Logo
Logo
×

টিউটোরিয়াল

বরেণ্য : মাইকেল মধুসূদন দত্ত

Icon

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার সাগরদঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুলজীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে পড়াকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। ১৮৪২ সালে তিনি খ্রিস্টধর্মে দীক্ষিত হন। তখন তার নামের প্রথমে যোগ হয় ‘মাইকেল’। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল। ‘মেঘনাদবধ কাব্য’ তার অমর কীর্তি। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- তিলোত্তমাসম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলি। তার বিখ্যাত নাটক ‘বুড় শালিকের ঘাড়ে রোঁ’। বাংলা কাব্যে তাকে অমিত্রাক্ষর ছন্দের জনক বলা হয়। ১৮৭৩ সালের ২৯ জুন তিনি মৃত্যুবরণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম