Logo
Logo
×

টিউটোরিয়াল

বরেণ্য : নির্মলেন্দু গুণ

Icon

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

কবি নির্মলেন্দু গুণ ১৯৪৫ সালের ২১ জুন নেত্রকোনা জেলার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬২ সালে সিকেপি ইন্সটিটিউশন, বারহাট্টা থেকে মাধ্যমিক, ১৯৬৪ সালে নেত্রকোনা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। ষাটের দশকের সূচনা থেকে বর্তমার কাল পর্যন্ত তিনি কবিতায় ও গদ্যে স্বচ্ছন্দ সৃজনশীল হলেও কবি হিসেবেই তিনি খ্যাত। তার কবিতায় প্রতিবাদী চেতনা, সমকালীন সামাজিক-রাজনৈতিক জীবনের ছবি যেমন প্রখর, কবিতা-নির্মাণে শিল্প-সৌন্দর্যের প্রতিও তেমনি তিনি সজাগ। তিনি পেশায় সাংবাদিক। কাব্য সাহিত্যে অবদানের জন্য তিনি একুশে পদক, বাংলা একাডেমিসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- প্রেমাংশুর রক্ত চাই, বাংলার মাটি বাংলার জল, চাষাভূষার কাব্য, পঞ্চাশ সহস্র বর্ষ ইত্যাদি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম