Logo
Logo
×

টিউটোরিয়াল

শিক্ষণীয় বাণী : আলবার্ট আইনস্টাইন

Icon

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

* যে কখনও ভুল করেনি, সে কখনও নতুন কিছু করার চেষ্টাই করেনি ।

* আমি চিন্তা করেছি মাসের পর মাস, বছরের পর বছর। আমার চিন্তাগুলো ৯৯ বারই ভুল হয়েছে, তবে শততম বারে আমি সফল হয়েছি।

* আমি ভেড়ার নেতৃত্বে সিংহ বাহিনীকে ভয় পাই না, সিংহের নেতৃত্বে ভেড়ার পালকে ভয় পাই।

* গতকাল থেকে শিখুন, আজকের দিনটিকে নিয়ে বেঁচে থাকুন, আশাটা করুন আগামীকালের জন্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশ্ন করা থামাবেন না।

* মহৎ ব্যক্তিরা সব সময় ভয়ানক বাধার সম্মুখীন হয় সংকীর্ণ চিন্তার মানুষদের কাছে থেকে।

* যারা আমাকে সাহায্য করেননি, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ তারা সাহায্য না করায় আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।

* শান্তি কখনোই শক্তি প্রয়োগ করে আনা যায় না, একমাত্র বোঝাপড়ার মাধ্যমেই তা সম্ভব।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম