Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

বাংলা দ্বিতীয়পত্র * ভূগোল ও পরিবেশ * বিজ্ঞান

বাংলা দ্বিতীয়পত্র

Icon

উজ্জ্বল কুমার সাহা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা

কৃৎ প্রত্যয়ের বিস্তারিত আলোচনা

১. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?

ক. ভাষা সংক্ষেপণ খ. শব্দের মিলন

√খ. নতুন শব্দ গঠন ঘ. বাক্যে অলঙ্করণ

২. ধাতু কিংবা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে কী বলে?

ক. উপধা খ. গুণ

গ. বৃদ্ধি √ঘ. ইৎ

৩. ‘দোলনা’-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?

√ক. দুল্ + অনা খ. দোল্ + না

গ. দিল্ + না ঘ. দীল্ + অনা

৪. ‘মোড়ক’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হল-

ক. মো + অক √খ. মুড়্ + অক

গ. মোড়া+ অক ঘ. মুড়ি + অক

৫. ভাববাচক বিশেষ্য পদ গঠনে কোন প্রত্যয় ব্যবহৃত হয়?

ক. অন খ. আল

√গ. আই ঘ. আশু

৬. বাংলা কৃৎ প্রত্যয়ের উদাহরণ কোনটি?

ক. পাওনাদার √খ. যাচাই/ঝরনা

গ. একঘরে ঘ. ফুলদানি

৭. ‘শ্রবণ’-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি সঠিক?

ক. শ্রী +অন খ. শ্রবণ+অ

√গ. শ্রী+অনট্ ঘ. শ্রব+অন

৮. ‘দর্শন’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. দশ+অন √খ. দৃশ+অনট্

গ. দর্শ+ন ঘ. দর+শন

৯. উক্ত-এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. বপ্+ক্ত √খ. বচ্+ক্ত

গ. উচ্+ক্ত ঘ. উপ্+ত

১০. ‘শান্তি’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. শাম+তি খ. শম+তি

গ. শান্ত+ই √ঘ. শম্+ক্তি

১১. ‘কর্তব্য’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. কৃত+ব্য খ. কৃ+তৃচ

√গ. কৃ+তব্য ঘ. কৃৎ+তব্য

১২. ‘দাতা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

√ক. দা +তৃচ্ খ. দাত +আ

গ. দা + তা ঘ. দা +ণক্

১৩. ‘চলিষ্ণু’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক. চল্ +ষ্ণু খ. চল্ + ঈষ্ণু

√গ. চল্ + ইষ্ণু ঘ. চল্ + উষ্ণু

তদ্ধিত প্রত্যয়

১৪. তদ্ধিত প্রত্যয় কত প্রকার?

ক. দুই প্রকার √খ. তিন প্রকার

গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার

১৫. ‘চোর’ শব্দে ‘আ’ প্রত্যয় যুক্ত হলে কী অর্থ প্রকাশ পায়?

ক. শ্রদ্ধা √খ. অবজ্ঞা গ. সাদৃশ্য ঘ. সামীপ্য

১৬. কোন শব্দে প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে?

ক. নিমাই √খ. কেষ্টা গ. মুটে ঘ. কানাই

১৭. ‘ডিঙি’ শব্দে আ প্রত্যয় যুক্ত হলে কী অর্থে ব্যবহৃত হয়?

√ক. বৃহদার্থে খ. ক্ষুদ্রার্থে গ. সমার্থে ঘ. ভিন্নার্থে

১৮. বৃহদার্থে ‘আ’ তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি?

√ক. ডিঙা খ. বাঘা গ. হাতা ঘ. জলা

১৯. কোনটি ‘আদর’ অর্থে তদ্ধিত প্রত্যয় ব্যবহার হয়েছে?

ক. ঢাক+আই=ঢাকাই √খ. কানু+আই=কানাই

গ. বাহাদুর+ই=বাহাদুরি ঘ. লাজ+উক=লাজুক

২০. ‘উমেদারী’ কোন অর্থে তদ্ধিত প্রত্যয়?

ক. মালিক অর্থে খ. জাত অর্থে

গ. ব্যবসায় অর্থে √ঘ. ভাব অর্থে

২১. প্রত্যয় সাধিত শব্দ কোনটি?

ক. সুশ্রী খ. সফল √গ. জেলে ঘ. মহাত্মা

২২. কোন শব্দে প্রত্যয় ‘উপজীবিকা’ অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. গেঁয়ো √খ. মেছো গ. টেকো ঘ. গেছো

২৩. অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?

ক. মিঠাই খ. লোনা √গ. লেজুড় ঘ. সাপুড়ে

২৪. বিদেশি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?

ক. মিশুক খ. মেঘলা

গ. বড়াই √ঘ. পানসে/গিন্নীপনা

২৫. ‘শৈশব-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

√ক. শিশু +ষ্ণ খ. শিশু + ষ্ণ্য

গ. শিশু + শব ঘ. শৈ +শব

২৬. ‘কুসুমতি’-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. কুসুম + ঈত খ. কুসম +উত

গ. কুসুম +ঊত √ঘ. কুসুম +ইত

২৭. নিচের কোন তদ্ধিতান্ত পদটি ‘ইমন’ প্রত্যয় যোগে গঠিত?

ক. মেঘলা খ. গুণিন √গ. নীলিমা ঘ. কুলীন

২৮. ‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. মহি + মা খ. মহা + ইমা

গ. মহা + ইমন √ঘ. মহৎ + ইমন

ভূগোল ও পরিবেশ

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

জনসংখ্যা

১. জনসংখ্যা বৃদ্ধির ধারাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?

ক. দুইটি √খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

২. কত সাল হতে বিশ্বের জাতীয় ভিত্তিতে লোক গণনার প্রচলন শুরু হয়েছে?

√ক. ১৬৫৫ খ. ১৬৬৫

গ. ১৭৫০ ঘ. ১৭৭৫

৩. কোন অঞ্চলের দেশগুলোতে জন্মহার এখনও কমেনি?

ক. অতি উন্নত দেশ খ. উন্নত দেশ

√গ. উন্নয়নশীল দেশ ঘ. দক্ষিণ এশীয় দেশ

৪. বাংলাদেশের জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ?

ক. ০৩.৪% খ. ০২.৮%

গ. ০২.৭% √ঘ. ০২.৪%

৫. ১৬৫০ সালে পৃথিবীর মোট জনসংখ্যা কত ছিল?

√ক. ৫০০ মিলিয়ন খ. ৬১৮ মিলিয়ন

গ. ১১৫০ মি. ঘ. ১১৬৩ মিলিয়ন

৬. কত বছর অন্তর বিশ্বে জাতীয় ভিত্তিতে লোক গণনা করা হয়?

i. পাঁচ বছর

ii. দশ বছর

iii. পনের বছর

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

√গ. i ও iii ঘ. i, ii ও iii

৭. ২০২৫ সাল নাগাদ পৃথিবী অনুমিত জনসংখ্যা কত হবে?

ক. ৭.৫ বিলিয়ন √খ. ৮ বিলিয়নের উপরে

গ. ৯ বিলিয়নের উপরে ঘ. ১০ বিলিয়ন

৮. ১৮৫০ সালে পৃথিবীর জনসংখ্যা কত ছিল?

ক. ১১১৩ মিলিয়ন √খ. ১২০০ মিলিয়ন

গ. ১৫৫০ মিলিয়ন ঘ. ১৬৩১ মি.

৯. সুদূর অতীতকাল থেকে ১৬৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে কোন পর্যায়ে ধরা হয়?

ক. প্রাক প্রাথমিক পর্যায় √খ. প্রাথমিক পর্যায়

গ. মাধ্যমিক পর্যায় ঘ. সাম্প্রতিক পর্যায়

১০. কোন সময়কে মাধ্যমিক পর্যায় ধরা হয়?

ক. ১৫০০-১৬০০ সাল খ. ১৬০০-১৭৫০ সাল

√গ. ১৬৫০-১৯০০ সাল ঘ. ১৯০০-১৯৫০ সাল

১১. পৃথিবীর জনসংখ্যা ৬.৯২ বিলিয়ন ছিল কত সালে?

ক. ১৯৮০ খ. ১৯৯০

গ. ২০০০ √ঘ. ২০১০

১২. পৃথিবীর জনসংখ্য-

i. ১৬৫০ হতে ১৮৫০ সালের চারগুণ হয়

ii. ১৮৫০ সালে মিলিয়নে দাঁড়ায়

iii. ২০০০ সালে মিলিয়নে দাঁড়ায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

√গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩. সাম্প্রতিক পর্যায়ে বিশ্বের অঞ্চল ভিত্তিতে কয়টি ধারা লক্ষ্য করা যায়?

√ক. দুইটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

১৪. কোন পর্যায়ে পৃথিবীর সব অংশেই জন্ম এবং মৃত্যুহার উভয়ই খুব বেশি ছিল?

ক. সাম্প্রতিক পর্যায় খ. মাধ্যমিক পর্যায়ে

গ. অতি সাম্প্রতিক পর্যায় ঘ. প্রাথমিক পর্যায়

১৫. কোন অঞ্চলের পৃথিবীর জনসংখ্যা স্থিতিশীল?

√ক. উন্নত অঞ্চল খ. অনুন্নত অঞ্চল

গ. উন্নয়নশীল অঞ্চল ঘ. সমগ্র বিশ্ব

১৬. নির্ভরশীল জনসংখ্যা হল-

i. ০-১৮ বছর বয়সের শিশু

ii. ১৮-২৫ বছরের যুবক

iii. ৬৫ বছরের ঊর্ধ্ব বয়সী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii √খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. জনসংখ্যার পরিবর্তন প্রক্রিয়ায় নিয়ামক কোনটি?

i. জন্ম ii. মৃত্যু

iii. অভিবাসন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii √ঘ. i, ii ও iii

১৮. প্রজনন ক্ষমতাসম্পন্ন নারীদের বয়সসীমা কত?

ক. ১০-৩০ বছর খ. ১৫-৪০ বছর

√গ. ১৫-৪৫ বছর ঘ. ২০-৬০ বছর

১৯. জনসংখ্যা কাঠামো জনসংখ্যা পিরামিডের আকৃতি ধারণ করে কোন অঞ্চলের দেশসমূহে?

ক. উন্নত দেশে খ. অনুন্নয়নশীল দেশে

√গ. উন্নয়নশীল দেশে ঘ. অতি উন্নত দেশে

২০. পরিণত বয়সে মানুষের মৃত্যু হলে তাকে কী ধরনের মৃত্যু বলে?

ক. অকালমৃত্যু √খ. স্বাভাবিক মৃত্যু

গ. অস্বাভাবিক মৃত্যু ঘ. অপরিণত মৃত্যু

২১. আমাদের স্বাধীনতা যুদ্ধে কী পরিমাণ লোক শহীদ হন?

ক. প্রায় ২০ লাখ √খ. প্রায় ৩০ লাখ

গ. প্রায় ৪০ লাখ ঘ. প্রায় ৫০ লাখ

২২. প্রকৃতি অনুযায়ী অভিভাসনকে কয়ভাগে ভাগ করা যায়?

√ক. দুই ভাগে খ. তিন ভাগে

গ. চার ভাগ ঘ. পাঁচ ভাগে

২৩. নিজের ইচ্ছায় বাসস্থান ত্যাগ করে নিজের পছন্দ মতো স্থানে বসবাস করাকে কী বলে?

ক. শরণার্থী খ. পূর্বক অভিবাসন

গ. উদ্বাস্তু √ঘ. অবাধ অভিবাসন

বিজ্ঞান

মো. আমিনুল ইসলাম

সিনিয়র শিক্ষক, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

এসো বলকে জানি

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

১. স্পর্শ বল কাকে বলে?

উ. যে বল কেবল দুটি বস্তুর ভৌত সংস্পর্শে এসে পরস্পরের ওপর ক্রিয়া করে তাকে স্পর্শ বল বলে।

২. নিউটনের গতিবিষয়ক দ্বিতীয় সূত্র কী?

উ. নিউটনের গতিবিষয়ক দ্বিতীয় সূত্র : বস্তুর ভরবেগের পরিবর্তনের হার-এর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সে দিকে ক্রিয়া করে।

৩. জড়তা কী?

উ. বস্তু স্থিতি বা গতির যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাই জড়তা।

৪. বল কাকে বলে?

উ. যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে এর গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে।

৫. নিউটন কী?

উ. নিউটন হল বলের একক।

৬. এক নিউটন বল কাকে বলে?

উ. যে পরিমাণ বল এক কিলোগ্রাম ভরের কোনো বস্তুর ওপর প্রযুক্ত হয়ে এক মিটার/সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে তাকে এক নিউটন বল বলে।

৭. মাধ্যাকর্ষণ বল কী?

উ. মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার ভরজনিত আকর্ষণ বলকে মাধ্যাকর্ষণ বল বলে।

৮. ভববেগ কোন রাশি?

উ. ভরবেগ ভেকটর রাশি।

৯. বলের ঘাতের সংজ্ঞা দাও।

উ. কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াশীল সমন্বয়ের গুণ ফলকে বলের ঘাত বলা হয়।

১০. জড়তা কয় ধরনের?

উ. জড়তা দুই ধরনের । ১. গতি জড়তা ২. স্থিতি জড়তা

১১. ত্বরণ কাকে বলে?

উ. সময়ের সঙ্গে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণের একক হল মিটার/সেকেন্ড।

১২. লুব্রিকেন্ট কী?

উ. তেল বা গ্রিজের মতো পদার্থ যা ঘর্ষণ কমানোর জন্য ব্যবহৃত হয় তাকে লুব্রিকেন্ট বলে।

১৩. অস্পর্শ বল কাকে বলে?

উ. যেসব বল কোনো বস্তুর ভৌত সংস্পর্শে না এলেও ওই বস্তুর ওপর ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে।

১৪. অভিকর্ষ কাকে বলে?

উ. পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর আকর্ষণকে অভিকর্ষ বলে।

১৫. নিউটনের তৃতীয় সূত্রের ভিত্তিতে চলে কোন যান?

উ. আধুনিক জেট বিমান, রকেট ইত্যাদি।

১৬. অভিকর্ষ কী?

উ. অভিকর্ষ হচ্ছে মাধ্যাকর্ষণ বল।

১৭. নিউক্লিয়ন কী?

উ. পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্লোটন ও নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন বলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম