নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
ফিন্যান্স ও ব্যাংকিং * বাংলাদেশ ও বিশ্বপরিচয়
ফিন্যান্স ও ব্যাংকিং
মোহাম্মদ মনিরুজ্জামান সরকার
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা
অর্থের সময়মূল্য
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৩২. সুযোগ ব্যয় কী? উত্তর : কোনো একটি প্রকল্পে বিনিয়োগের ফলে অন্য কোনো বিনিয়োগযোগ্য প্রকল্পের আয়ের সুযোগ হারানোকে সুযোগ ব্যয় বলে।
৩৩. বাট্টার হার কম হলে বর্তমান মূল্য কী হবে? উত্তর : বাট্টার হার কম হলে বর্তমান মূল্য বেশি হবে।
৩৪. অর্থের বর্তমান মূল্য কাকে বলে?
উত্তর : ভবিষ্যতের একটি নির্দিষ্ট পরিমাণে টাকা বাট্টাকরণের মাধ্যমে আজকের বর্তমান মূল্য কত তা নির্ণয় করাকে অর্থের বর্তমান মূল্য বলে।
৩৫. ভবিষ্যৎ মূল্য কী?
উত্তর : বর্তমানে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করলে মেয়াদ শেষে যে পরিমাণ অর্থ পাওয়া যাবে তাকে ভবিষ্যৎ মূল্য বলে।
৩৬. সুদ কী?
উত্তর : কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার নিলে তার জন্য যে খরচ/চার্জ পরিশোধ করতে হয় তা সুদ নামে পরিচিত।
৩৭. সুদের হারের সঙ্গে অর্থের সময় মূল্যের হ্রাস-বৃদ্ধির সম্পর্কটি কেমন?
উত্তর : সুদের হারের সঙ্গে অর্থের সময়মূল্যের হ্রাস-বৃদ্ধির সম্পর্ক ঋণাত্মক বা বিপরীতমুখী আর ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক ধনাত্মক বা সমমুখী।
৩৮. অর্থের সময়মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি? উত্তর : অর্থের সময় মূল্য নির্ধারণের মূল কারণ হল সঠিক সিদ্ধান্ত (বিনিয়োগ ও অর্থায়ন) গ্রহণ করা।
৩৯. কাদের সুদহারের ঝুঁকি মোকাবেলা করতে হয়? উত্তর : যেসব বিনিয়োগকারী বন্ড, ডিভেঞ্চার ইত্যাদি ক্রয় করে, তাদের সুদহারের ঝুঁকি মোকাবেলা করতে হয়।
৪০. কীসের ভিত্তিতে কিস্তির পরিমাণ ভিন্ন ভিন্ন হয়? উত্তর : ঋণ পরিশোধের মেয়াদের ভিত্তিতে কিস্তির পরিমাণ ভিন্ন ভিন্ন হয়।
৪১. স্বল্পমেয়াদি অর্থায়নের প্রধান উৎস কী?
উত্তর : স্বল্পমেয়াদি অর্থায়নের প্রধান উৎস জামানতবিহীন ব্যাংক ঋণ।
৪২. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর : ওয়াশিংটন, আমেরিকায় অবস্থিত।
৪৩. কখন কারবার দেউলিয়া হয়?
উত্তর : ঋণ পরিশোধে ব্যর্থ হলে কারবার দেউলিয়া হয়।
৪৪. সরল সুদ কী?
উত্তর : প্রতি বছর আসল টাকার ওপর নির্দিষ্ট হারে যে সুদ ধার্য করা হয় তাকে সরল সুদ বলে।
৪৫. অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি কী?
উত্তর : যখন ছয় মাস পরপর বা বছরে দুইবার সুদ গণনা করা হয় তাকে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি বলে।
মূলধন ব্যয়
১. বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিল ব্যয়কে কী বলে? - মূলধন ব্যয়।
২. ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য মূলধন ব্যয় হিসেবে গণ্য হয় কোনটি।
- মূলধন সরবরাহকারীদের প্রত্যাশিত আয়।
৩. প্রতিটি তহবিল উৎসে পৃথকভাবে মূলধন নির্ণয়ের প্রয়োজন হয় কেন?
- উৎসসমূহের মূলধন ব্যয় সমান না হওয়ায়।
৪. কোন ধরনের প্রতিষ্ঠানসমূহ এক বা একাধিক উৎস থেকে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল সংস্থান করে? - বড় প্রতিষ্ঠান।
৫. অর্থায়নের বিভিন্ন উৎসের জন্য প্রত্যাশিত আয়ের হারকে কী বলে? - মূলধন ব্যয়।
৬. মুনাফার পরিমাণ সর্বোচ্চকরণে কোনটি ন্যূনতম হওয়া আবশ্যক।- তহবিল উৎসের ব্যয়।
৭. প্রতিটি প্রতিষ্ঠানে কোন ধরনের নীতি থাকে?
- কাম্য ঋণ নীতি।
৮. প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
- মূলধন ব্যয়।
৯. মূলধন খরচ প্রয়োগের পরিধি কতটুকু?
- প্রকল্পের মূল্যায়ন পর্যন্ত।
১০. সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বশর্ত হিসেবে বিবেচিত হয় কোনটি।
- মূলধন ব্যয়।
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
জান্নাতুল ফেরদৌস
সিনিয়র শিক্ষক, ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০)
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৫০। রাখি টিভিতে দেখছে ন্যাটোর সাধারণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সময় রাস্তায় ছাত্ররা এর প্রতিবাদ করছে। বাংলার রাজনৈতিক ইতিহাসে ছাত্রদের এগারো দফায় এমন অবস্থান ছিল-
i) সিয়াটোর বিরুদ্ধে ii) সেন্টোর বিরুদ্ধে
iii) আসিয়ানের বিরুদ্ধে
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
৫১। পাকিস্তানের সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে গৃহীত উদ্যোগসমূহ হল-
i) ৮০ হাজার ইউনিয়ন কাউন্সিলের সদস্যদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা প্রবর্তন
ii) মেম্বারদের হ্যাঁ না ভোটে ৫ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করা
iii) পূর্ব পাকিস্তানের প্রতি সব বৈষম্য বিলুপ্ত করা
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
৫২। পূর্ব বাংলার জনগণ স্বায়ত্তশাসনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করে-
i) নিজেদের সংস্কৃতি রক্ষার জন্য
ii) নিজেদের ঐতিহ্য রক্ষার জন্য
iii) নিজেদের রাজনৈতিক অধিকার রক্ষার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii √ঘ) i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ৫৩-৫৪ নং প্রশ্নের উত্তর দাও
১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য কর্মসূচি ঘোষণা করেন।
৫৩। বঙ্গবন্ধু এ সম্মেলনে কোন কর্মসূচি ঘোষণা করেছিলেন?
√ক) ৬ দফা কর্মসূচি খ) লাহোর প্রস্তাব
গ) ১১ দফা কর্মসূচি
ঘ) গণআন্দোলনের কর্মসূচি
৫৪। উক্ত কর্মসূচি দেখে আইয়ুব খানের শঙ্কিত হয়ে পড়ার কারণ হল-
i) বৈদেশিক মুদ্রার ভাগ কমে যাবে
ii) পূর্ব পাকিস্তানে শোষণ বন্ধ হয়ে যাবে
iii) পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে যাওয়ার আশা ছিল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii √গ) i ও iii ঘ) i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ৫৫-৫৬ নং প্রশ্নের উত্তর দাও
মিতুল দশ টাকার কাগুজে নোটে একজন নেতার ছবি দেখে। যিনি ছয় দফা দাবি পাকিস্তানি শাসকদের কাছে তুলে ধরেছিলেন।
৫৫। মিতুল দশ টাকার কাগুজে নোটে কার ছবি দেখতে পেয়েছে?
ক) জিয়াউর রহমান খ) মওলানা ভাসানী
√গ) শেখ মুজিবুর রহমান
ঘ) সোহরাওয়ার্দী
৫৬। উদ্দীপকে যে আন্দোলনের কথা বলা হয়েছে তার বিষয়বস্তু ছিল-
i) বৈষম্যহীন রাজনৈতিক ব্যবস্থা বিনির্মাণ
ii) বৈদেশিক সাহায্যে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা
iii) রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্রের প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii √খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ৫৭-৫৮ নং প্রশ্নের উত্তর দও :
রফির দাদা ছিলেন লে কর্নেল মোয়াজ্জেম হোসাইন। তিনি পাকিস্তানি শাসনামলে মিথ্যা মামলায় তার সঙ্গে শেখ মুজিবুর রহমানসহ সামরিক বাহিনীর অনেক অফিসারও গ্রেফতার হন। পরবর্তীতে আন্দোলনের মুখে পাকিস্তানি সরকার এ মামলা তুলে নিতে বাধ্য হয়।
৫৭। অনুচ্ছেদে উল্লিখিত মামলাটি ইতিহাসে কী নামে পরিচিত?
√ক) ঐতিহাসিক আগরতলা মামলা
খ) ঐতিহাসিক ঢাকা মামলা
গ) কলকাতা ষড়যন্ত্র মামলা
ঘ) মেহেরপুর ষড়যন্ত্র মামলা
