্ণরূপ কী?
ক. Central protocol Unit
√খ. Central processing Unit
গ. Cantral processing Unit
ঘ. Common processing Unit
৮। কোন বৈশিষ্ট্যের কারণে কম্পিউটার বিশ্বের বিপ্লব ঘটিয়েছে?
√ক. বিভিন্নমুখী ব্যবহার খ. জটিল কর্মপদ্ধতি গ. ইলেকট্রনিক গঠন ঘ. নিজস্ব বুদ্ধিমত্তা
৯। কোনটি সঠিক ক্রম?
√ক. ইনপুট-সিপিইউ-আউটপুট খ. সিপিইউ-আউটপুট -ইনপুট
গ. আউটপুট-সিপিইউ-ইনপুট ঘ. আউটপুট-ইনপুট-সিপিইউ
১০। কম্পিউটার যন্ত্রপাতি অংশগুলোকে কী বলা হয়?
ক. ইনপুট খ. আউটপুট √গ. হার্ডওয়্যার ঘ. সফটওয়্যার
১১। কম্পিউটারের মূল অংশ কয়টি?
√ক. চারটি খ. তিনটি গ. দুইটি ঘ. পাঁচটি
১২। ল্যাপটপ কম্পিউটার কোন ধরনের কম্পিউটারের অন্তর্ভুক্ত?
ক. সুপার √খ. মিনি গ. মেইনফ্রেম ঘ. মাইক্রো
১৩। কম্পিউটারের মগজ বলা হয় কোনটিকে?
ক. র্যামকে খ. হার্ডডিক্সকে √গ. প্রসেসরকে ঘ. মনিটরকে
১৪। নিচের কোনটি ইনপুট ডিভাইস?
ক. প্রিন্টার √খ. কী-বোর্ড গ. স্পিকার ঘ. মনিটর
১৫। নিচের কোনটি আউটপুট ডিভাইস?
√ক. প্রিন্টার খ. কী-বোর্ড গ. মাউস ঘ. স্ক্যানার
১৬। বারকোড রিডার কোন ধরনের ডিভাইস?
√ক. ইনপুট খ. আউটপুট গ. স্টোরেজ ঘ. প্রসেসিং
১৭। স্ক্যানার এক ধরনের-
√ক. ইনপুট ডিভাইস খ. মেমোরি ডিভাইস গ. আউটপুট ডিভাইস ঘ. প্রসেসিং ডিভাইস
১৮। জয়স্টিক কী?
√ক. ইনপুট ডিভাইস খ. মেমোরি ডিভাইস গ. আউটপুট ডিভাইস ঘ. প্রসেসিং ডিভাইস
১৯। OMR এর পূর্ণরূপ কী?
ক. Optimat Mark Reader √খ. Optical Mark Reader
গ. Optical Mark Recognition
ঘ. Optical Magnetic Recognition
২০। ডিজিটাল ক্যামেরা কী?
ক. মেমোরি √খ ইনপুট ডিভাইস গ. আউটপুট ডিভাইস ঘ. প্রসেসিং ডিভাইস
২১। ইনপুট ডিভাইস হলো-
i. মাউস ii. প্রিন্টার iii. বারকোড রিডার
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii √ঘ) i ও iii
২২। অনলাইনে আবেদন করার জন্য আদিবার কম্পিউটারে কিসের সংযোগ দেয়া হয়েছিল?
ক. প্রিন্টার খ. স্ক্যানার গ. পেনড্রাইভ √ঘ. ইন্টারনেট
২৩। জঅগ কী?
√ক. অস্থায়ী মেমোরি খ. স্থায়ী মেমোরি
গ. সহায়ক মেমোরি ঘ. হার্ডডিক্স
২৪। একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?
ক. কী-বোর্ড খ.মনিটর √গ.টার্চ স্ক্রিন ঘ. মাদারবোর্ড
