Logo
Logo
×

টিউটোরিয়াল

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিজ্ঞান

Icon

আফরোজা বেগম

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা

যোগ্যতাভিত্তিক

নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখ।

[এ প্রশ্নে তোমাকে সংক্ষিপ্ত আকারে উত্তর লিখতে হবে। সমাপনী পরীক্ষায় এ রকম ১৫টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ২।]

প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ

প্রশ্ন-১. আমরা সবাই পরিবেশে বসবাস করি। আমাদের এ বাসস্থানের উপাদানগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?

উত্তর : আমাদের এ বাসস্থান বা পরিবেশের উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়।

প্রশ্ন-২. জীবের বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন?

উত্তর : জীবের বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও খাদ্য প্রয়োজন।

প্রশ্ন-৩. প্রাণীরা খাদ্যসহ নানা প্রয়োজনে উদ্ভিদের ওপর নির্ভর করলেও উদ্ভিদও নানাভাবে প্রাণীর ওপর নির্ভরশীল। উদ্ভিদ কী কী কারণে প্রাণীর ওপর নির্ভর করে লিখ।

উত্তর : উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল।

প্রশ্ন-৪. মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর উদাহরণ দাও।

উত্তর : মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তু হল-

ক. মাটি খ. পানি ও গ. বায়ু।

প্রশ্ন-৫. তোমার গ্রামের পুকুরে দেখতে পাও এমন দুটি উদ্ভিদের নাম লিখ।

উত্তর : আমার গ্রামের পুকুরে বা পানিতে বাস করে এমন দুটি উদ্ভিদের নাম হল- ক. শাপলা খ. কচুরিপানা।

প্রশ্ন-৬. পরাগায়ন কী?

উত্তর : নিষেকের উদ্দেশ্যে দুটি ফুলের পরাগ সংযোগকে পরাগায়ন বলে।

প্রশ্ন-৭. বীজের বিস্তরণ কী?

উত্তর : মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হল বীজের বিস্তরণ।

প্রশ্ন-৮. খাদ্যশৃঙ্খল কাকে বলে?

উত্তর : সূর্যশক্তি খাদ্যের মাধ্যমে এক জীব হতে অপর জীবে স্থানান্তরের ফলে যে শৃঙ্খল গঠিত হয়, তাকে খাদ্যশৃঙ্খল বলে।

প্রশ্ন-৯. খাদ্যজাল কী?

উত্তর : খাদ্যজাল হল কতগুলো খাদ্যশৃঙ্খলের সমষ্টি যাদের একটি অন্যটির সঙ্গে পরস্পর সম্পর্কযুক্ত।

প্রশ্ন-১০. বাস্তুসংস্থান কী?

উত্তর : কোনো স্থানের সব জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হল ওই স্থানের বাস্তুসংস্থান।

দ্বিতীয় অধ্যায় : পরিবেশ দূষণ

প্রশ্ন-১. পরিবেশ কখন দূষিত হয়েছে বলা হয়?

উত্তর : পরিবেশের কোনো পরিবর্তন যখন আমাদের ক্ষতি করে, তখন পরিবেশ দূষিত হয়েছে বলা হয়।

প্রশ্ন-২. আমাদের চারপাশের পরিবেশ নানা উপায়ে দূষিত হচ্ছে। এ দূষণের প্রধান উৎস কী?

উত্তর : শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন- তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদির ব্যবহারই পরিবেশ দূষণের প্রধান উৎস।

প্রশ্ন-৩. মানুষের নানাবিধ কর্মকাণ্ড পরিবেশকে বসবাসের অনুপযোগী করে তুলছে। এ কর্মকাণ্ডের ফলে কোন কোন ধরনের পরিবেশ দূষণ দেখা যায় লিখ।

উত্তর : মানুষের কর্মকাণ্ডের দূষিত হয় এমন চার ধরনের পরিবেশ দূষণ হল- ক. বায়ু দূষণ, খ. পানি দূষণ, গ. মাটি দূষণ ও ঘ. শব্দ দূষণ।

প্রশ্ন-৪. বায়ু দূষণের কারণে মানুষের কী কী রোগ হয়?

উত্তর : বায়ু দূষণের কারণে মানুষের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন ধরনের রোগ হয়।

প্রশ্ন-৫. মাটি দূষণের দুইটি কারণ লেখ।

উত্তর : মাটি দূষণের দুইটি কারণ হল-

ক. কৃষিকাজে জমিতে সার ও কীটনাশকের ব্যবহার।

খ. কল-কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ মাটিতে ফেলা।

প্রশ্ন-৬. শব্দ দূষণের দুটি উৎসের নাম লেখ।

উত্তর : শব্দ দূষণের দুটি উৎসের নাম হল-

ক. যানবাহনের হর্নের শব্দ।

খ. মাইকের উচ্চ শব্দ।

প্রশ্ন-৭. রিফাত শহরে বাস করে। এখানকার বায়ু দূষিত হওয়ার প্রধান কারণ কী?

উত্তর : যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ।

প্রশ্ন-৮. বায়ু দূষণ কাকে বলে?

উত্তর : বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ু দূষণ বলে।

প্রশ্ন-৯. এসিড বৃষ্টি কী?

উত্তর : যে বৃষ্টির পানিতে সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড এবং অল্প পরিমাণে হাইড্রোক্লোরিক এসিড বিদ্যমান থাকে, তাকে এসিড বৃষ্টি বলে।

প্রশ্ন-১০. পরিবেশ সংরক্ষণ কী?

উত্তর : প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ।

তৃতীয় অধ্যায় : জীবনের জন্য পানি

প্রশ্ন-১. বরফকে তাপ দিলে তা পানিতে পরিণত হয়। এ পানিকে আবার তাপ দেয়া হলে কী ঘটে?

উত্তর : পানিকে যখন তাপ দেয়া হয় তখন তা জলীয়বাষ্পে পরিণত হয়।

প্রশ্ন-২. আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় পানি প্রকৃতিতে কয়টি অবস্থায় থাকতে পারে?

উত্তর : প্রকৃতিতে পানির তিনটি অবস্থা হল-

ক. বরফ, খ. পানি ও গ. জলীয়বাষ্প।

প্রশ্ন-৩. পানি শোধনের দুইটি উপায় লেখ।

উত্তর : পানি শোধনের দুটি উপায় হল-

ক. থিতানো, খ. ফুটানো

প্রশ্ন-৪. পানির দুটি উৎসের নাম লেখ।

উত্তর : পানির দুটি উৎস হল-

ক. বৃষ্টি, খ. নদী-নালা

প্রশ্ন-৫. পানি বিশুদ্ধকরণের দুটি রাসায়নিক পদার্থের নাম লেখ।

উত্তর : পানি বিশুদ্ধকরণের দুটি রাসায়নিক পদার্থ হল-

ক. ফিটকিরি, খ. ব্লিচিং পাউডার।

প্রশ্ন-৬. দুটি পানিবাহিত রোগের নাম লেখ।

উত্তর : দুটি পানিবাহিত রোগের নাম হল-

ক. কলেরা, খ. টাইফয়েড

প্রশ্ন-৭. কোনো পদার্থ তার বাষ্পীয় অবস্থা থেকে তরলে পরিণত হবার পদ্ধতিকে কী বলা হয়?

উত্তর : ঘনীভবন বলা হয়।

প্রশ্ন-৮. পানিচক্র কী?

উত্তর : যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূ-পৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র।

প্রশ্ন-৯. নিরাপদ পানি কী?

উত্তর : মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এমন পানিই হল নিরাপদ পানি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম