Logo
Logo
×

টিউটোরিয়াল

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিজ্ঞান

Icon

আফরোজা বেগম

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা

যোগ্যতাভিত্তিক

নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখ।

[এ প্রশ্নে তোমাকে সংক্ষিপ্ত আকারে উত্তর লিখতে হবে। সমাপনী পরীক্ষায় এ রকম ১৫টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ২।]

[পূর্বে প্রকাশিত অংশের পর]

অষ্টম অধ্যায় : মহাবিশ্ব

প্রশ্ন ৩ : পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কী ঘটে?

উত্তর : পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে সেদিকে গ্রীষ্মকাল হয়। এর বিপরীত অর্থাৎ পৃথিবীর বাকি অর্ধেক দক্ষিণাংশে তখন শীতকাল হয়।

প্রশ্ন-৪ : সূর্য প্রতিদিন কোনদিকে ওঠে আর কোনদিকে অস্ত যায়?

উত্তর : সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়।

প্রশ্ন-৫: পৃথিবীর উত্তর গোলার্ধে কখন গ্রীষ্মকাল হয়?

উত্তর : যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে তখন সে অংশে গ্রীষ্মকাল হয়।

প্রশ্ন-৬ : ঋতু পরিবর্তনের কারণ কী?

উত্তর : ঋতু পরিবর্তনের কারণ বার্ষিক গতি।

প্রশ্ন-৭ : পৃথিবী ও অন্যান্য গ্রহ সূর্যকে নির্দিষ্ট পথে আবর্তন করে। এ পথের নাম কী?

উত্তর : এ পথের নাম কক্ষপথ।

প্রশ্ন-৮ : পৃথিবীর বার্ষিক গতি কী?

উত্তর : সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলা হয়।

প্রশ্ন-৯ : আহ্নিক গতি কাকে বলে?

উত্তর : নিজ অক্ষের ওপর পৃথিবীর লাটিমের মতো ঘূর্ণায়মান গতিকে আহ্নিক গতি বলে।

প্রশ্ন-১০ : গ্যালাক্সি কাকে বলে?

উত্তর : অনেকগুলো নক্ষত্র মিলে যে বিশাল সমাবেশ তৈরি হয় তাকে গ্যালাক্সি বলে।

প্রশ্ন-১১ : মহাবিশ্ব কী?

উত্তর : বিপুলসংখ্যক গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থান মিলে মহাবিশ্ব।

প্রশ্ন-১২ : পৃথিবী যেমন সূর্যকে বৃত্তাকার পথে আবর্তন করে; তেমনি পৃথিবীকে ঘিরেও একটি বস্তু আবর্তন করে। এর নাম কী? উত্তর : চাঁদ।

প্রশ্ন-১৩ : সৌরজগতের কয়টি গ্রহ আছে?

উত্তর : সৌরজগতের আটটি গ্রহ আছে।

নবম অধ্যায় : আমাদের জীবনে প্রযুক্তি

প্রশ্ন-১ : অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষের ব্যবহৃত দুটি কৃষি প্রযুক্তির নাম লিখ।

উত্তর : অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ যেসব কৃষি প্রযুক্তি ব্যবহার করে সেগুলো হল-

ক. যান্ত্রিক প্রযুক্তি (ট্রাক্টর, সেচ পাম্প, ফসল মাড়াই যন্ত্র ইত্যাদি)

খ. রাসায়নি প্রযুক্তি (রাসায়নিক সার ও কীটনাশক)।

প্রশ্ন-২ : আমরা প্রযুক্তির নানা আবিষ্কারে বিভিন্নভাবে উপকৃত হই। তবে উপকারী এ প্রযুক্তি মাঝে মাঝে মানবসভ্যতায় ক্ষতিকর প্রভাব ফেলে। এরকম ক্ষতিকর একটি প্রভাবের উদাহরণ দাও।

উত্তর : প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের একটি উদাহরণ হল-

১. আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হল যুদ্ধের অস্ত্র তৈরি ও ব্যবহার। যেমন- বন্দুক, বোমা, ট্যাঙ্ক ইত্যাদি।

প্রশ্ন-৩ : আধুনিক প্রযুক্তির তিনটি উদাহরণ লিখ।

উত্তর : আধুনিক প্রযুক্তির দুইটি উদাহরণ হল-

ক. কম্পিউটার খ. মোবাইল ফোন গ টেলিভিশন

প্রশ্ন-৪ : সুমন টেলিভিশনে দেখল এক সময় বাষ্পকে কাজে লাগিয়ে এক ধরনের ইঞ্জিন চালানো হতো। এ ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয় এমন ২টি উদাহরণ দাও।

উত্তর : বাষ্পীয় ইঞ্জিন ব্যবহৃত হয়। এমন ২টি উদাহরণ হল-

ক. কলকারখানা; খ. রেলগাড়ি।

প্রশ্ন-৫ : রুমার দাদা তাদের জমি চাষ করার জন্য লাঙ্গল ব্যবহার করলেও তার বাবা বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বেশি ফসল উৎপাদন করেন। রুমার বাবার ব্যবহৃত ২টি কৃষি প্রযুক্তির নাম লিখ।

উত্তর : চাষাবাদের কাজে রুমার বাবার ব্যবহৃত ২টি কৃষি প্রযুক্তি হল- ক. ট্রাক্টর, খ. সেচ পাম্প

প্রশ্ন-৬ : বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে কী কী ব্যবহার করা হয়?

উত্তর : বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়।

প্রশ্ন-৭ : রাসায়নিক পদার্থ ফসলের উৎপাদনে কী ভূমিকা রাখে?

উত্তর : রাসায়ন পদার্থ ফসলের উৎপাদনের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে ভূমিকা পালন করে।

প্রশ্ন-৮ : জৈব প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত ফসলের ২টি বৈশিষ্ট্য লিখ।

উত্তর : জৈব প্রযুক্তির মাধ্যমে উৎপাদন ফসলের ২টি বৈশিষ্ট্য হল-

ক. অধিক পুষ্টিসমৃদ্ধ, খ. রোগ ও পোকা-মাকড় প্রতিরোধী।

প্রশ্ন-৯ : জৈব প্রযুক্তি কী?

উত্তর : মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হল জৈব প্রযুক্তি।

দশম অধ্যায় : আমাদের জীবনে তথ্য

প্রশ্ন-১ : তথ্য আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ?

উত্তর : তথ্য আমাদের জ্ঞান ভাণ্ডারকে আরও বৃদ্ধি করে, নতুন কিছু শিখতে ও কী করতে হবে যে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই তথ্য আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ।

প্রশ্ন-২ : শফিক শিক্ষামূলক কিছু ভিডিও সংরক্ষণ করতে চায়। এ ক্ষেত্রে সে ব্যবহার করতে পারে এরকম ২টি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লিখ।

উত্তর : তথ্য সংরক্ষণ প্রযুক্তির ২টি নাম হল-

ক. পেনড্রাইভ খ. ডিভিডি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম