Logo
Logo
×

টিউটোরিয়াল

বরেণ্য : সত্যেন্দ্রনাথ দত্ত

Icon

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সত্যেন্দ্রনাথ দত্ত ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিএ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।

ছাত্রজীবন থেকেই তিনি কাব্যচর্চা করতেন। দর্শন, বিজ্ঞান, ইতিহাস, ভাষা, ধর্ম ইত্যাদি বিচিত্র বিষয়ের তিনি অনুরাগী ছিলেন। প্রাত্যহিক জীবনে প্রচুর সময় তিনি অধ্যয়ন ও কাব্যানুশীলনে ব্যয় করতেন। সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, হোমশিখা, কুহু ও কেকা, অভ্র-আবীর, বেলাশেষের গান, বিদায় আরতী প্রভৃতি তার মৌলিক কাব্য।

তার অনুবাদ কাব্যগুলোর মধ্যে রয়েছে : তীর্থরেণু, তীর্থ-সলিল, ফুলের ফসল প্রভৃতি। ছন্দ নির্মাণে তিনি অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন। এজন্য তিনি ‘ছন্দের রাজা’ বলে পরিচিত হন। ১৯২২ সালে ২৫ জুন তিনি মাত্র একচল্লিশ বছর বয়সে পরলোক গমন করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম