Logo
Logo
×

টিউটোরিয়াল

জেএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি * বিজ্ঞান

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

Icon

জেসমিন আক্তার

প্রকাশ: ০৬ জুলাই ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহকারী শিক্ষক, ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

প্রশ্ন : মুক্ত অপারেটিং সিস্টেম ভাইরাসমুক্ত থাকে কেন? কীভাবে পার্সোনাল কম্পিউটার ভাইরাসের হাত থেকে সুরক্ষিত রাখতে পারবে তা বিশ্লেষণ কর।

উত্তর : মুক্ত অপারেটিং সিস্টেম ভাইরাসমুক্ত থাকার কারণ- মুক্ত বা ওপেন সোর্স অপারেটিং সিস্টেমে ভাইরাস আক্রমণ করতে পারে না। কারণ মুক্ত সফটওয়্যারের জন্য ভাইরাস তৈরি করা যায় না। ফলে এ ধরনের অপারেটিং সিস্টেম অপেক্ষাকৃত সুরক্ষিত এবং নির্ভরযোগ্য।

পার্সোনাল কম্পিউটার ভাইরাসমুক্ত রাখার উপায়- পার্সোনাল কম্পিউটারটি ভাইরাস হতে সুরক্ষিত রাখতে হলে প্রথমেই বুঝতে হবে কম্পিউটার ভাইরাস কেন ছড়ায়। তারপর সেই অনুসারে আমাদের সচেতন হতে হবে। এই ভাইরাস পাশাপাশি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যেতে পারে না। এটি যেতে পারে শুধু তথ্য উপাত্ত কপি করার সময় বা নেটওয়ার্ক দিয়ে। একটা ভাইরাস আক্রান্ত কম্পিউটার থেকে যদি কোনো সিডি বা পেনড্রাইভে কিছু কপি করে নেয়া হয় তবে ভাইরাসটাও কপি হয়ে যায়। পরে তা অন্য ভালো কম্পিউটারে লাগালে সেই ভালো কম্পিউটারও ভাইরাস আক্রান্ত হয়। তাই অন্য কম্পিউটার থেকে কিছু কপি করতে হলে সব সময়ই খুব সতর্ক থাকা উচিত। আজকাল কম্পিউটার নেটওয়ার্ক দিয়েও কম্পিউটার ভাইরাস খুব সহজে অনেক কম্পিউটারের মাঝে ছড়িয়ে পড়ে। পৃথিবীতে অনেক দুষ্ট মানুষ আছে যারা নিয়মিতভাবে নতুন নতুন ভাইরাস তৈরি করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। সুতরাং আমাদের ইন্টারনেট ব্যবহারে সতর্ক হতে হবে। ডাউনলোড করার ব্যাপারেও সতর্ক হতে হবে। আমাদের নিয়মিত এন্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করতে হবে। উপরোক্ত বিষয়গুলো লক্ষ রাখলে এবং এন্টিভাইরাস ব্যবহার করলে অথবা মুক্ত অপারেটিং সিস্টেম যা ভাইরাস আক্রান্ত হয় না তা ব্যবহার করলে পার্সোনাল কম্পিউটার ভাইরাসের হাত থেকে সুরক্ষিত রাখা সম্ভব।

প্রশ্ন : এন্টিভাইরাস কী? সত্যিকারের ভাইরাস এবং কম্পিউটারে ছড়ানো ভাইরাসের মধ্যে কী মিল-অমিল আছে তা বর্ণনা কর।

উত্তর : এন্টিভাইরাস- এন্টিভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা কম্পিউটারকে ভাইরাসের হাত থেকে রক্ষা করে।

সত্যিকার ভাইরাস ও কম্পিউটার ভাইরাসের মিল- অমিল : সত্যিকারের ভাইরাস রোগ জীবাণু বহনকারী- যার ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি এবং ঠিকভাবে কাজ করতে পানি না। আর কম্পিউটার ভাইরাস এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যার কারণে একটা কম্পিউটার ঠিক করে কাজ করতে পারে না। সত্যিকারের রোগজীবাণু বা ভাইরাস একজন মানুষ থেকে অন্য মানুষের কাছে গিয়ে তাকে আক্রান্ত করে। কম্পিউটার ভাইরাসও একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। সত্যিকারের ভাইরাস মানুষের শরীরে এলে বংশ বৃদ্ধি করে অসংখ্য ভাইরাসে পরিণত হয়। কম্পিউটার ভাইরাসও সেরকম। সত্যিকারের ভাইরাস মানুষের অজান্তে মানুষকে আক্রান্ত করে, কম্পিউটার ভাইরাসও সবার অজান্তে একটা কম্পিউটারের বাসা বাঁধে। সত্যিকারের ভাইরাস নির্মূলে আমাদের সচেতন থাকতে হয় এবং অসুস্থ হলে ওষুধ খেতে হয়, কম্পিউটার ভাইরাসের হাত থেকেও বাঁচতে আমাদের সচেতন থাকতে হয় এবং কম্পিউটারে এন্টিভাইরাস প্রোগ্রাম রাখতে হয়। এসবই সাদৃশ্য, সত্যিকারের ভাইরস এবং কম্পিউটারের ভাইরাসের মাঝে শুধু একটিই পার্থক্য, একটি প্রকৃতিতে আগে থেকে আছে, অন্যটি অর্থাৎ কম্পিউটার ভাইরাস- কিছু অসৎ সেগুলো ছড়িয়ে দিচ্ছে।

বিজ্ঞান

মো. কামরুজ্জামান

সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

পরমাণুর গঠন

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২৭৬. পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের আকার অতি ক্ষুদ্র। এজন্য এটি আচরণ করে-

i. কণা হিসেবে ii. তরঙ্গ হিসেবে iii. রশ্মি হিসেবে

নিচের কোনটি সঠিক?

ক) i √খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ২৭৭ ও ২৭৮ নং প্রশ্নের উত্তর দাও :

A ও B দুটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে ৭ ও ২০। A মৌলের পরমাণুর ইলেকট্রনসমূহ দুটি এবং B মৌলের পরমাণুর ইলেকট্রনসমূহ চারটি কক্ষপথে বিন্যস্ত থাকে।

২৭৭. A মৌলের পরমাণুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা-

ক) ৪ √খ) ৫ গ) ৬ ঘ) ৭

২৭৮. A মৌলের পরমাণু রাসায়নিক বিক্রিয়াকালে স্থিতিশীলতা অর্জন করে-

i. ইলেকট্রন গ্রহণের মাধ্যমে

ii. ইলেকট্রন বর্জনের মাধ্যমে

iii. ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে

নিচের কোনটি সঠিক

ক) i ও ii খ) ii ও iii

√গ) i ও iii ঘ) i, ii ও iii

২৭৯. নিচের কোনটিতে ইলেকট্রন সংখ্যা বেশি?

ক) ক্যাটায়ন √খ) অ্যানায়ন

গ) পরমাণু ঘ) অণু

২৮০. একটি মৌলের দুটি আসোটোপে কোনটির সংখ্যা আলাদা?

ক) প্রোটন √খ) নিউট্রন

গ) ইলেকট্রন ঘ) সবগুলো

২৮১. P মৌলের ইলেকট্রন বিন্যাসে তিনটি স্তর আছে এবং শেষ স্তরের ইলেকট্রন সংখ্যা ২ হলে মৌলটির পারমাণবিক সংখ্যা কত?

ক) ৮ খ) ১০ √গ)১২ ঘ) ১৪

২৮২. Mg2+ এবং Na+ আয়নে কোনটি সমান থাকে?

√ক) ইলেকট্রন খ) প্রোটন

গ) নিউট্রন ঘ) আধান

২৮৩. একটি মৌলের ইলেকট্রন সংখ্যা ১৯, উহার প্রতীক গ। স্থিতিশীলতা অর্জনের জন্য নিচের কোন সমীকরণটি সঠিক?

ক) M - 2c  M2+ √খ) M - e-  M+

গ) M - 3e-  M3+

ঘ) M + e-  M-

২৮৪. ডাল্টনের মতবাদের সীমাবদ্ধতা দূর করে কার মডেল?

i. বোরের ii. রাদারফোর্ডের

iii. ডেমোক্রিটাসের মতবাদ

নিচের কোনটি সঠিক

√ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

২৮৫. পরমাণুর ভরের জন্য দায়ী-

i. ইলেকট্রন ii. প্রোটন iii. নিউট্রন

নিচের কোনটি সঠিক

ক) i ও ii খ) i ও iii

√গ) ii ও iii ঘ) i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ২৮৬ থেকে ২৯০ নং প্রশ্নের উত্তর দাও :

X, Y, Z মৌল তিনটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে ৮, ১৫ ও ১৯। Y ও Z মৌল দুটি X এর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে।

২৮৬. X মৌলটির বহিস্থ স্তরে কতটি ইলেকট্রন আছে?

ক) ২ খ) ৪ গ) ৫ √ঘ) ৬

২৮৭. স্থিতিশীলতা অর্জনের জন্য ঢ মৌলটি-

i. ইলেকট্রন ত্যাগ করে ii. দুটি ইলেকট্রন গ্রহণ করে iii. ৩টি ইলেকট্রন গ্রহণ করে

নিচের কোনটি সঠিক

ক) i √খ) ii গ) iii ঘ) i, ii ও iii

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম