Logo
Logo
×

টিউটোরিয়াল

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

বিজ্ঞান * গার্হস্থ্য বিজ্ঞান

বিজ্ঞান

Icon

মো. কামরুজ্জামান

প্রকাশ: ১০ মার্চ ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা

প্রাণিজগতের শ্রেণিবিন্যাস

[পূর্বে প্রকাশিত অংশের পর]

উদ্দীপকের আলোকে ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও

রহিমদের বাড়ির পাশের খালে তার চাচা জাল দিয়ে মাছ ধরছিলেন। একবার জাল টানার পর জালে বেশ কয়েকটি পাবদা মাছ, শিং মাছ, কই মাছ ওঠে। মাছগুলোর সঙ্গে সঙ্গে একটি সাপ এবং ব্যাঙও ওঠে।

৩১। রহিমের চাচার জালে ধরা পড়া প্রাণীগুলো কোন উপপর্বের?

ক) ইউরোকর্ডাটা খ) সেফালোকর্ডাটা

√গ) ভার্টিব্রাটা ঘ) টিউনিকাটা

৩২। রহিমের চাচার জালে ধরা পড়া প্রাণীগুলো কোন শ্রেণির?

i. সরীসৃপ ii. কনড্রিকথিস iii. অস্টিকথিস

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

৩৩। শ্রেণিবিন্যাস করার ক্ষেত্রে যেসব প্রাণীর উপপর্ব জানতে হয় সেগুলো হল-

i. ব্যাঙ, সাপ ii. মানুষ, মাছ iii. বানর, কেঁচো

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii √ঘ) i, ii ও iii

৩৪। কোনটি সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য?

ক) প্রাথমিক অবস্থায় নটোকর্ড থাকে √খ) সারা জীবন নটোকর্ড থাকে

গ) প্রাথমিক অবস্থায় মেরুদণ্ড থাকে ঘ) সারা জীবন মেরুদণ্ড থাকে

৩৫। দ্বিস্তর প্রাণী কোনটি?

ক) ফিতাকৃমি খ) স্কাইফা √গ) ওবিলিয়া ঘ) গোলকৃমি

৩৬। কোনটি অন্তঃপরজীবী?

ক) উকুন √খ) গোলকৃমি

গ) ব্রাঙ্কিওস্টোমা ঘ) আটুলি

৩৭। সরলতম বহুকোষী প্রাণী কোনটি?

ক) হাইন্ড্রা খ) যকৃত কৃমি গ) গোলকৃমি √ঘ) স্পনজিলা

৩৮। সমুদ্রশসা কোন পর্বের প্রাণী?

ক) নিডারিয়া খ) মোলাস্কা √গ) একাইনোডার্মাটা ঘ) কডাটা

৩৯। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে আদি প্রকৃতির শ্রেণি কোনটি?

ক) কন্ড্রিকথিস √খ) সাইক্লোস্টামাটা

গ) অস্টিকথিস ঘ) রেপটালিয়া

৪০। পুঞ্জাক্ষী হিমোসিল কোন পর্বে পাওয়া যায়?

ক) অ্যানেলিডা খ) মোলাস্কা

√গ) আর্থ্রাপোডা ঘ) পরিফেরা

৪১। সব ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয়-

√ক) অঙ্গ খ) তন্ত্র গ) কোষ ঘ) দেহ

৪২। ওবেলিয়ার বৈশিষ্ট্য?

i. সিলেন্টেরন ii. নিডোব্লাস্ট কোষ iii. শিখা কোষ

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

গার্হস্থ্য বিজ্ঞান

ওয়াজিফা খাতুন

সহকারী প্রধান শিক্ষিকা

বি.এ.এফ. শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা

গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবহার

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৩২. রান্নার সময় গরম ভাপ লাগলে আক্রান্ত স্থানে লাগাতে হবে-

ক. বরফ, লবণ পানি, টুথপেস্ট

খ. বরফ, টুথপাউডার, ভিনিগার

গ. বরফ, ভিনিগার, স্যাভলন

ঘ. স্যাভলন, পেঁয়াজের রস, ডেটল

সঠিক উত্তর : বরফ, লবণ পানি, টুথপেস্ট

৩৩. বিষধর সাপে কাটলে কয়টি দাঁতের চিহ্ন থাকে?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

সঠিক উত্তর : ক. ২

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : ১. সিঁড়িতে ছাদের চারপাশে কী থাকতে হবে?

উত্তর : রেলিং

প্রশ্ন : ২. রান্নাঘরের ময়লা-আবর্জনা কোথায় ফেলতে হবে?

উত্তর : ডাস্টবিনে বা নির্দিষ্ট স্থানে।

প্রশ্ন : ৩. রান্না শেষে চুলা কী করতে হবে?

উত্তর : নিভিয়ে ফেলতে হবে।

প্রশ্ন : ৪. ওষুধ, কীটনাশক, সার কাদের নাগালের বাইরে রাখতে হবে? উত্তর : ছোট শিশুদের।

প্রশ্ন : ৫. প্রাথমিক চিকিৎসা কাকে বলে?

উত্তর : হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়ার আগে, যে জ্ঞান ও দক্ষতা দ্বারা আহত ব্যক্তির জীবন রক্ষা বা তাকে সাময়িক আরাম দেয়ার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়, তাই প্রাথমিক চিকিৎসা।

প্রশ্ন : ৬. ফাস্ট এইড বক্স কাকে বলে?

উত্তর : প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি যে বাক্সে রাখা হয় তাজে ফাস্ট এইড বক্স বলে।

প্রশ্ন : ৭. ছোট দুর্ঘটনা কাকে বলে?

উত্তর : যে দুর্ঘটনাগুলো ঘটলে মারাত্মক আকার ধারণ করে না প্রাথমিক চিকিৎসা দিয়ে সহজেই সারিয়ে তোলা যায় সেগুলো ছোট দুর্ঘটনা।

প্রশ্ন : ৮. বড় দুর্ঘটনায় মানুষ মারাত্মকভাবে আহত হয়, মৃত্যুঝুঁকি থাকে সেগুলোকে বড় ধরনের দুর্ঘটনা বলে।

প্রশ্ন : ৯. গৃহ পরিবেশ কেমন থাকা প্রয়োজন?

উত্তর : পরিপাটি।

প্রশ্ন : ১০. তড়িতাহত হওয়ার সঙ্গে সঙ্গে কী করতে হবে? উত্তর : মেইন সুইচ বন্ধ করে দিতে হবে।

প্রশ্ন : ১১. পরিধেয় বস্ত্রে আগুন লাগলে কী করতে হবে? উত্তর : খুলে ফেলতে হবে।

প্রশ্ন : ১২. আগুনের পোড়া ক্ষত স্থানে কী দিলে ফোসকা পড়বে না?

উত্তর : ঠাণ্ডা পানি বা বরফ।

১৩. পোড়া জায়গায় কমপক্ষে কত মিনিট পানি ঢালতে হবে? উত্তর : ১০-১৫ মিনিট।

প্রশ্ন : ১৪. অজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে কী করতে হবে?

উত্তর : চিৎ করে শুইয়ে দিতে হবে।

১৫. গৃহ পরিবেশ নিরাপদ না হলে কী হতে পারে?

উত্তর : নানা ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।

প্রশ্ন : ১৬. ঘরের মধ্যে চলাফেরায় কোন অসুবিধা না হওয়ার

জন্য কী যথাস্থানে রাখতে হবে?

উত্তর : আসবাবপত্র।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম