Logo
Logo
×

টিউটোরিয়াল

একাদশ-দ্বাদশ শ্রেণির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

প্রথমপত্র

Icon

পপেল চন্দ্র সাহা

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহকারী অধ্যাপক, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী

ব্যবসায় পরিবেশ

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে?

উত্তর : রাজনৈতিক পরিবেশ।

২। মানব সম্পদ কোন ধরনের পরিবেশের উপাদান?

উত্তর : অর্থনৈতিক পরিবেশের উপাদান।

৩। ব্যবসায় পরিবেশ কী?

উত্তর : যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারিপার্শ্বিকতার মধ্যে একটা অঞ্চলের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ গড়ে ওঠে তাকে ব্যবসায় পরিবেশ বলে।

৪। অর্থনৈতিক পরিবেশ কী?

উত্তর : জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।

৫। রাজনৈতিক পরিবেশ কী?

উত্তর : দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তা-ভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে।

৬। সামাজিক পরিবেশ কী?

উত্তর : কোনো সমাজের বা জাতির মানুষের সংখ্যা, তাদের ধর্ম, বিশ্বাস, চিন্তাধারা, শিক্ষা- সংস্কৃতি, রীতি-নীতি ও দেশীয় ঐতিহ্য মিলিয়ে যে পারিপার্শ্বিকতা গড়ে ওঠে তাকেই সামাজিক পরিবেশ বলে।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

১। অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।

উত্তর : জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।

আর্থিক সামর্থ্য মানুষকে এগিয়ে চলার সাহস যোগায় ও স্বাচ্ছন্দ্য দেয়। একইভাবে অর্থনৈতিক পরিবেশের অনুকূল প্রভাব পরিবেশের অন্যান্য উপাদানের প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যেতে সহায়তা করে। অবকাঠামো গড়ে ও উন্নত প্রযুক্তি সংগ্রহ করে জীবনযাত্রা ও ব্যবসায়-বাণিজ্যের উন্নয়ন ঘটানো যায়। মানুষও গণ্ডগোল থেকে দূরে থাকে। তাই অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ।

২। ব্যবসায়ের ওপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব কিরূপ?

উত্তর : কোনো দেশের জলবায়ু, ভূ-প্রকৃতি, মৃত্তিকা, সাগর, নদ-নদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।

একটা দেশের ব্যবসায় বাণিজ্য, মানুষের জীবন-যাত্রা, পোশাক পরিচ্ছেদ, খাওয়া-দাওয়া সবকিছুই প্রাকৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। বিশেষভাবে কৃষি, শিল্পসহ অর্থনীতির বিভিন্ন খাত এর দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়ে থাকে। যোগাযোগ ও পরিবহন ব্যবস্থাও এর দ্বারা প্রভাবিত হয়। তাই ব্যবসায়-বাণিজ্যে এর প্রভাব ব্যাপকভাবে লক্ষ করা যায়।

৩। ব্যবসায়িক মূল্যবোধ কোন পরিবেশের অন্তর্ভুক্ত? বুঝিয়ে লেখ।

উত্তর : ব্যবসায়িক মূল্যবোধ সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত।

কোনো সমাজের বা জাতির মানুষের সংখ্যা, তাদের ধর্ম বিশ্বাস, চিন্তাধারা, মূল্যবোধ, শিক্ষা-সংস্কৃতি, রীতি-নীতি ও দেশীয় ঐতিহ্য মিলিয়ে যে পারিপার্শ্বিকতা গড়ে ওঠে তাকেই সামাজিক পরিবেশ বলে। ব্যবসায় পরিচালনায় ভালো-মন্দ, উচিত-অনুচিত বিষয়ে সমাজের মানুষের বোধ বা উপলব্ধিকে মূল্যবোধ বলে। মানুষের বিশ্বাস ও ধ্যান-ধারণা এই মূল্যবোধ গঠনে ভূমিকা রাখে। যা সামাজিক পরিবেশের অধীন।

৪। ব্যবসায়ের ওপর ধর্মীয় পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।

উত্তর : ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় অনুশাসন ও আচার-আচরণ থেকে কোনো সমাজের অভ্যন্তরে যে পারিপার্শ্বিকতার সৃষ্টি হয় তাকে ধর্মীয় পরিবেশ বলে।

মানুষের ধর্মীয় বিশ্বাস ও আচরণ তার সব কর্মকাণ্ডের সঙ্গে ব্যবসায়কেও প্রভাবিত করে। বৌদ্ধ ধর্মে বিশ্বাসী সমাজে পশুপালন নিরুৎসাহিত হয়ে থাকে। তুরস্কে প্রচুর ফল উৎপাদিত হলেও মদ শিল্প ধর্মীয় কারণেই গড়ে ওঠেনি। ঈদ, পূজা-পর্বণ, বড় দিনকে কেন্দ্র করে ব্যবসায় কর্মকাণ্ড বিস্তৃত হয়। তাই বলা হয়, ব্যবসায়ের ওপর ধর্মীয় পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম