Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

জীববিজ্ঞান * বাংলা দ্বিতীয়পত্র সাজেশন * বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জীববিজ্ঞান

Icon

মো. বদরুল ইসলাম

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল, তেজগাঁও, ঢাকা

জীবকোষ ও টিস্যু

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

০১। প্রতিটি জীবদেহ কী দিয়ে গঠিত?- কোষ

০২। কোষ কে আবিষ্কার করেন?- রবার্ট হুক

০৩। জীবদেহের ভৌত ভিত্তি কী? - প্রোটোপ্লাজম

০৪। রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন?

-১৬৬৫ সালে

০৫। রোয়ী ও সিকেভিজ কত সালে কোষকে সংজ্ঞায়িত করেছেন?

- ১৯৬৯ সালে

৬। দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা জননকোষের কত গুণ? - দ্বিগুণ

০৭। প্লাস্টিড কয় প্রকার? - ৩ প্রকার

০৮। প্লাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়?

- গ্রানা

০৯। কোষঝিল্লি কী দ্বারা গঠিত?

- লিপিড ও প্রোটিন

১০। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দ্বারা গঠিত?

- লিপিড ও প্রোটিন

১১। মাইটোকন্ড্রিয়া কে নামকরণ করেন?

- বেনডা

১২। কত সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কৃত হয়?

- ১৮৯৮ সালে

১৩। সাইটোপ্লাজমের বাইরের দিকের শক্ত আবরণকে কী বলে? - এক্টোপ্লাজম

১৪। মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরের ভাঁজকে কী বলে?

- ক্রিস্টি

১৫। শ্বসনের প্রধান ধাপ কয়টি? - ২টি

১৬। শ্বসনের ক্রেব্স চক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়? - মাইটোকন্ড্রিয়া

১৭। ক্যারোটিনয়েড নামক রঞ্জক থাকে কোন প্লাস্টিডে?

- ক্লোরোপ্লাস্ট

১৮। কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে?

- মাইটোকন্ড্রিয়াকে

১৯। আমিষ সংশ্লেষণে সাহায্য করে কোষের কোন অঙ্গাণু? - রাইবোজোম

২০। নিউক্লিয়াসের ভেতরে জেলির মতো যে বস্তু বা রস থাকে তাকে কী বলে? -নিউক্লিওপ্লাজম

২১। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন কোথায় হয়? - রাইবোজোমে

২২। দেহের আকার, গঠন ও অস্থি বৃদ্ধি করে কোন কোষ? - অস্থিকোষ

২৩। মানবদেহে কয় ধরনের রক্তকোষ রয়েছে?

- ৩ ধরনের

২৪। আমাদের লেখা, হাঁটাচলা ও নড়াচড়ায় সাহায্য করে কোন কোষ? - পেশীকোষ

২৫। জাইলেম টিস্যুতে অবস্থিত প্যারেনকাইমা কোষকে কী বলে? - উড-প্যারেনকাইমা

২৬। সরল টিস্যু কত প্রকার?

- ৩ প্রকার

২৭। পার্শ্বীয় জোড়াকূপ এর সাহায্যে পানি চলাচল করে কোন কোষে? - ট্রাকিড

২৮। কোন কোষ লম্বাটে, সরু ও সূচালো প্রান্তবিশিষ্ট?

- ট্রাকিড

২৯। প্রাথমিক জাইলেম কত ধরনের? - ২ ধরনের

৩০। স্ক্লেরেনকাইমা কোষগুলো কয় ধরনের?

- ২ ধরনের

৩১। প্রাথমিক জাইলেম কোথা হতে উৎপন্ন হয়?

- প্রোক্যাম্বিয়াম

৩২। ট্রাকিড কোষের প্রাচীরে কী জমা হয়?

- লিগনিন

৩৩। কোন উদ্ভিদে প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে?

- নেটাম

৩৪। সিভনলের ছিদ্রযুক্ত প্রস্থচ্ছেদকে কী বলা হয়? - সিভপ্লেট

৩৫। স্ক্লেরেনকাইমা কোষযুক্ত ফ্লোয়েম টিস্যুকে কী বলে? - বাস্ট ফাইবার

৩৬। মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে কোন টিস্যু থাকে?

- স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু

৩৭। কোন টিস্যু মস্তিষ্ক, ফুসফুস ও হৃৎপিণ্ডকে রক্ষা করে? - স্কেলিটার টিস্যু

৩৮। বৃক্কের বোম্যানস ক্যাপসুলের প্রাচীর কোন ধরনের টিস্যু? - স্কোয়ামাস আবরণী টিস্যু

৩৯। সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কোথায় দেখা যায়? - শ্বসনতন্ত্রে

৪০। বৃক্কের সংগ্রাহক নালিকার টিস্যু কোন ধরনের?

- কিউবয়ডাল আবরণী টিস্যু

৪১। ফাইবার এর গায়ে যে ছিদ্র থাকে তাকে কী বলে? - কূপ

৪২। পাটের আঁশকে কোন ধরনের ফাইবার বলে? - বাস্ট ফাইবার

৪৩। প্রাণীদেহে ভিত্তিপর্দার ওপর সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে এপিথেলিয়াল টিস্যু কত প্রকার?

- ৩ প্রকার

৪৪। রক্তের তরল অংশে কত ভাগ পানি থাকে?

- ৯১-৯২%

৪৫। মায়োফাইব্রিল কোন কোষে থাকে?

- পেশিকোষে

৪৬। রক্তের ঈষৎ হলুদাভ রঙের তরল অংশে কত ভাগ জৈব ও অজৈব পদার্থ থাকে?

- ৮-৯%

৪৭। একটি আদর্শ নিউরনের কয়টি অংশ?

- ৩টি

৪৮। নিউরন থেকে নিউরনে উদ্দীপনা বাহিত হতে কী অপরিহার্য? - সিন্যাপস

বাংলা দ্বিতীয়পত্র চূড়ান্ত সাজেশন

উজ্জ্বল কুমার সাহা

প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা

অনুচ্ছেদ লিখন

দুইটি অনুচ্ছেদ দেয়া থাকবে। যে কোনো একটির উত্তর করতে হবে। মান-১০

১। সত্যবাদিতা ২। নবান্ন উৎসব ৩। শিশুশ্রম ৪। নারী শিক্ষা ৫। বিজয় দিবস ৬। শহীদ দিবস (২১ শে ফেব্রুয়ারি) ৭। বই পড়া ৮। শীতের সকাল ৯। যৌতুক প্রথা ১০। বাংলা নববর্ষ।

পত্রলিখন

পত্রলিখন অংশ থেকে দুইটি প্রশ্ন দেয়া থাকবে। যে কোনো একটির উত্তর করতে হবে। মান-১০

ব্যক্তিগত পত্র

১। পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য ছোট ভাইকে অভিনন্দন জানিয়ে পত্র।

২। বৃক্ষরোপণ সপ্তাহ পালন করার প্রয়োজনীয়তা উল্লেখ করে বন্ধুকে পত্র।

৩। ঐতিহাসিক স্থান ভ্রমণের বর্ণনা/একুশে বইমেলার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র।

৪। বিদ্যালয়ের শেষ দিনের অনুভূতি ব্যক্ত করে বন্ধুকে পত্র।

৫। নকলের কুফল সম্পর্কে/কম্পিউটার শিক্ষার গুরুত্ব/মাদকাসক্তির কুফল সম্পর্কে জানিয়ে ছোট ভাইকে পত্র।

আবেদনপত্র

১। নৈশ বিদ্যালয় স্থাপনের জন্য জেলা প্রশাসকের নিকট আবেদনপত্র।

২। ক্যান্টিন স্থাপনের জন্য আবেদনপত্র।

৩। দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদনপত্র।

৪। পাঠাগার স্থাপনের জন্য জেলা প্রশাসকের নিকট আবেদনপত্র।

সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র

১। লোডশেডিংয়ের প্রতিকার চেয়ে।

২। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ চেয়ে।

৩। যানজট নিরসনের জন্য।

৪। সড়ক দুর্ঘটনা রোধের জন্য।

৫। বন্যার্তদের জন্য সাহায্য চেয়ে।

সারাংশ ও সারমর্ম লিখন মান-১০

সারাংশ ও সারমর্ম অংশ থেকে দুটি প্রশ্ন দেয়া থাকবে। যে কোনো একটির উত্তর করতে হবে।

সারাংশ

১। বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ ... গমন বিধেয় নহে।

২। মাতৃস্নেহের তুলনা নেই... করিতে ব্যাপ্ত হয়।

৩। প্রকৃত জ্ঞানের স্পৃহা ... উন্মোচিত হবে না।

৪। মানুষের সুন্দর মুখ ... পরাজিত করা সম্ভব নয়।

৫। তুমি জীবনকে সুন্দর .... সুন্দর হইয়া উঠিবে।

৬। অভ্যাস ভয়ানক জিনিস ... সব পণ্ড হবে।

৭। কোন পাথেয় নিয়ে ... মানুষের শিক্ষা।

৮। চরিত্র ছাড়া মানুষের ... চরিত্রবান মানে এই।

৯। শ্রমকে শ্রদ্ধার সঙ্গে ... সংস্কারের কর্মক্ষেত্রে।

১০। কোনো সভ্য জাতিকে ... আবশ্যকতা নেই।

১১। আজকের দুনিয়াটা .... খুঁজলেই হয়।

১২। অতীতকে ভুলে যাও... জীবন নিয়ে বাঁচতে।

সারমর্ম

১। সার্থক জনম মোর ..... মুদব নয়ন শেষে।

২। পুণ্যে পাপে দুঃখে ... সংগ্রাম করিতে দাও।

৩। এসেছে নতুন শিশু ... দৃঢ় অঙ্গীকার।

৪। নদী কভু পান করে ... পরিহিত তরে।

৫। দৈন্য যদি আসে ... ঊর্ধ্বে দুহাত বাড়াস।

৬। শৈশবে সদুপদেশ ... না আসিলে ফিরে?

৭। দণ্ডিতের সাথে ... তুমি তার কাছে।

৮। কোথায় স্বর্গ ... কুঁড়ে ঘরে

৯। আজকের দুনিয়াটা ... গৌরববোধ করে।

১০। তরুতলে বসে পান্থ ... মহত্ত্বে অতুল।

ভাবসম্প্রসারণ

ভাবসম্প্রসারণ অংশ থেকে দু’টি উদ্ধৃতি দেয়া থাকবে। যে কোনো একটির উত্তর করতে হবে। মান ১০

১। নানান দেশের নানান ভাষা..... মিটে কি আশা?

২। ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ।

৩। গ্রন্থগত বিদ্যা ... হলে প্রয়োজন।

৪। শৈবাল দিঘিরে বলে ... দিলেম শিশর।

৫। মিথ্যা শুনিনি ভাই ... কাবা নাই।

৬। বিশ্রাম কাজের .... নয়নের পাতা।

৭। পরের অনিষ্ট ..... বীজ বোপন করে সে।

৮। স্বদেশের উপকারে নেই .... পশু সেই জন।

৯। চরিত্র মানব জীবনের মুকুট স্বরূপ।

১০। পাপকে ঘৃণা কর পাপীকে নয়।

১১। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

১২। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।

১৩। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

১৪। দুর্নীতি উন্নয়নের অন্তরায়।

১৫। কীর্তিমানের মৃত্যু নেই।

১৬। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হয় না।

প্রতিবেদন লিখন: মান ১০

দুইটি প্রতিবেদন দেয়া থাকবে। যে কোনো একটির উত্তরকরতে হবে।

১। বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের / বিজ্ঞানমেলার / ক্রীড়া প্রতিযোগিতার / বিতর্ক উৎসবের বর্ণনা দিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন উপস্থাপন কর।

২। তোমার বিদ্যালয়ের গ্রন্থাগারের উপর জরিপ করে প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন উপস্থাপন কর।

৩। মহান বিজয় দিবস উদযাপন সম্পর্কে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন উপস্থাপন কর।

৪। বৃক্ষরোপনের / শিশুশ্রমের উপর পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন উপস্থাপন কর।

প্রবন্ধ রচনা মান ২০

তিনটি বিষয় দেয়া থাকবে। যে কোনো একটি প্রবন্ধ রচনা করতে হবে।

১। স্বদেশপ্রেম

২। শ্রমের মর্যাদা

৩। পরিবেশদূষণ ও তার প্রতিকার

৪। কৃষিকাজে বিজ্ঞান

৫। বৃক্ষরোপন অভিযান

৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

৭। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য

৮। ইন্টারনেট/কম্পিউটার/মানব কল্যাণে বিজ্ঞান

৯। জাতিগঠনে নারী

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জান্নাতুল ফেরদৌস

সিনিয়র শিক্ষক, ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ

ঢাকা

পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান

(১৯৪৭-১৯৭০)

[পূর্বে প্রকাশিত অংশের পর]

নিচের উদ্দীপকটি পড় এবং ৭০-৭১ প্রশ্নের উত্তর দাও :

জনাব ‘ক’ সরকারের অধীন সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র, কিন্তু সরকারের পছন্দ না হওয়ার কয়েক মাসের মধ্যেই সামান্য অজুহাত দেখিয়ে সরকার তাকে বরখাস্ত করে।

৭০। জনাব ‘ক’ এর সঙ্গে পাকিস্তানের ইতিহাসে কোনটির সাদৃশ্য আছে?

ক) বায়ান্নর ভাষা আন্দোলনের

খ) ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের

√গ) ১৯৬৬-এর ছয় দফা

ঘ) ১৯৬৯-এর গণঅভ্যুত্থান

৭১। উক্ত ঘটনার ফলে হয়েছিল-

i) শেরে বাংলা ফজলুল হক গৃহবন্দি

ii) তিন হাজার নেতাকর্মী গ্রেফতার

iii) পূর্ব বাংলায় সুশাসন শুরু

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) ii ও iii

গ) i ও iii ঘ ) i, ii ও iii

৭২। প্রাদেশিক পরিষদের কোন ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের অপ্রীতিকর ঘটনায় আহত হয়ে মারা যান?

√ক) শাহেদ আলী খ) ফজলুল কাদের চৌধুরী

গ) তমিজুদ্দীন খান ঘ) আবদুল জব্বার খান

৭৩। পাকিস্তানের কোন প্রেসিডেন্ট সামরিক শাসন জারি করেছিল?

√ক) ইস্কান্দার মীর্জা খ) গোলাম মোহাম্মদ

গ) আইয়ুব খান ঘ) ফজল ইলাহী চৌধুরী

৭৪। ১৯৫৮ সালের কত তারিখে আইয়ুব খান ক্ষমতা দখল করেছিলেন?

ক) ২৫ অক্টোবর খ) ২৬ অক্টোবর

√গ) ২৭ অক্টোবর ঘ) ২৮ অক্টোবর

৭৫। আইয়ুব খান কাকে উৎখাত করে ক্ষমতা দখল করেছিলেন?

ক) লিয়াকত আলী খান √খ) ইস্কান্দার মীর্জা

গ) মোহাম্মদ আলী বগুড়া ঘ) ফিরোজ খান নুন

৭৬। আইয়ুব খান ক্ষমতা দখল করে কাকে দেশত্যাগে বাধ্য করেছিলেন?

ক) লিয়াকত আলী খান √খ) ইস্কান্দার মীর্জা

গ) মোহাম্মদ আলী বগুড়া ঘ) ফিরোজ খান নুন

৭৭। আইয়ুব খান রাষ্ট্রক্ষমতা দখল করে পূর্বে ঘোষিত কোন সাধারণ নির্বাচন স্থগিত করেছিলেন?

ক) ১৯৬৮ সালের √খ) ১৯৫৯ সালের

গ) ১৯৬০ সালের ঘ) ১৯৬১ সালের

৭৮। আইয়ুব খান নিচের কোন ব্যবস্থাটি চালু করেন?

ক) বাকশাল √খ) মৌলিক গণতন্ত্র

গ) নিয়মতান্ত্রিক গণতন্ত্র ঘ) মৃদু রাজতন্ত্র

৭৯। আইয়ুব খানের সময়ে প্রাদেশিক ও জাতীয় পরিষদ নির্বাচনে ভোটার বা নির্বাচকমণ্ডলী ছিল কতজন?

ক) ৭০ হাজার খ) ৭৫ হাজার √গ) ৮০ হাজার ঘ) ৮৫ হাজার

৮০। আইয়ুব খান প্রাদেশিক ও জাতীয় পরিষদ এবং প্রেসিডেন্ট নির্বাচনে কোন সদস্যদের দ্বারা নির্বাচকমণ্ডলী গঠন করেছিলেন?

ক) পুরুষ ভোটারদের

√খ) ইউনিয়ন কাউন্সিলের সদস্যদের

গ) এসএসসি পাস ভোটারদের

ঘ) পশ্চিম পাকিস্তানি ভোটারদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম