এইচএসসির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
প্রথমপত্র
মোস্তাক আহমেদ
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহযোগী অধ্যাপক,
সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ
চতুর্থ অধ্যায়
আজ আমরা এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথমপত্রের ৪র্থ অধ্যায়ের বহুনির্বাচনীর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর ওপর আলোকপাত করব।
চতুর্থ অধ্যায়
উমাইয়া খিলাফত-
* উমাইয়াদের পরিচয়...
* উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা
* উমাইয়া (রা.) : সামরিক অভিযান, শাসন ব্যবস্থা চরিত্র ও কৃতিত্ব
* ইয়াজিদ ও ইমাম হোসেন (রা.) কারবালার যুদ্ধ ও গুরুত্ব
* আব্দুল মালিক : উমাইয়া শাসন পূর্ণগঠন ও সুদৃঢ়করণ, শাসননীতি ও সংস্কার, চরিত্র ও কৃতিত্ব
* ওয়ালিদ বিন আব্দুল মলিক : খিলাফাত সম্প্রসারণ চরিত্র ও কৃতিত্ব
* ওমর বিন আব্দুল আজিজ : শাসননীতি ও সংস্কার, চরিত্র ও কৃতিত্ব
* উমাইয়া খিলাফতে ক্রমাবনতি ও পতন
* উমাইয়া আমলে অর্থসামাজিক বৈশিষ্ট্য
* উমাইয়া আমলে শিল্প স্থাপত্য, সাহিত্য ও সংস্কৃতিচর্চা
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. ৬৬১ সন বিখ্যাত কেন? উত্তর : হজরত আলী (রা.)-এর মৃত্যু ও মুয়াবিয়া (রা.)-এর উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা।
২. কত সনে কনস্টানটিনোপল অভিযান পরিচালিত হয়?
উত্তর : ৬৬৯ সালে।
৩. ৬৭০ সাল বিখ্যাত কেন?
উত্তর : ওকবা বিন নাফি উত্তর আফ্রিকা বিজয় ও কায়রোয়ান নগরীর প্রতিষ্ঠা।
৪. সর্ব প্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন কে?
উত্তর : মুয়াবিয়া (রা.)।
৫. প্রথম ডাক ব্যবস্থার প্রচলন করেন কে? উত্তর : মুয়াবিয়া (রা.)।
৬. মজলিম উস শূরার বিলোপ সাধন করেন কে?
উত্তর : মুয়াবিয়া (রা.)।
৭. খোলাফায়ে রাশেদুনের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করেন কে? উত্তর : মুয়াবিয়া (রা.)।
৮. ঐতিহাসিক লেখক হিট্রি আরবের চারটি রাজনৈতিক প্রতিভা কাদের বলেছেন?
উত্তর : আমর ইবনুল আস, আল মুজীরা, জিয়াদ ইবন আবিই ও মুয়াবিয়া।
৯. ৬৮০ সাল বিখ্যাত কেন?
উত্তর : মুয়াবিয়ার মৃত্যু, ইয়াজিদের সিংহাসনারোহণ, কারবালার যুদ্ধ, হারবার যুদ্ধ সংগঠনের জন্য।
১০. ইয়াজিদ কে ছিলেন?
উত্তর : উমাইয়া খলিফা ও মুয়াবিয়ার পুত্র।
১১. ৬৮৩ সন বিখ্যাত কেন?
উত্তর : কাবাগৃহের ক্ষতিসাধন, ইয়াজিদের মৃত্যু, ২য় মুয়াবিয়ার ক্ষমতা লাভ ও মৃত্যু, মারওয়ানের খিলাফত লাভ, মারজরাহিতের যুদ্ধ।
১২. ৬৮৫ সন বিখ্যাত কেন?
উত্তর : মারওয়ানের মৃত্যু, আব্দুল মালিকের ক্ষমতা লাভ, জাবের যুদ্ধের জন্য।
১৩. Dome of the Rock কাকে বলে? উত্তর : পাথরের গম্বুজকে।
১৪. পাথরের গম্বুজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর : আব্দুল মালিক।
১৫. আরবি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেন কে?
উত্তর : আব্দুল মালিক।
১৬. আরাব লিপির উৎকর্ষ সাধন করেন কে?
উত্তর : আব্দুল মালিক।
১৭. রাজেন্দ্র কাকে বলে? উত্তর : আব্দুল মালিককে।
১৮. কাহিনা কে ছিলেন? উত্তর : অলৌকিক ক্ষমতাসম্পন্ন একজন বার্বার নেত্রী।
১৯. উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলে?
উত্তর : আব্দুল মালিককে।
২০. ৬৯২ সন বিখ্যাত কেন? উত্তর : মক্কা অবরোধ ও আরাফাতের যুদ্ধ, আব্দুল্লাহ বিন জুবায়েরের মৃত্যু।
২১. কত খ্রি. উমাইয়া বংশের পতন ঘটে? উত্তর : ৭৫০ খ্রি.।
২২. আব্দুল মালিক ওয়ালিদকে কত সনে মনোনয়ন দেন?
উত্তর : ৭০৩ খ্রি.
২৩. ৭০৫ সন কেন বিখ্যাত?
উত্তর : আব্দুল মালিকের মৃত্যু ও ওয়ালিদের সিংহাসনারোহণ।
২৪. মুহাম্মদ বিন কাশেম কত সনে সিন্ধু বিজয় করেন?
উত্তর : ৭১২ সনে।
২৫. কার সময় সিন্ধু ও স্পেন বিজয় হয়?
উত্তর : খলিফা আল ওয়ালিদের সময়।
২৬. কে মধ্য এশিয়া বিজয় করেন?
উত্তর : সেনাপতি কোতায়বা
২৭. কার সময়ে মধ্য এশিয়া বিজয় হয়?
উত্তর : খলিফা আল ওয়ালিদের সময়ে।
২৮. হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন?
উত্তর : খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা।
২৯. সিন্ধু বিজয় করেন কোন সেনাপতি?
উত্তর : মুহাম্মদ বিন কাশেম।
৩০. স্পেন বিজয় করেন কোন সেনাপতি?
উত্তর : তারিক বিন জিয়াদ।
৩১. খলিফা আল ওয়ালিদ কত সনে মারা যান? উত্তর : ৭১৫ সনে।
৩২. মাসলামা কত সনে কনস্টানটিনোপল অভিযান করেন?
উত্তর : ৭১৬-১৭ খ্রি.
৩৩. ৭১৭ সন কেন বিখ্যাত?
উত্তর : সুলাইমানের মৃত্যু ও ২য় ওমরের ক্ষমতা লাভ?
৩৪. কাকে উমাইয়া সাধক, পঞ্চম ধর্মপ্রাণ খলিফা বা ২য় ওমর বলে? উত্তর : ওমর বিন আব্দুল আজিজকে।
৩৫. কত সনে ২য় ওমর মারা যান? উত্তর : ৭২০ সনে।
৩৬. টুরসের যুদ্ধ কত সনে সংঘটিত হয়? উত্তর : ৭৩২ সনে।
৩৭. ভূমধ্য সাগরীয় দ্বীপগুলো কে জয় করেন?
উত্তর : খলিফা মুয়াবিয়া (রা.)।
৩৮. মাওয়ালী কারা?
উত্তর : নবদীক্ষিত অনারবীয় মুসলমানদের মাওয়ালী বলে।
৩৯. উমাইয়া বংশের শেষ খলিফা কে ছিলেন?
উত্তর : দ্বিতীয় মারওয়ান।
৪০. কত খ্রি. উমাইয়া বংশের পতন ঘটে? উত্তর : ৭৫০ খ্রি.।
