Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

জীববিজ্ঞান * বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

জীববিজ্ঞান

Icon

মো. বদরুল ইসলাম

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল,

তেজগাঁও, ঢাকা

জীবে পরিবহন

১। রক্তরসে জৈব ও অজৈব পদার্থের শতকরা পরিমাণ কত? উত্তর : ৮-৯%

২। রক্তরস কাকে বলে?

উত্তর : রক্তের বর্ণহীণ তরল অংশকে রক্তরস বলে।

৩। রক্ত সংবহনতন্ত্র কাকে বলে?

উত্তর : যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহনতন্ত্র বলে।

৪। মানবদেহে কত প্রকার রক্তকণিকা দেখা যায়? উত্তর : ৩ প্রকার

৫। রক্তকণিকার জন্ম কোথায়?

উত্তর : লাল অস্থিমজ্জায়

৬। একই দিনে জন্ম নেয়া একটা শ্বেত কণিকার চেয়ে একটা লোহিত কণিকা কতদিন বেশি বাঁচে? উত্তর : ১০০ দিন

৭। প্রতি কিউবিক মিলিমিটার রক্তে শ্বেতকণিকার সংখ্যা কত?

উত্তর : ৫-১০ হাজার

৮। প্রতি কিউবিক মিলিমিটারে পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? উত্তর : প্রায় ৫০ লাখ

৯। শ্বেত রক্তকণিকার চেয়ে লোহিত রক্তকণিকার সংখ্যা কতগুণ বেশি?

উত্তর : প্রায় ৫০০ গুণ

১০। প্রতি কিউবিক মিলিমিটারে অণুচক্রিকার সংখ্যা কত?

উত্তর : প্রায় ২ লাখ ৫০ হাজার

১১। অস্থিমজ্জা থেকে কী রক্তকণিকা উৎপন্ন হয়?

উত্তর : লোহিত ও শ্বেত কণিকা

১২। রক্তরসে শতকরা প্রায় কত ভাগ পানি রয়েছে? উত্তর : ৯০%

১৩। মৃত শ্বেত রক্তকণিকা কিসে পরিণত হয়? উত্তর : পুঁজ

১৪। রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা অতিমাত্রায় বেড়ে গেলে কী হয়?

উত্তর : লিউকোমিয়া

১৫। ফ্যাগোসাইটিসিস কাকে বলে?

উত্তর : শ্বেত রক্তকণিকার জীবাণু ভক্ষণের প্রক্রিয়াকে ফ্যাগোসাইটিসিস বলে।

১৬। কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণি বিভাগ করেন?

উত্তর : কার্ল ল্যান্ড স্টেইনার

১৭। একজন সুস্থ ব্যক্তি কত মাস অন্তর রক্ত দান করতে পারে?

উত্তর : চার মাস

১৮। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার কত সালে মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেন?

উত্তর : ১৯০১ সালে

১৯। সার্বজনীন দাতা রক্তের গ্রুপ কী? উত্তর : ও পজেটিভ

২০। মানব দেহে কয় ধরনের এন্টিজেন রয়েছে? উত্তর : ২ ধরনের

২১। একজন সুস্থ মানুষ একবারে কত মিলি রক্ত দিতে পারে? উত্তর : ৪৫০ মিলি

২২। মানুষের দেহে প্রতি সেকেন্ডে কতটি লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়?

উত্তর : ২০ লক্ষ

২৩। হৃৎপিণ্ডের প্রাচীর কয়টি স্তর নিয়ে গঠিত? উত্তর : ৩টি

২৪। ডায়াস্টোল কাকে বলে?

উত্তর : হৃৎপিণ্ডের প্রসারণকে ডায়াস্টোল বলে।

২৫। হৃৎপিণ্ড আবৃতকারী পর্দার নাম কী? উত্তর : পেরিকার্ডিয়াম

২৬। এপিকার্ডিয়াম মূলত কী দিয়ে গঠিত? উত্তর : যোজক কলা

২৭। ঊর্ধ্ব মহাশিরার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কীসে প্রবেশ করে? উত্তর : ডান অলিন্দ

২৮। হেপাটিক শিরার শোষিত রক্ত কোথায় যায়? উত্তর : হৃৎপিণ্ডে

২৯। শিরা কাকে বলে?

উত্তর : যেসব নালি দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ হতে হৃৎপিণ্ডে ফিরে আসে তাদেরকে শিরা বলে।

৩০। ডান নিলয় থেকে কোন নালি বের হয়?

উত্তর : ফুসফুসীয় ধমনি

৩১। টিউনিকা মিডিয়া কোথায় পাওয়া যায়?

উত্তর : ধমনি

৩২। ধমনির মাঝের স্তরটিকে কী বলে?

উত্তর : টিউনিকা মিডিয়া

৩৩। সুস্থ অবস্থায় হাতের কব্জিতে পালস-এর মান প্রতি মিনিটে কত? উত্তর : ৭০

৩৪। প্রসবকালীন উচ্চ রক্তচাপজনিত সমস্যাকে কী বলে? উত্তর : এক্লামশিয়া

৩৫। হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে ব্যথা অনুভূত হওয়াকে কী বলে?

উত্তর : অ্যানজিনা

৩৬। কোলেস্টেরোল কোন হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়? উত্তর : কোলেস্টেইন

৩৭। আমাদের রক্তে LDL-এর শতকরা পরিমাণ কত? উত্তর : ৭০%

৩৮। পুরুষের রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে LDL-এর আদর্শ মান কত?

উত্তর : ১.৬৮ - ৪.৫৩

৩৯। নারীর রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে LDL-এর আদর্শ মান কত?

উত্তর : ১.৬৮-৪.৫৩

৪০। পুরুষের রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে HDL-এর আদর্শ মান কত?

উত্তর : ০.৯০ - ১.৪৫

৪১। নারীর রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে HDL-এর আদর্শ মান কত?

উত্তর : ০.৯০ - ১.৬৮

৪২। পুরুষের রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে ট্রাই গ্লিসারাইডের আদর্শ মান কত?

উত্তর : ০.৪৫ - ১.৮১

৪৩। কোন গ্রন্থির হরমোন তৈরিতে কোলেস্টেরল ব্যবহৃত হয়?

উত্তর : অ্যাডরেনাল

৪৪। মেদবহুল যকৃতে লিপিডের পরিমাণ কত শতাংশ পর্যন্ত বেড়ে যায়?

উত্তর : ২০-৩০

৪৫। রক্ত কোষের ক্যান্সারকে কী বলে? উত্তর : লিউকেমিয়া

৪৬। কোন অণুজীবের সংক্রমণে বাতজ্বর হয়? উত্তর : Streptococcus

৪৭। হার্ট বীট কী?

উত্তর : প্রতি মিনিটে যে সংখ্যক বার হৃৎপিণ্ড সংকুচিত ও প্রসারিত হয় তাকে হার্ট বীট বলে।

৪৮। নেফ্রন কী?

উত্তর : বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ ও কার্যিক একককে নেফ্রন বলে।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সহিদুল ইসলাম

মাস্টার ট্রেইনার (টিসিজি) সেসিপ

সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব

১. সপ্তম শতক থেকে ইংরেজরা কোন পথে বাণিজ্য করত?

ক. আকাশ পথে খ. সমুদ্র পথে

গ. সড়ক পথে ঘ. রেল পথে

২. কখন তুর্কিরা কন্সস্টান্টিনোপল দখল করে?

ক. ১৪৫০ খ্রি: খ. ১৪৫১ খ্রি:

গ. ১৪৫২ খ্রি: ঘ. ১৪৫৩ খ্রি:

৩. কে পর্তুগিজদের মধ্যে প্রথম সমুদ্র পথে এদেশে আসেন?

ক. অটোমান খ. ভাস্কো-ডা-গামা

গ. চার্নক ঘ. চার্চিল

৪. ভাস্কো-ডা-গামা কখন কালিকট বন্দরে আসেন?

ক. ১৪৯৬ খ্রি: খ. ১৪৯৭ খ্রি:

গ. ১৪৯৮ খ্রি: ঘ. ১৪৯৯ খ্রি:

৫. কখন পর্তুগিজরা হুগলীতে উপনিবেশ গড়ে তোলে?

ক. ১৫৭৯ খ্রি: খ. ১৫৮০ খ্রি:

গ. ১৫৮১ খ্রি: ঘ. ১৫৮১ খ্রি:

৬. ডাচরা কোন দেশের অধিবাসী?

ক. ইংল্যান্ডের খ. হল্যান্ডের

গ. চীনের ঘ. তুর্কির

৭. ডাচ ইন্ডিয়া কোম্পানি কখন এ উপমহাদেশে আসে?

ক. ১৬০১ খ্রি: খ. ১৬০২ খ্রি:

গ. ১৬০৩ খ্রি: ঘ. ১৬০৪ খ্রি:

৮. ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা গঠন করেন তারা কোন দেশের অধিবাসী?

ক. ভারতের খ. ইংল্যান্ডের

গ. ডেনমার্কের ঘ. হল্যান্ডের

৯. ইংরেজরা কখন দিনেমারদের কাছ থেকে বাণিজ্য কুঠি ক্রয় করে?

ক. ১৮৪৪ খ্রি: খ. ১৮৪৫ খ্রি:

গ. ১৮৪৬ খ্রি: ঘ. ১৮৪৭ খ্রি:

১০. ইংরেজ বণিকরা রানি এলিজাবেথের কাছ থেকে কত বছরমেয়াদি বাণিজ্য সনদ লাভ করেন?

ক. ১৩ বছর খ. ১৪ বছর

গ. ১৫ বছর ঘ. ১৬ বছর

১১. সুরাটে কখন বাণিজ্য কুটি স্থাপিত হয়?

ক. ১৬১২ খ্রি: খ. ১৬১৩ খ্রি:

গ. ১৬১৪ খ্রি: ঘ. ১৬১৫ খ্রি:

১২. রাজা ২য় চার্লস কাকে বিয়ে করেন?

ক. ক্যাথরিনকে খ. জেবিনকে

গ. জেরিনকে ঘ. জুলেখাকে

১৩. দ্বিতীয় চার্লস বিয়ের যৌতুক হিসেবে কি লাভ করেন?

ক. ঢাকা শহর খ. বোম্বাই শহর

গ. গাড়ি ঘ. বিশাল বাড়ি

১৪. অর্থাভাবে চার্লস কত পাউন্ডে বোম্বে শহর বিক্রি করেন?

ক. ২০ হাজার খ. ৩০ হাজার

গ. ৪০ হাজার ঘ. ৫০ হাজার

১৫. কলকাতার জন্ম কোন নদীর তীরে?

ক. ভাগীরথী খ. যমুনা গ. গঙ্গা ঘ. কালনী

১৬. কখন ফোট উইলিয়াম দুর্গ নির্মিত হয়?

ক. ১৫০০ খ্রি: খ. ১৬০০ খ্রি:

গ. ১৭০০ খ্রি: ঘ. ১৮০০ খ্রি:

১৭. কখন ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?

ক. ১৬৬১ খ্রি: খ. ১৬৬২ খ্রি:

গ. ১৬৬৩ খ্রি: ঘ. ১৬৬৪ খ্রি:

১৮. আলীবর্দি খান কখন বাংলার নবাব হন?

ক. ১৭৪০ - ১৭৫৬ খ্রি: পর্যন্ত

খ. ১৭৪১ - ১৭৫৭ খ্রি: পর্যন্ত

গ. ১৭৪২ - ১৭৫৮ খ্রি: পর্যন্ত

ঘ. ১৭৪৩ - ১৭৫৬ খ্রি: পর্যন্ত

১৯. কখন আলীবর্দি খানের মৃত্যু হয়?

ক. ১৭৫৩ খ্রি: খ. ১৭৫৪ খ্রি:

গ. ১৭৫৫ খ্রি: ঘ. ১৭৫৬ খ্রি:

২০. সিরাজউদ্দৌলা কত বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করেন?

ক. ২০ খ. ২১ গ. ২২ ঘ. ২৩

২১. আলীবর্দি খানের কত জন কন্যা সন্তান ছিল?

ক. ২ জন খ. ৩ জন গ. ৪ জন ঘ. ৫ জন

২২. আলীবর্দি খানের কোন কন্যা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন?

ক. ঘসেটি বেগম খ. নার্গিস বেগম

গ. জোসনা বেগম ঘ. কুমকুম বেগম

২৩. সিরাজের সঙ্গে শওকত জঙ্গের সম্পর্ক কি?

ক. মামাতো ভাই খ. খালাতো ভাই

গ. ফুফাতো ভাই ঘ. জ্যাঠাতো ভাই

২৪. নবাব সিরাজউদ্দৌলা কখন কলকাতা দখল করেন?

ক. ১৭৫৫ খ্রি: খ. ১৭৫৬ খ্রি:

গ. ১৭৫৭ খ্রি: ঘ. ১৭৫৮ খ্রি:

২৫. পলাশির যুদ্ধে কে নিহত হন?

ক. মীর মদন খ. মীর জাফর

গ. কাশেম লাল ঘ. দেওয়ান লাল

২৬. কে রাজবল্লভের পুত্র?

ক. কৃষ্ণদাস খ. মনিদাস

গ. পেরুদাস ঘ. চন্ডিদাস

২৭. নবাবকে হেয় করার জন্য কে মিথ্যা প্রচারণা চালায়?

ক. মনিলাল খ. মীর মদন

গ. হলওয়েল ঘ. মীরজাফর

২৮. মিথ্যা প্রচারণায় কতজন ইংরেজদের বন্দির কথা বলা হয়েছে?

ক. ১৪২ জন খ. ১৪৪ জন

গ. ১৪৬ জন ঘ. ১৪৮ জন

২৯. পলাশির যুদ্ধ কখন সংঘটিত হয়?

ক. ১৭৫৬ খ্রি: খ. ১৭৫৭ খ্রি:

গ. ১৭৫৮ খ্রি: ঘ. ১৭৫৯ খ্রি:

৩০. কে যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ অসহযোগিতা করে?

ক. মীরমদন খ. মোহন লাল

গ. মীর জাফর ঘ. উমিচাঁদ

৩১. কোন যুদ্ধের ফলে ফরাসিরা এ দেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়?

ক. বক্সার যুদ্ধ খ. পলাশির যুদ্ধ

গ. ফরাসি যুদ্ধ ঘ. ওলন্দাজ যুদ্ধ

৩২. কখন মীর জাফরকে ক্ষমতা থেকে সরানো হয়?

ক. ১৭৬০ খ্রি: খ. ১৭৬১ খ্রি:

গ. ১৭৬২ খ্রি: ঘ. ১৭৬৩ খ্রি:

৩৩. মীরজাফরকে ক্ষমতা থেকে সরিয়ে কাকে সিংহাসনে বসানো হয়?

ক. মীরমদনকে খ. রায়দুর্লভকে

গ. মীর কাশিমকে ঘ. জগৎশেঠকে

৩৪. কখন সম্রাটের ফরমানে ইংরেজদের ব্যবসা করার সুযোগ দেয়া হয়েছিল?

ক. ১৭১৪ খ্রি: খ. ১৭১৫ খ্রি:

গ. ১৭১৬ খ্রি: ঘ ১৭১৭ খ্রি:

৩৫. কে পাঠনা কুঠির দখল করে নেয়?

ক. ক্লাইভ খ. এলিস

গ. হলওয়েল ঘ. ওয়াটসন

৩৬. অযোদ্ধার নবাবের নাম কি ছিল?

ক. মীরমদন খ. সুজাউদ্দৌলা

গ. কাশিম ঘ. মীর জাফর

উত্তর: ১.খ ২.ঘ ৩.খ ৪.গ ৫.ক ৬.খ ৭.খ ৮.গ ৯.খ ১০.গ ১১.ক ১২.ক ১৩.খ ১৪.ঘ ১৫.ক ১৬.গ ১৭.ঘ ১৮.ক ১৯.ঘ ২০.গ ২১.খ ২২.ক ২৩.খ ২৪.খ ২৫.ক ২৬.ক ২৭.গ ২৮.গ ২৯.খ ৩০.গ ৩১.খ ৩২.ক ৩৩.গ ৩৪.ঘ ৩৫.খ ৩৬.খ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম