প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষার বিজ্ঞান প্রশ্নোত্তর
আফরোজা বেগম
প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা
দ্বাদশ অধ্যায় : জলবায়ু পরিবর্তন
প্রশ্ন-১ : কোনো অঞ্চলের আবহাওয়ার পরিবর্তন কোন কোন বিষয় দেখে নির্ণয় করা যায়?
উত্তর : কোনো অঞ্চলের আবহাওয়ার পরিবর্তন নির্ণয় করতে যে বিষয়গুলো পর্যবেক্ষণ করতে হয় সেগুলো হল-
ক. তাপমাত্রা; খ. বৃষ্টিপাতের পরিমাণ, গ. কালবৈশাখী বা ঘূর্ণিঝড়ের প্রবণতা।
প্রশ্ন-২ : পরিবেশের ওপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কী কী?
উত্তর : পরিবেশের ওপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবগুলো হল- ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, টর্নেডো, নদীভাঙন প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ।
প্রশ্ন-৩ : গ্রিন হাউস বলতে কী বোঝায়?
উত্তর : শীতপ্রধান দেশে তীব্র শীতে গাছপালা টিকে থাকতে পারে না। সেখানে কাচের বা প্লাস্টিকের ঘর বানিয়ে সবুজ শাকসবজি চাষ করা হয়। এরকম ঘরকে গ্রিন হাউস বলে।
প্রশ্ন-৪ : জলবায়ু বলতে কী বোঝ?
উত্তর : জলবায়ু হল কোনো জায়গার অনেক বছরের আবাহাওয়ার একটি সামগ্রিক অবস্থা।
প্রশ্ন-৫ : গ্রিন হাউস গ্যাসগুলো কী কী?
ক. কার্বন ডাইঅক্সাইড; খ. মিথেন; গ. জলীয়বাষ্প।
প্রশ্ন-৬ : শীতপ্রধান দেশে কী উদ্দেশ্যে গ্রিন হাউস বানানো হয়?
উত্তর : শীতপ্রধান দেশে শীতের তীব্রতা থেকে গাছপালাকে বাঁচিয়ে রাখতে গ্রিন হাউস বানানো হয়।
প্রশ্ন-৭ : বৈশ্বিক উষ্ণায়ন কী?
উত্তর : পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াকে বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন।
প্রশ্ন-৮ : বাংলাদেশে হয় এমন ২টি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখ।
উত্তর : বাংলাদেশে হয় এমন ২টি প্রাকৃতিক দুর্যোগের নাম হল-
ক. ঘূর্ণিঝড়, খ. বন্যা।
প্রশ্ন-৯ : জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হয় এমন দুইটি উদাহরণ দাও।
উত্তর : জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হয় এমন দুইটি উদাহরণ হল-
ক. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র খ. কলকারখানা।
প্রশ্ন-১০ : জলবায়ুর পরিবর্তন কাকে বলে?
উত্তর : আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তনকে জলবায়ুর পরিবর্তন বলা হয়।
ত্রয়োদশ অধ্যায় : প্রাকৃতিক সম্পদ
প্রশ্ন-১ : মানবসৃষ্ট সম্পদের ৪টি উদাহরণ দাও।
উত্তর : মানবসৃষ্ট সম্পদের ৪টি উদাহরণ হল-
ক. কাগজ, খ. প্লাস্টিক, গ. কাচ, ঘ. ঘরবাড়ি ইত্যাদি।
প্রশ্ন-২ : অনবায়নযোগ্য সম্পদের ৩টি বিকল্প সম্পদের উদাহরণ দাও।
উত্তর : অনবায়নযোগ্য সম্পদের বিকল্প ৩টি সম্পদের উদাহরণ হল-
ক. সূর্যের আলো খ. বায়ুপ্রবাহ ও গ. পানির স্রোত।
প্রশ্ন-৩ : তিনটি সীমিত প্রাকৃতিক সম্পদের নাম লিখ।
উত্তর : সীমিত তিনিট প্রাকৃতিক সম্পদ হল-
ক. তেল খ. কয়লা ও গ. প্রাকৃতিক গ্যাস।
প্রশ্ন-৪ : নবায়নযোগ্য সম্পদ হিসেবে ব্যবহার করা যায় এমন তিনটি উপাদানের উদাহরণ দাও।
উত্তর : নবায়নযোগ্য সম্পদ হিসেবে ব্যবহারযোগ্য তিনটি উপাদান হল-
ক. আলো; খ. বায়ু প্রবাহ ও গ. পানির স্রোত।
প্রশ্ন-৫ : দুইটি কৃত্রিম সম্পদের উদাহরণ খাতায় লিখ।
উত্তর : দুইটি কৃত্রিম সম্পদের উদাহরণ হল-
ক. প্লাস্টিক ও খ. কাচ।
প্রশ্ন-৬ : সম্পদ সংরক্ষণের একটি পদ্ধতির নাম লিখ।
উত্তর : সম্পদ সংরক্ষণের একটি উপায় হল রিসাইকেল করা।
প্রশ্ন-৭ : আমরা কেন প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল?
উত্তর : শক্তি উৎপাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য আমরা প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল।
প্রশ্ন-৮ : মানবসৃষ্ট সম্পদ কী?
উত্তর : মানুষ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে যে সম্পদ তৈরি করে তাকে মানবসৃষ্ট সম্পদ বলে।
প্রশ্ন-৯ : নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কাকে বলে?
উত্তর : যেসব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহার করা যায় তাদের নবায়নয্যো প্রাকৃতিক সম্পদ বলে।
প্রশ্ন-১০ : প্রাকৃতিক সম্পদ কাকে বলে?
উত্তর : প্রাকৃতিতে পাওয়া যেসব সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে তাকে প্রাকৃতিক সম্পদ বলে।
চতুর্দশ অধ্যায় : জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ
প্রশ্ন-১ : গত কয়েক দশকে পৃথিবী জনসংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থা চলতে থাকলে পরিবেশের ওপর পড়তে পারে এমন দুটি ক্ষতিকর প্রভাবের উদাহরণ দাও।
ক. জীবনের আবাসস্থল ধ্বংস হচ্ছে
খ. ভূমিক্ষয় এবং ভূমিধস বৃদ্ধি পাচ্ছে।
প্রশ্ন-২ : অধিক খাদ্য উৎপাদনে বিজ্ঞান ও প্রযুক্তি কীভাবে অবদান রাখছে।
উত্তর : বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে সৃষ্ট উন্নত ধরনের কৃষি যন্ত্রপাতি অধিক ফসল উৎপাদনে ভূমিকা রাখছে। এ ছাড়া বর্তমানে জৈব প্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টিসম্পন্ন, রোগ প্রতিরোধী উদ্ভিদ উৎপাদন সম্ভব হচ্ছে।
প্রশ্ন-৩ : মানুষের তিনটি মৌলিক চাহিদার নাম লিখ।
উত্তর : মানুষের তিনটি মৌলিক চাহিদার নাম হল-
ক. খাদ্য, খ. বস্ত্র, গ. বাসস্থান।
প্রশ্ন-৪ : কলকারখানা ও যানবাহন থেকে নির্গত গ্যাস কী সমস্যার সৃষ্টি করছে?
উত্তর : কলকারখানা ও যানবাহন থেকে নির্গত গ্যাস বায়ু দূষিত করছে। যার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ও এসিড বৃষ্টি হচ্ছে।
