Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় * বিজ্ঞান * গণিত/ উচ্চতর গণিত

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

Icon

জান্নাতুল ফেরদৌস

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ উপাধি পান ১৯৬৯ সালের কত তারিখে?

ক) ২২ ফেব্রুয়ারি √খ) ২৩ ফেব্রুয়ারি গ) ২৬ মার্চ ঘ) ৩০ এপ্রিল

২৭। ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?

ক) ২৮৫টি খ) ২৮৬টি গ) ২৮৭টি √ঘ) ২৮৮টি

২৮। কত সালে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন?

ক) ১৯৬৮ সালে √খ) ১৯৬৯ সালে

গ) ১৯৭০ সালে ঘ) ১৯৭১ সালে

২৯। আইয়ুব খান প্রেসিডেন্টের পদ থেকে কত তারিখে ইস্তফা দেন?

ক) ১৯৬৯ সালের ১৫ মার্চ খ) ১৯৬৯ সালের ২০ মার্চ

√গ) ১৯৬৯ সালের ২৫ মার্চ

ঘ) ১৯৬৯ সালের ৩০ মার্চ

৩০। পাকিস্তানের সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?

ক) ১৯৫৪ সালে খ) ১৯৬৫ সালে √গ) ১৯৭০ সালে ঘ) ১৯৫২ সালে

৩১। গণঅভ্যুত্থানের ফলে পূর্ব বাংলার জনগণের মধ্যে কিসের বিকাশ ঘটে?

ক) যুদ্ধ করার মানসিকতা √খ) জাতীয়তাবাদী রাজনৈতিকতা

গ) বাঙালির সাহসিকতা ঘ) নতুন দেশ গঠনের চেতনা

৩২। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মূল কারণ কী ছিল?

ক) ভাষার দাবি আদায় √খ) বাংলার স্বায়ত্তশাসন

গ) দেশের স্বাধীনতা অর্জন ঘ) যুক্তফ্রন্ট গঠন

৩৩। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অর্জন কোনটি-

ক) মাতৃভাষার স্বীকৃতি খ) সংবিধান প্রতিষ্ঠা গ) অর্থনৈতিক বৈষম্য হ্রাস

√ঘ) জাতীয়তাবাদের বিকাশ

৩৪। পাকিস্তান আমলে কত সালে এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়?

ক) ১৯৬৯ সালে √খ) ১৯৭০ সালে গ) ১৯৭১ সালে ঘ) ১৯৮০ সালে

৩৫। সর্বপ্রথম ‘এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে’ নির্বাচন অনুষ্ঠিত হয় কোন তারিখে?

√ক) ১৯৭০ সালের ৭ ডিসেম্বর

খ) ১৯৫৪ সালের ৭ ডিসেম্বর

গ) ১৯৭১ সালের ১ জানুয়ারি ঘ) ১৯৫৬ সালের ২৮ এপ্রিল

৩৬। ৬ দফার পক্ষে নির্বাচনকে গণভোট হিসেবে অভিহিত করে কোন দল?

ক) ন্যাপ খ) ডেমোক্রেটিক পার্টি গ) জামায়াতে ইসলামী √ঘ) আওয়ামী লীগ

৩৭। ১৯৭০ সালের নির্বাচনে মোট ভোটার ছিল কত জন?

ক) ৫ কোটি ৫০ লাখ √খ) ৫ কোটি ৬৪ লাখ গ) ৫ কেটি ৭০ লাখ ঘ) কোটি ৮০ লাখ

৩৮। ১৯৭০ সালের নির্বানে পূর্ব পাকিস্তানের ভোটার ছিল কত জন?

√ক) ৩ কোটি ২২ লাখ খ) ৩ কোটি ২৫ লাখ গ) ৩ কেটি ৩০ লাখ ঘ) কোটি ৩৫ লাখ

৩৯। ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের জন্য কতটি আসন নির্ধারিত ছিল?

ক) ১৬৬টি খ) ১৬৭টি গ) ১৬৮টি √ঘ) ১৬৯টি

৪০। ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদ নির্বাচনে মোট আসন ছিল কতটি?

√ক) ৩০০টি খ) ৩২০টি গ) ৩৫০টি ঘ) ৩৬০টি

৪১। ১৯৭০ সালের নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রা কিসের চরিত্রদানে বিশাল ভূমিকা রাখে?

ক) বিজয়ের খ) প্রতিবাদের √গ) মুক্তিযুদ্ধের ঘ) স্বাধীনতার

৪২। ১৯৭০ সালের জাতীয় প্রাদেশিক নির্বাচন আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের কারণ

র) ৬ দফার প্রতি জনসমর্থন ii) বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ iii) পাকিস্তানের সামরিক শাসন ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

বিজ্ঞান

মো. আমিনুল ইসলাম

সিনিয়র শিক্ষক,

মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

এসো বলকে জানি

জ্ঞানমূলক

১. স্পর্শ বল কাকে বলে?

উ. যে বল কেবল দুটি বস্তুর ভৌত সংস্পর্শে এসে পরস্পরের ওপর ক্রিয়া করে তাকে স্পর্শ বল বলে।

২. নিউটনের গতিবিষয়ক দ্বিতীয় সূত্র কী?

উ. নিউটনের গতিবিষয়ক দ্বিতীয় সূত্র : বস্তুর ভরবেগের পরিবর্তনের হার-এর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সে দিকে ক্রিয়া করে।

৩. জড়তা কী?

উ. বস্তু স্থিতি বা গতির যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাই জড়তা।

৪. বল কাকে বলে?

উ. যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে এর গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে।

৫. নিউটন কী?

উ. নিউটন হল বলের একক।

৬. এক নিউটন বল কাকে বলে?

উ. যে পরিমাণ বল এক কিলোগ্রাম ভরের কোনো বস্তুর ওপর প্রযুক্ত হয়ে এক মিটার/সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে তাকে এক নিউটন বল বলে।

৭. মাধ্যাকর্ষণ বল কী?

উ. মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার ভরজনিত আকর্ষণ বলকে মাধ্যাকর্ষণ বল বলে।

৮. ভববেগ কোন রাশি?

উ. ভরবেগ ভেকটর রাশি।

৯. বলের ঘাতের সংজ্ঞা দাও।

উ. কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াশীল সমন্বয়ের গুণফলকে বলের ঘাত বলা হয়।

১০. জড়তা কয় ধরনের?

উ. জড়তা দুই ধরনের।

১. গতি জড়তা

২. স্থিতি জড়তা

১১. ত্বরণ কাকে বলে?

উ. সময়ের সঙ্গে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণের একক হল মিটার/সেকেন্ড।

১২. লুব্রিকেন্ট কী?

উ. তেল বা গ্রিজের মতো পদার্থ যা ঘর্ষণ কমানোর জন্য ব্যবহৃত হয় তাকে লুব্রিকেন্ট বলে।

১৩. অস্পর্শ বল কাকে বলে?

উ. যেসব বল কোনো বস্তুর ভৌত সংস্পর্শে না এলেও ওই বস্তুর ওপর ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে।

১৪. অভিকর্ষ কাকে বলে?

উ. পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর আকর্ষণকে অভিকর্ষ বলে।

১৫. নিউটনের তৃতীয় সূত্রের ভিত্তিতে চলে কোন যান?

উ. আধুনিক জেট বিমান, রকেট ইত্যাদি।

১৬. অভিকর্ষ কী?

উ. অভিকর্ষ হচ্ছে মাধ্যাকর্ষণ বল।

১৭. নিউক্লিয়ন কী?

উ. পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্লোটন ও নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন বলে।

১৮. আবহাওয়া কাকে বলে?

উ : কোনো জায়গার অল্প সময়ের অবস্থাকে আবহাওয়া বলে।

১৯. অতিবৃষ্টি কী?

উ : স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হলে তাকে অতিবৃষ্টি বলে।

২০. পানির তাপমাত্রা কত হলে মাছ মারা যায়?

উ : পানির তাপমাত্রা ৩২ সেলসিয়াসের বেশি হলে মাছ মারা যায়।

২১. গ্রিন হাউস গ্যাস কী?

উ : বাতাসের কার্বন ডাই আক্সাইড, ওজোন, মিথেন, ক্লোরো-ফ্লোরো কার্বন নাইট্রাস অক্সাইড ও জলীয়বাষ্প ইত্যাদি গ্যাসেকে গ্রিন হাউস গ্যাস বলে।

২২. জনসংখ্যার ঘনত্ব কী?

উ : একটি দেশের প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকে ওই দেশের জনসংখ্যার ঘনত্ব বলে।

বঙ্গবন্ধু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম