নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি * কৃষিশিক্ষা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
জেসমিন আক্তার
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক, ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
১। লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?
ক) ১৮৩৩ খ) ১৮৪২
গ) ১৯৫৩ ঘ) ১৯৯১
সঠিক উত্তর : ঘ) ১৯৯১
২। কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?
ক) চার্লস ব্যাবেজ
খ) অ্যাডা লাভলেস
গ) জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
ঘ) জগদীশ চন্দ্র বসু
সঠিক উত্তর : গ) জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
৩। ফেসবুকের নির্মাতা কে?
ক) স্টিভ জবস খ) বিল গেটস
গ) মার্ক জাকারবার্গ ঘ) টিম বার্নার্স লি
সঠিক উত্তর : গ) মার্ক জাকারবার্গ
৪। সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে-
i) স্বল্পসময়ে সরকারি সেবা পাওয়া যাবে
ii) সরকারি সেবার মান উন্নত হবে
iii) ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর : ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সুমন সেন্টমার্টিন বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেলে ফোনে সে ঢাকায় একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে। তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সামনের চিকিৎসার ব্যবস্থা করলেন।
৫। স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হল-
i) টেলিমেডিসিন সেবা ii) ই-স্বাস্থ্যসেবা
iii) ই-কমার্স সেবা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর : ক) i ও ii
৬। সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান?
ক) আইসিটি খ) টেলিভিশন
গ) রোবট ঘ) কম্পিউটার
সঠিক উত্তর : ক) আইসিটি
দ্বিতীয় অধ্যায়
কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
১। টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?
ক) কম্পিউটার স্লো হয়ে যায়
খ) কম্পিউটারে গতি বেড়ে যায়
গ) এন্টিভাইরাস কাজ করে না
ঘ) ইন্টারনেটে প্রবেশ করা যায় না
সঠিক উত্তর : ক) কম্পিউটার স্লো হয়ে যায়
২। সিডি, ডিভিডি বা পেনড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্ট করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়?
ক) Setup খ) Autorun
গ) Read me ঘ) Restart
সঠিক উত্তর : খ) Autorun
৩। কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ?
ক) তথ্য খ) উপাত্ত
গ) কম্পিউটার ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর : ক
কৃষিশিক্ষা
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
বনায়ন
সৃজনশীল নৈর্ব্যক্তিক
১। একটি দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা অপরিহার্য?
ক) ১৫ ভাগ খ) ২৫ ভাগ গ) ৩৫ ভাগ ঘ) ৫৫ ভাগ
২। সরকারি হিসাব মতে বর্তমানে আমাদের দেশের বনভূমির পরিমাণ শতকরা কত?
ক) ১২ ভাগ খ) ১৫ ভাগ গ) ১৭ ভাগ ঘ) ২১ ভাগ
৩। কোন সংস্থার হিসাব মতে আমাদের দেশের বনভূমির পরিমাণ শুধু ১০ ভাগ?
ক) ইউনিসেফ খ) ইউএনডিপি গ) ইউনাইটেড ন্যাশন ঘ) ইউনেস্কো
৪। সরকারি হিসাব মতে বর্তমানে আমাদের দেশের মোট বনভূমির আয়তন কত?
ক) ২২.৫ লক্ষ হেক্টর খ) ১৭.৩ লক্ষ হেক্টর গ) ১৫.০ লক্ষ হেক্টর ঘ) ১১.০৬ লক্ষ হেক্টর
৫। অবস্থান ও বিস্তৃতি অনুসারে বনাঞ্চলকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে
৬। বর্তমানে আমাদের দেশের মোট পাহাড়ি বনভূমির পরিমাণ কত?
ক) ২০.৫০ লক্ষ হেক্টর খ) ১৭.৩০ লক্ষ হেক্টর গ) ১৫.০৭ লক্ষ হেক্টর ঘ) ১৩.১৬ লক্ষ হেক্টর
৭। দেশের মোট বনভূমির কী পরিমাণ ম্যানগ্রোভ বন?
ক) ১২.৫০ লক্ষ হেক্টর খ) ৭.৫০ লক্ষ হেক্টর গ) ৫.০ লক্ষ হেক্টর ঘ) ১.০৬ লক্ষ হেক্টর
৮। কোন বনকে লোনা পানির বন বলা হয়?
ক) ম্যানগ্রোভ বন খ) পাহাড়ি বন গ) চির হরিৎ বন ঘ) সমতল ভূমির বন
৯। কোন এলাকা জুড়ে পাহাড়ি বন রয়েছে?
i. রাঙামাটি ii. বান্দরবান iii. সুন্দরবন
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
১০। সমতল ভূমির বনের প্রধান বৃক্ষ কোনটি?
i. শাল ii. গরান iii. গজারি
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
১১। বাংলাদেশের কয়টি জায়গায় ম্যানগ্রোভ বনভূমি রয়েছে?
ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি
১২। সুন্দরবনের আয়তন কত বর্গ কিলোমিটার?
ক) ৩০০০ খ) ৩৬০০ গ) ৬০০০ ঘ) ৬৬০০
১৩। সমতলভূমির বনের আয়তন কত?
ক) ১২.৫০ লক্ষ হেক্টর খ) ৭.৩০ লক্ষ হেক্টর গ) ৫.১০ লক্ষ হেক্টর ঘ) ১.২৩ লক্ষ হেক্টর
১৪। সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি?
ক) সুন্দরি খ) গোলপাতা গ) গেওয়া ঘ) পশুর
১৫। কোন বনের শাল কাঠ খুবই উন্নতমানের?
ক) পাহাড়ি বন খ) ম্যানগ্রোভ বন গ) সমতলভূমির বন ঘ) গ্রামীণ বন
১৬। পৃথিবীর সর্বাপেক্ষা বড় ও সম্পদশালী ম্যানগ্রোভ বন কোনটি?
ক) আমাজন বন খ) সুন্দরবন গ) মধুপুর বন ঘ) শালবন
১৭। বনে মজুদ থাকা কাঠের পরিমাণকে কী বলা হয়?
ক) রোয়িং স্টক খ) গ্রোয়িং স্টক গ) উডেন স্টক ঘ) ফরেস্ট স্টক
১৮। ম্যানগ্রোভ বন রয়েছে বাংলাদেশের কোন কোন এলাকায়?
i. চকোরিয়া ii. টেকনাফ iii. সুন্দরবন
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
১৯। উপমহাদেশে কত সালে বন আইন করা হয়?
ক) ১৯২৭ খ) ১৯২৯ গ) ১৯৮০ ঘ) ১৯৯০
২০। বাংলাদেশ সরকার কত সালে বন আইন সংশোধন করে?
ক) ১৯৮০ খ) ১৯৮৫ গ) ১৯৯০ ঘ) ১৯৯৫
উত্তর : ১.খ ২.গ ৩.ঘ ৪.ক ৫.ঘ ৬.ঘ ৭.খ ৮.ক ৯.ক ১০.খ ১১.গ ১২.গ ১৩.ঘ ১৪.ক ১৫.গ ১৬.খ ১৭.খ ১৮.ঘ ১৯.ক ২০.গ
