Logo
Logo
×

টিউটোরিয়াল

একাদশ-দ্বাদশ শ্রেণির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

প্রথমপত্র

Icon

পপেল চন্দ্র সাহা

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহকারী অধ্যাপক,

আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী

ব্যবসায় পরিবেশ

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১ : আপেল বাবু আধুনিক যন্ত্রপাতির অপর্যাপ্ততা সত্ত্বেও তার এলাকার কিছু শিক্ষিত বেকার যুবকদের নিয়ে একটি গার্মেন্টস শিল্প গড়ে তোলেন। একটি বাণিজ্যিক ব্যাংকের সহায়তায় তার ব্যবসায়ে সফলতা আসে। কিন্তু বর্তমানে ঘন ঘন হরতাল, পরিবহন ধর্মঘট ইত্যাদির কারণে তার প্রতিষ্ঠানের তৈরি মালামাল সঠিক সময়ে সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। ফলে তিনি ব্যবসায়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

(ক) বাংলাদেশের গার্মেন্টস শিল্পে শিশু শ্রম বন্দের পেছনে কোন পরিবেশের অবদান সবচেয়ে বেশি? ১

(খ) বন্দর গড়তে দেশের কোন পরিবেশ অধিক গুরুত্বপূর্ণ এবং কেন? ২

(গ) আপেল বাবুর ব্যবসায়িক সফলতায় পরিবেশের কোন উপাদানের ভূমিকা সর্বাধিক? ব্যাখ্যা কর। ৩

(ঘ) “রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের ব্যবসায়-বাণিজ্যে অগ্রসর হওয়া অসম্ভব”-উদ্দীপকের আলোকে বক্তব্যের যথাযর্থতা

মূল্যায়ন কর। ৪

উত্তর-ক :

‘ বাংলাদেশের গার্মেন্টস শিল্পে শিশু শ্রম বন্দের পেছনে আইনগত পরিবেশের অবদান সবচেয়ে বেশি।

উত্তর-খ :

বন্দর গড়তে কোনো দেশের প্রাকৃতিক পরিবেশ অধিক গুরুত্বপূর্ণ।

কোনো দেশের জলবায়ু, ভূ-প্রকৃতি, মৃত্তিকা, সাগর, নদ-নদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। বন্দর গড়তে সমুদ্রের প্রয়োজন। সুবিধাজনকভাবে সমুদ্রের উপস্থিতি বন্দর গড়ার সহায়ক বিবেচিত হয়। নেপাল ভূবেষ্টিত দেশ বিধায় অন্যান্য পরিবেশ যতই অনুকূল হোক না কেন সেখানে সমুদ্র বন্দর গড়ার কোনোই সুযোগ নাই। তাই বন্দর গড়তে প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ সমুদ্রের উপস্থিতি আবশ্যক।

উত্তর-গ :

আপেল বাবুর ব্যবসায়িক সফলতায় পরিবেশের অর্থনৈতিক উপদানের ভূমিকা সর্বাধিক।

কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।

উদ্দীপকে আপেল বাবু আধুনিক যন্ত্রপাতির অপর্যাপ্ততা সত্ত্বেও তার এলাকার কিছু শিক্ষিত বেকার যুবকদের নিয়ে একটি গার্মেন্টস শিল্প গড়ে তোলেন। অতঃপর তিনি একটি বাণিজ্যিক ব্যাংকের সহায়তায় তার ব্যবসায়ে সফলতা অর্জন করতে সক্ষম হন। বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত গ্রাহকদের আর্থিক সহায়তা দিয়ে থাকে, যা অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, আপেল বাবুর ব্যবসায়িক সফলতায় পরিবেশের অর্থনৈতিক উপাদানের ভূমিকা সর্বাধিক।

উত্তর-ঘ :

“রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের ব্যবসায়-বাণিজ্যে অগ্রসর হওয়া অসম্ভব”- উক্তিটির সঙ্গে আমি একমত।

কোনো দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তা-ভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। রাজনৈতিক পরিবেশ মূলত কোনো দেশের রাজনীতির চর্চার ধরন ও চিন্তাধারার সঙ্গে জড়িত। একটা দেশের ব্যবসায়ে সফলতা ও ব্যর্থতার পেছনে রাজনৈতিক পরিবেশ ব্যাপক ভূমিকা রাখে।

উদ্দীপকে আপেল বাবু আধুনিক যন্ত্রপাতির অপর্যাপ্ততা সত্ত্বেও তার এলাকার কিছু শিক্ষিত বেকার যুবকদের নিয়ে একটি গার্মেন্টস শিল্প গড়ে তোলেন। অতঃপর তিনি একটি বাণিজ্যিক ব্যাংকের সহায়তায় তার ব্যবসায় সফলতা অর্জন করতে সক্ষম হন। কিন্তু ঘন ঘন হরতাল, পরিবহন ধর্মঘট ইত্যাদির কারণে বর্তমানে তিনি তার প্রতিষ্ঠানে তৈরি মালামাল যথাসময়ে সরবরাহ করতে পারছে না। ফলে তিনি তার ব্যবসায়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের রাজনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের আপেল বাবু এই রাজনৈতিক পরিবেশের কারণেই তার ব্যবসায়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কারণ রাজনৈতিক সহযোগিতা ছাড়া কোনো ব্যবসায়ীর পক্ষে ব্যবসায়ে টিকে থাকা সম্ভবপর হয় না। সুতরাং, “রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের ব্যবসায়-বাণিজ্যে অগ্রসর হওয়া অসম্ভব”-উক্তিটির সঙ্গে আমি একমত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম