প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষার বাংলা মডেল টেস্ট-২
সবুজ চৌধুরী
প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা
সময়- ২.৩০ ঘণ্টা পূর্ণমান- ১০০
নিচের অনুচ্ছেদটুকু পড় এবং ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও।
জগদীশচন্দ্র বাংলাতেও বেশ লিখেছেন, বিশেষ করে তোমাদের মতো শিশুদের জন্য। তার লেখা ‘নিরুদ্দেশের কাহিনী’ বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী। এটি পরে ‘পলাতক তুফান’ নামে জগদীশচন্দ্রের ‘অব্যক্ত’ নামক বইয়ে ছাপা হয়। তার লেখা ‘অদৃশ্য আলোক’ তোমাদের আনন্দ দেবে।
১৯১৫ সালে ব্রিটিশ-ভারত সরকার তাকে ‘নাইট’ উপাধি দেন। তাই তার উপাধিসহ নাম হয় স্যার জগদীশ চন্দ্র বসু। ১৯১৬ সালে তিনি অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন। এর দুই বছর পর প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই বিজ্ঞান মন্দিরে গবেষণা পরিচালনা করেন। বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতা বিজ্ঞানী গ্যালিলিও-নিউটনের সমকক্ষ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে ১৯৩৫ সালে। জগদীশচন্দ্র বসু ভারতের গিরিডিতে মারা যান ১৯৩৭ সালের তেইশে নভেম্বর।
১। শব্দার্থ লেখ- (৫টি) ৫
নিরুদ্দেশ, উপাধি, কল্পকাহিনী, সমকক্ষ, অবসর, নাইট, চর্চা।
২। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখ : ২+৪+৪=১০
ক) স্যার জগদীশচন্দ্র বসুর সাহিত্যকর্মের পরিচয় দাও।
খ) স্যার জগদীশচন্দ্র বসুকে বিজ্ঞানী গ্যালিলিও-নিউটনের সমকক্ষ মনে করা হতো কেন?
গ) জগদীশচন্দ্র বসু কেন শিশুদের জন্য লিখতেন বলে তুমি মনে কর?
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও-
বৃক্ষ মানুষের উপকারী বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। যে কোনো দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে বাংলাদেশে বর্তমানে ১৬ ভাগ বনভূমি রয়েছে। সুষম প্রাকৃতিক ভারসাম্যের জন্য একটি দেশের মোট আয়তনের ৩৬ শতাংশ বন থাকা প্রয়োজন। বৃক্ষ পরিবেশের অপরিহার্য সম্পদ হওয়া সত্ত্বেও আমাদের সচেতনতার অভাবে প্রতিনিয়তই বৃক্ষ নিধন চলছে। এভাবে নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে বাংলাদেশসহ বিশ্ব-পরিবেশে দেখা দিয়েছে গ্রীনহাউস প্রতিক্রিয়া। আমাদের দেশে প্রতি বছরই নদীভাঙন, ভূমিধস ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রচুর পরিমাণে বনজ সম্পদ কমে যাচ্ছে ফলে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে। বর্তমানে অর্থনৈতিক সমৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে “উপকূলীয় সবুজ বেষ্টনী” ও “সামাজিক বনায়ন কর্মসূচি” বনভূমি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
৩। নিচে কয়েকটি শব্দার্থ দেয়া হল। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ কর- ০৫
নির্বিচার - বিচারহীন ভাবে
নিধন - ধ্বংস
বনজ - বনে জন্মে যা
ভারসাম্য - উভয় দিকে সমতা বজায় রাখা
বিনষ্ট - নষ্ট হওয়া
সম্প্রসারণ - প্রসার লাভ
ক) পাক-বাহিনী ..........ভাবে বাঙালিকে হত্যা করেছিল।
খ) আমাদের দেশে জাটকা ........... সরকারিভাবে নিষিদ্ধ।
গ) কৃষি ........... প্রকল্প গ্রহণ করায় আমাদের দেশে ক্ষুধা দূর হয়েছে।
ঘ) পরিবেশের .......... রক্ষা করা আমাদের সবার কর্তব্য।
ঙ) ...........সম্পদ আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও- ১৫
ক) আমাদের দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।
খ) বৃক্ষ নিধন করা উচিত নয় কেন বলে তুমি মনে কর।
গ) বৃক্ষ নিধনের ফলে কী হতে পারে - পাঁচটি বাক্যে লেখ।
৫। ক্রিয়াপদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ রূপ লেখ। (৫টি) ০৫
ক) ছোটবেলায় আমি চকলেট খেতাম। খ) আমার একটা খেলনা ছিল। গ) তখন রাফিদ পড়তেছিল।
ঘ) আমি কর্তব্য পালন করেছি। ঙ) মনোযোগ দিয়ে বই পড়বে। চ) আজ বৃষ্টি হবে। ছ) কেন তুমি এখানে এসেছ?
৬। নিচের অনুচ্ছেদটি পড়ে প্রদত্ত নির্দেশনার আলোকে প্রশ্ন তৈরি কর। ০৫
যতদূর মনে পড়ে আমার শৈশব অবস্থায় মা আমাকে মুখে মুখে ছড়া শেখাতেন। তারপর শুরু হয় আমার লেখাপড়ার কাজ অর্থাৎ হাতেখড়ি। কাগজ-পেন্সিল দিয়ে আমাকে মা লেখার উৎসাহ দিতেন। আমি মনের খুশিতে নানা রকম দাগ কেটে কেটে লেখার অভ্যাস করতাম। এমনিভাবে আমার মা-ই আমাকে লেখাপড়ার পথে অগ্রসর করিয়েছেন। মা আমাকে প্রতিদিন স্কুলে নিয়ে যেতেন। আজও যথারীতি পড়াশোনার ব্যাপারে সহযোগিতা ও তদারকি মায়ের কাছ থেকেই পেয়ে চলেছি কারণ তিনি নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসেন। সুতরাং বলা যায় আমার মা আমার প্রথম শিক্ষিকা।
ক) কে? খ) কী? গ) কেন? ঘ) কীভাবে? ঙ) কোথায়?
৭। নিচের যুক্তবর্ণগুলো ভেঙে লেখ এবং তা বাক্যে প্রয়োগ কর। (৫টি) ১০
জ্ঞ, ন্স, ক্তৃ, দ্ভু, স্তৃ, ক্ক, ষ্ঠ
৮। নিচের অনুচ্ছেদে বিরাম চিহ্ন বসাও। ০৫
মহানবী (সা.) তার ভাষণ শেষ করলেন তার চোখমুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন হে আল্লাহ আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি
আরাফাতের ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হল হ্যাঁ আপনি পেরেছেন
৯। এক কথায় প্রকাশ কর। (৫টি) ০৫
ক) যা বলা হয়নি -
খ) কোনো কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা -
গ) মাথা নত করে অভিবাদন করা -
ঘ) কোনো অর্গল বা বাধা নেই যেখানে -
ঙ) কেনা গোলাম যে -
চ) দিকের শেষ প্রান্ত -
ছ) অত্যন্ত চঞ্চল যে -
১০। বিপরীত শব্দ লেখ। (৫টি) ০৫
সফলতা, উজ্জ্বল, আমির, পাপ, নির্জন, বিলুপ্ত, বরণ।
১১। নিচের কবিতাংশ পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
শুনব আমি, ইঙ্গিত কোন্
মঙ্গল হতে আসছে উড়ে ॥
পাতাল ফেড়ে নামব নিচে
উঠব আবার আকাশ ফুঁড়ে;
বিশ্ব-জগৎ দেখব আমি
আপন হাতের মুঠোয় পুরে ॥
ক) কবি কেন পাতাল ফেড়ে নিচে নামতে চান? ২
খ) কবিতাংশের মূলভাব লেখ। ৫
গ) “বিশ্ব-জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।” - লাইনটি দ্বারা কী বোঝানো হয়েছে? ৩
১২। মনে কর তোমার নাম আষাঢ়। তোমার বিদ্যালয়ের নাম আনন্দ মুকুল প্রাথমিক বিদ্যালয়। এখন বেসরকারি টিভি চ্যানেল আয়োজিত গানের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিচের ফরমটি পূরণ কর : ০৫
গানরাজ প্রতিযোগিতা- ২০১৯
মুক্ত টেলিভিশন, কারওয়ান বাজার, ঢাকা।
১. নাম
২. পিতার নাম
৩. মাতার নাম
৪. বিদ্যালয়ের নাম
৫. শ্রেণি শাখা
৬. জম্ম তারিখ
৭. ঠিকানা
৮. ফোন নম্বর
১৩। মনে কর তোমার নাম প্রিয়ম। তুমি পায়রাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ‘পদ্ম’ শাখার একজন ছাত্র। এখন তোমার শ্রেণির সবাইকে নিয়ে কোনো এক ঐতিহাসিক স্থানে শিক্ষা সফরে যাওয়ার জন্য প্রধান শিক্ষকের অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখ। ০৫
১৪। ২০০ শব্দের মধ্যে যে কোনো একটি রচনা লেখ। ১০
ক) আমাদের দেশ
(ভূমিকা, স্বাধীনতা লাভ, জনজীবন, প্রাকৃতিক সৌন্দর্য, ষড়ঋতুর বৈচিত্র্য, উপসংহার)
খ) জাতীয় কবি নজরুল ইসলাম
(ভূমিকা, জন্ম ও শৈশব, সাহিত্যচর্চা, বিদ্রোহী কবি, সাম্যবাদী কবি, জাতীয় কবি, উপসংহার)
গ) তোমার প্রিয় শখ
(ভূমিকা, প্রিয় শখ কী, কেন এমন শখ, নিজের উন্নতিতে শখের ভূমিকা, শখের ধরন, উপকারিতা, উপসংহার)
ঘ) কম্পিউটার
(ভূমিকা, আবিষ্কার, বিবর্তন, ব্যবহার, উপকারিতা, অপকারিতা, উপসংহার)
