একাদশ-দ্বাদশ শ্রেণির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
মোস্তাক আহমেদ
প্রকাশ: ০৬ আগস্ট ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহযোগী অধ্যাপক, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ
প্রথম পত্র
প্রথম অধ্যায়
কুইজ প্রশ্নোত্তর
১. ‘জাজিরাতুল আরব’ বলতে কি বুঝ?
উত্তর : আরব উপদ্বীপকে বুঝি।
২. উপদ্বীপ বলতে কি বুঝ?
উত্তর : যে ভূখণ্ডের তিন দিকে জল ও একদিকে স্থলভাগ তাকে উপদ্বীপ বলে।
৩. আল নুফুদ কি?
উত্তর : শ্বেত ও লোহিত বালুকণাযুক্ত অঞ্চল।
৪. আল দাহমা কি?
উত্তর : লালবালুকণাযুক্ত ভূমি।
৫. আল হাররাহ কি?
উত্তর : লাভায় আচ্ছাদিত, ফাটলযুক্ত প্রস্তরময় অঞ্চল।
৬. ইয়েমেন অর্থ কি? উত্তর : সুখী
৭. আরব উপদ্বীপকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়? উত্তর : ৩ ভাগে।
৮. আরবের মরু অঞ্চলকে কয়ভাগে ভাগ করা হয়েছে? উত্তর : ৩ ভাগে।
৯. আরবের প্রধান বাহন কি ছিল? উত্তর : উট
১০. মরুভূমির জাহাজ কাকে বলে?
উত্তর : উটকে।
১১. গাছের রানী কাকে বলে?
উত্তর : খেজুর গাছকে।
১২. আরব উপদ্বীপের আয়তন কত?
উত্তর : ১০,২৭,০০০ বর্গমাইল।
১৩. উপদ্বীপের জনসংখ্যা কত ছিল?
উত্তর : ১ কোটি ২০ লাখের কিছু বেশি।
১৪. জনসংখ্যার ঘনত্ব কত ছিল? উত্তর : প্রতি বর্গমাইলে ৭ জন মাত্র।
১৫. উপদ্বীপের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উত্তর : শিবলি নোমানীর মতে, দৈর্ঘ্য- ১৫শ’ মাইল ও প্রস্থ- ৬শ’ মাইল।
১৬. আরব উপদ্বীপ ভারতীয় উপমহাদেশের কোন দিকে অবস্থিত?
উত্তর : দক্ষিণ-পশ্চিম।
১৭. আরবের কোন অংশকে ‘সুখী আরব’ বলা হয়? উত্তর : দক্ষিণ অংশকে।
১৮. মিসরকে কার দান বলা হয়?
উত্তর : নীলনদের দান।
১৯. মিসরীয়দের প্রধান দেবতার নাম কি ছিল? উত্তর : সূর্য দেবতা নাম ‘রে’।
২০. হায়ারোগ্লিফিক কি?
উত্তর : মিসরীয় বর্ণমালা।
২১. মিসরীয়রা লেখার জন্য কি ব্যবহার করত? উত্তর : প্যাপিরাস নামক পাতা।
২২. মিসরীয় রাজাদের কি নামে ডাকা হতো? উত্তর : ফারাও
২৩. পিরামিড কি? উত্তর : মমি ও সমাধির ওপর নির্মিত ত্রিভুজ আকৃতির সৌধ।
২৪. স্ফিংস কি? উত্তর : একটি ভাসকর্য।
২৫. টাইগ্রিস ও ইউফ্রেটিস কি?
উত্তর : দুটি নদী (দজলা ও ফোরাত)।
২৬. মেসোপটেমিয়া অর্থ কি?
উত্তর : দুই নদীর মধ্যবর্তী ভূমি।
২৭. কিউনিফর্ম কি?
উত্তর : সুমেরীয়দের লিখন পদ্ধতি।
২৮. হিব্রু অর্থ কি? উত্তর : ভাড়াটিয়া বা দস্যু।
২৯. স্পার্টা শব্দের অর্থ কি?
উত্তর : কর্ষিত বা বোনা জমি।
৩০. সক্রেটিস কে?
উত্তর : গ্রিক দার্শনিক।
৩১. প্লেটোর বিখ্যাত গ্রন্থ কোনটি?
উত্তর : The Republic.
৩২. হেরোডোটাস কে?
উত্তর : ইতিহাসের জনক।
৩৩. আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ?
উত্তর : অন্ধকারের যুগ বা অজ্ঞতার যুগ।
৩৪. আরবের সেক্সপিয়ার কাকে বলে?
উত্তর : ইমরুল কায়েসকে।
৩৫. জাহেলিয়া যুগের সময়কাল কত?
উত্তর : মহানবী (সা.)-এর নবুয়তের পূর্ববতী ১০০ বছর (৫১০-৬১০ খ্রি.)
৩৬. কাহিন কাবা? উত্তর : ভবিষ্যৎ বক্তা।
৩৭. শেখ কাকে বলে?
উত্তর : গোত্র প্রধানকে।
৩৮. সব অমুয়াল্লাকাত কী?
উত্তর : সাতটি ঝুলন্ত গীতি কবিতা।
৩৯. আল্লাহর কন্যাখ্যাত মূর্তির নাম কী?
উত্তর : আল উজ্জাহ, আল লাত ও আল মানাত।
৪০. হানাফীবাকা?
উত্তর : এক ইশ্বরবাদে বিশ্বাসীরা।
দ্বিতীয় অধ্যায় : হজরত মুহাম্মদ (সা.)
* মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মক্কা জীবন ও নবুয়তপ্রাপ্তি
* হিজরত ও মদিনা সনদ কারণ ও গুরুত্ব
* প্রাথমিক যুদ্ধগুলো : বদর, ওহুদ ও খন্দক
* হুদায়বিয়ার সন্ধির গুরুত্ব
* মক্কা বিজয় ও শান্তিনীতি
* বিদায় হজ, বিদায় হজের ভাষণ
* মহানবী (সা.)-এর সংস্কারগুলো
* মহানবী (সা.)-এর চারিত্রিক গুলাবলি ও কৃতিত্ব
১. মুহাম্মদ (সা.) কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর : ৫৭০ খ্রি.।
২. মুহাম্মদ (সা.)-এর পিতা ও মাতার নাম কী?
উত্তর : পিতার নাম আবদুল্লাহ ও মাতার নাম আমেনা।
৩. মুহাম্মদ (সা.)-এর দাদা আবদুল মুত্তালিব কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : ৫৭৯ খ্রি.।
৪. মুহাম্মদ (সা.)-এর ধাত্রী মাতার নাম কী? উত্তর : বিবি হালিমা।
৫. কাকে ‘আল আমিন’ বলা হতো?
উত্তর : মুহাম্মদ (সা.)কে।
৬. মহানবী (সা.) কোন পর্বতের গুহায় বসে ধ্যান করতেন?
উত্তর : হেরা পর্বতের গুহায়।
৭. কত সালে মুহাম্মদ (সা.) সিরিয়া গমন করেন? উত্তর : ৫৮৬ খ্রি.।
৮. কত সালে হিলফ-উল-ফুজল বা শান্তি সংঘ গঠিত হয়? উত্তর : ৫৯৫ খ্রি.।
