Logo
Logo
×

টিউটোরিয়াল

শারদীয় নাট্যোৎসব শুরু

আমিন বাদলের একক গজল সন্ধ্যা

Icon

সাংস্কৃতিক রিপোর্টার

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবে মন্দিরে মন্দিরে ধর্মীয় আচারের পাশাপাশি থাকে নানা সাংস্কৃতিক আয়োজন। দুর্গাপূজা উপলক্ষে গত কয়েক বছর ধরে শারদীয় নাট্যোৎসবের আয়োজন করে আসছে বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান পরিচালনা কমিটি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ‘মঞ্চ মায়ায় মানবতার জয়’ স্লোগান নিয়ে শুক্রবার সন্ধ্যায় সেখানে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব। উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চায়িত হয় থিয়েটার নাট্যদলের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ ও মণিপুরি থিয়েটারের ‘কহে বীরাঙ্গনা’ নাটক।

মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ অবলম্বনে ‘কহে বীরাঙ্গনা’ নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। একক অভিনয় করছেন জ্যোতি সিনহা। নাটকটির সঙ্গীতে ছিলেন- শর্মিলা সিনহা, বাদ্যে বাবুচান সিংহ, উজ্জ্বল সিংহ, অঞ্জনা সিনহা। ভাবমুদ্রা রূপায়ণে রয়েছেন স্বর্ণালী সিনহা, অরুণা সিনহা, শ্যামলী সিনহা ও আনন্দিতা। আলোক প্রক্ষেপণে মো. শাহজাহান মিয়া, দৃশ্যসজ্জায় আলী আহমেদ মুকুল, সজলকান্তি সিংহ।

অন্যদিকে সৈয়দ শামসুল হকের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল-মামুন। পরবর্তীতে নবনির্মাণ করেছেন সুদীপ চক্রবর্তী। এ নাটকটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, কেরামত মওলা, তোফা হোসেন, ত্রপা মজুমদার, মারুফ কবির, পরেশ আচার্য, সমর দেব, খুরশিদ আলম প্রমুখ।

আজ শনিবার বিকাল ৪টা থেকে ভজন ও শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করবেন পণ্ডিত রাম প্রসাদ সূত্রধর (শিষ্যপতি) ও উস্তাদ মানিক সিংহ রায়। এরপর সন্ধ্যা ৭টায় দেশ নাটক মঞ্চস্থ করবে মাসুম রেজা রচিত ও নির্দেশিত নাটক ‘নিত্যপুরাণ’। রাত ৯টায় থিয়েটার ৫২ মঞ্চস্থ করবে নতুন নাটক ‘কালিদাস’। নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ।

আমিন বাদলের একক গজল সন্ধ্যা : অনুষ্ঠিত হয়ে গেল শিল্পী আমিন বাদলের একক গজল সন্ধ্যা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটস ক্লাবের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় শাহবাগ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

গজল সন্ধ্যায় আমিন বাদল শ্রোতাদের ক্যয়সে সকুন পাউঁ তুঝে দেখনেক্য বাদ, গুনচায়্য শখ লাগা হ্যয়, দিল ম্যয় ইক ল্যহেরসি উঠি হ্যয় আভি, কাভি আহালাব প্যমচল গ্যয়িসহ বিভিন্ন প্রসিদ্ধ গজল গেয়ে শোনান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক মঈনুল হাসান মিতুল। এ সময় উর্দু গজলের নানা প্রসঙ্গ তুলে ধরেন জাবেদ হোসেন।

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দেয়ার আয়োজন ‘জাতির জনককে জানো’। শুক্রবার সকাল ১০টায় শান্তিনগরস্থ পিবিএস-এর বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হল এই আয়োজনের ৪র্থ পর্ব। এ দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক দর্শনের ওপর রচিত দেশের প্রখ্যাত কবিদের লেখা কবিতা নিয়ে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও শিক্ষার্থীদের সঙ্গে জাতির জনকের জীবন-ইতিহাসের নানা দিক নিয়ে আলোচনা করেছেন আবৃত্তিকার বেলায়েত হোসেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন বিশেষ অতিথি মজুমদার বিপ্লব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম