নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
হিসাববিজ্ঞান * পৌরনীতি ও নাগরিকতা
হিসাববিজ্ঞান
এইচ. এম. মতিউর রহমান
প্রকাশ: ৩০ আগস্ট ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা)
পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পটুয়াখালী।
জাবেদা
১. লেনদেনের বিশদ বিবরণ লিপিবদ্ধ হয়- জাবেদায়।
২. লেনদেন প্রথমে লিপিবদ্ধ হয়- জাবেদায়।
৩. লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে- জাবেদা।
৪. জাবেদায় লেনদেন লেখা হয়- তারিখের ক্রমানুসারে ও ব্যাখ্যাসহ।
৫. হিসাবের পাকা বই বলা হয়- খতিয়ানকে।
৬. জাবেদাকে সহায়ক বই বলা হয়- খতিয়ানের।
৭. হিসাবের প্রাথমিক বই বলা হয়- জাবেদাকে।
৮. জাবেদা বই সংরক্ষণ করা- বাধ্যতামূলক নয়।
৯. হিসাব রাখার সুবিধার্থে প্রয়োজন- জাবেদা সংরক্ষণ।
১০. জাবেদায় লিপিবদ্ধ হলে- লেনদেন বাদ পড়ার সম্ভাবনা কম।
১১. হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য অর্জনে সহায়ক- জাবেদা।
১২. লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা যায়- জাবেদার মাধ্যমে।
১৩. জাবেদা থেকে নিশ্চিত হওয়া যায়- দ্বৈত সত্তার প্রয়োগ থেকে।
১৪. হিসাবের ভুলভ্রান্তি হ্রাস করে- জাবেদা।
১৫. লেনদেনের দলিল হিসাবে কাজ করে- জাবেদা।
১৬. জাবেদার কলাম সংখ্যা- ৫টি।
১৭. লেনদেন সংঘটিত হওয়ার ধারাবাহিকতা থাকে- জাবেদায়।
১৮. লেনদেনের প্রকৃতি অনুযায়ী জাবেদা প্রধানত- ২ প্রকার।
১৯. বিশেষ জাবেদা- ৬ প্রকার ।
২০. প্রকৃত জাবেদা- ৫ প্রকার।
২১. ব্যবসায়ের প্রায় সব লেনদেনই লেখা হয়- বিশেষ জাবেদায়।
২২. ক্রয় জাবেদায় লেখা হয়- বাকিতে বা ধারে ক্রয়।
২৩. যাবতীয় বাকিতে পণ্য বিক্রয় লেখা হয়- বিক্রয় জাবেদায়।
২৪. ক্রয়কৃত পণ্য ফেরত দেয়া হলে লেখা হয়- ক্রয় ফেরত জাবেদায়।
২৫. ক্রয় ফেরত জাবেদা লেখা হয়- ডেবিট নোটের সাহায্যে।
২৬. বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে লিপিবদ্ধ করা হয়- বিক্রয় ফেরত জাবেদায়।
২৭. বিক্রয় ফেরত জাবেদা লেখা হয়- ক্রেডিট নোটের সাহায্যে।
২৮. যাবতীয় নগদ প্রাপ্তি অন্তর্ভুক্ত হয়- নগদ প্রাপ্তি জাবেদায়।
২৯. যাবতীয় নগদ প্রদান অন্তর্ভুক্ত হয়- নগদ প্রদান জাবেদায়।
৩০. নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদার অন্তর্ভুক্ত- চেক প্রাপ্তি ও চেক প্রদান।
৩১. প্রতিটি লেনদেনে বিদ্যমান- ডেবিট ও ক্রেডিট পক্ষ।
৩২. কোনো হিসাব রাখা হয় না- পণ্য, মাল, চেক প্রভৃতি নামে।
৩৩. পণ্য ফেরত সংশ্লিষ্ট লেনদেনগুলো গণ্য হবে- বাকিতে হয়েছিল বলে।
৩৪. ক্রয় ও বিক্রয় শব্দসমূহ ব্যবহার করা যাবে না- সম্পদ ক্রয়-বিক্রয়ে।
৩৫. উত্তোলন বলতে বোঝায়- মালিকের ব্যক্তিগত উত্তোলনকে।
৩৬. মালিক থেকে গ্রহণকৃত সুবিধার জন্য ক্রেডিট হবে- মূলধন হিসাব।
৩৭. অপ্রত্যাশিত ব্যবসায়িক ক্ষতি হলে ডেবিট হবে- বিবিধ ক্ষতি হিসাব।
৩৮. স্থায়ী সম্পদের মূল্য কোনো কারণে হ্রাস পেলে তা- অবচয়।
৩৯. যে কোনো উৎস থেকে চেক প্রাপ্তি লিপিবদ্ধ হয়- ব্যাংক হিসাবে।
৪০. প্রদত্ত বাট্টা প্রভাবিত করে- দেনাদার হিসাবকে।
৪১. সাধারণ জাবেদা ও প্রকৃত জাবেদা- একই অর্থবোধক।
৪২. ভুল সংশোধনের জন্য প্রদান করা হয়- সংশোধনী জাবেদা।
৪৩. আর্থিক ফলাফল নিরূপণের জন্য প্রস্তুত করা হয়- আর্থিক অবস্থার বিবরণী।
৪৪. সমন্বয় দাখিলা দিতে হয়- আর্থিক বিবরণী তৈরির পূর্বে।
৪৫. মুনাফা জাতীয় লেনদেনসমূহ বন্ধ করতে হয়- আর্থিক বিবরণী তৈরির সময়।
৪৬. মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাব বন্ধ করা হয়- সমাপনী দাখিলা দ্বারা।
৪৭. সমাপনী জাবেদার দ্বারা বন্ধ করা হয়- উত্তোলন হিসাব।
৪৮. ব্যবসায় প্রতিষ্ঠান একটি- চলমান প্রক্রিয়া।
৪৯. পরবর্তী হিসাবকালের শুরুতে দেয়া হয়- প্রারম্ভিক দাখিলা।
পৌরনীতি ও নাগরিকতা
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১৫। ৫৪’র নির্বাচনে জয়লাভ করে কে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন?
ক) শেরেবাংলা একে ফজলুল হক
খ) মওলানা আবদুল হামিদ খান ভাসানি গ) শেখ মুজিবুর রহমান
ঘ) লিয়াকত আলী খান
১৬। যুক্তফ্রন্টের মন্ত্রিসভা কত দিনের মধ্যে বরখাস্ত করা হয়?
ক) ৫০ খ) ৫৬ গ) ৬৫ ঘ) ৭২
১৭। পাকিস্তানে মৌলিক গণতন্ত্রের আদেশ ঘোষণা করেন কে?
ক) মোহাম্মদ আলী জিন্নাহ খ) জুলফিকার আলী ভুট্টো গ) জেনারেল আইয়ুব খান
ঘ) শেরে বাংলা একে ফজলুল হক
১৮। মৌলিক গণতন্ত্র ব্যবস্থায় পাকিস্তানের উভয় অংশ থেকে কী পরিমাণ সদস্য নিয়ে নির্বাচকমণ্ডলী গঠিত হয়?
ক) ২০০০০ জন খ) ৪০০০০ জন গ) ৬০০০০ জন ঘ) ৮০০০০ জন
১৯। জেনারেল আইয়ুব খান একটানা কত মাস সামরিক আইন দ্বারা দেশ পরিচালনা করেন?
ক) ৩৬ মাস খ) ৩৮ মাস গ) ৪০ মাস ঘ) ৪৪ মাস
২০। কালো আইনের আওতায় কত জন রাজনৈতিক নেতাকে রাখা হয়েছিল?
ক) ৭৮ জন খ) ৮২ জন গ) ৮৮ জন ঘ) ৯৪ জন
২১। ‘শরীফ শিক্ষা কমিশন’ রিপোর্ট প্রদান করেন কত সালে?
ক) ১৯৫৮ খ) ১৯৬২ গ) ১৯৬৪ ঘ) ১৯৬৮
২২। তৎকালিন পূর্ব বাংলায় সবচেয়ে জনপ্রিয় জাতীয় দৈনিক ছিল কোনটি?
ক) বাংলার বাণী খ) নিউনেশন গ) দৈনিক ইত্তেফাক ঘ) দৈনিক যুগান্তর
২৩। ছয় দফা কর্মসূচির অংশ ছিল-
i) পাকিস্তান হবে একটি ফেডারেশন বা যুক্তরাষ্ট্র
ii) বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা ছাড়া সকল বিষয় প্রদেশের হাতে ন্যস্ত থাকবে
iii) প্রদেশগুলোর কর বা শুল্ক ধার্য করার ক্ষমতা থাকবে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২৪। ছয়দফা কর্মসূচি উত্থাপন করেন কে?
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ) মওলানা ভাসানী গ) ধীরেন্দ্র নাথ দত্ত ঘ) তাজউদ্দিন আহমেদ
২৫। কোনটি বাঙালির জাতীয় মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা?
ক) ৫৪’র নির্বাচন খ) ছয়দফা
গ) ১১ দফা ঘ) ৭০’র নির্বাচন
২৬। ডাকসু-
i) রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ii) তৎকালীন সহ সভাপতি তোফায়েল আহমেদ iii) ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে বিশেষ ভূমিকা পালন
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) i ও iii ঘ) ii ও iii
২৭। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে কতটি আসন লাভ করে?
ক) ১৬০ খ) ১৬২
গ) ১৬৭ ঘ) ১৮৪
২৮। ৭০-এর নির্বাচনে পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন সভায় আওয়ামী লীগ মোট কতটি আসন লাভ করে?
ক) ১৯৮ খ) ২০০ গ) ২৮৮ ঘ) ২৯৮
২৯। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কার নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে?
ক) মওলানা আবদুল হামিদ খাঁন ভাসানী খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী ঘ) মওলানা আকরাম খাঁন
৩০। আমাদের সংবিধানে কয়টি মূলনীতি রয়েছে?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৬টি
উত্তর : ১৫.ক ১৬.খ ১৭.গ ১৮.খ ১৯.ঘ ২০.ক ২১.খ ২২.গ ২৩.ঘ ২৪.ক ২৫.খ ২৬.ঘ ২৭.ক ২৮.ঘ ২৯.খ ৩০.গ
