এসএসসি পরীক্ষার্থীদের কৃষিশিক্ষা
দেওয়ান সামছুর রহমান
প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
কৃষি সমবায়
১। সমবায় কাদের নিজস্ব পেশাগত সংগঠন?
ক) জেলেদের খ) কৃষকদের গ) তাঁতিদের ঘ) শিক্ষকদের
২। পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি কোনটি?
ক) বালাইনাশক ব্যবহার খ) রাসায়নিক সার ব্যবহার
গ) শস্য পর্যায় অবলম্বন
ঘ) গুদামজাতকরণের রাসায়নিক দ্রব্য ব্যবহার
৩। আধুনিক কৃষি-
ক) অনুন্নত খ) সহজলভ্য গ) কম খরচ ঘ) ব্যয়বহুল
৪। কৃষি মূলধন সমবায়ের অপর নাম কী?
ক) সঞ্চয় সমবায় খ) উৎপাদন সমবায় গ) ক্রেতা সমবায় ঘ) বিপণন সমবায়
৫। উদ্দেশ্য অনুযায়ী কৃষি সমবায় কয় প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
৬। কৃষিকাজের জন্য কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ?
ক) লাঙল খ) মই গ) গরু ঘ) পানি
৭। কৃষির আধুনিকায়নের জন্য কোনটি প্রয়োজন?
ক) সার খ) কৃষি যান্ত্রিকীকরণ গ) বীজ ঘ) সেচ
৮। সমবায় সংগঠন কৃষি সমবায়ের কী?
ক) হৃৎপিণ্ড খ) জীবন গ) সংগঠন ঘ) ক্ষেত্র
৯। কৃষি সমবায়ের প্রকারগুলো হল-
i. কৃষি মূলধন সমবায় ii. কৃষি উপকরণ সমবায় iii. কৃষি উৎপাদন সমবায়
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
