এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা
প্রথমপত্র
ড. সনজিত পাল
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শিক্ষক, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ
ঢাকা
বায়ান্নর দিনগুলো
-শেখ মুজিবুর রহমান
মডেল সৃজনশীল প্রশ্ন-১:
দিনমজুর রফিক তিন বছর ধরে জেলে বন্দি। সে জানে না কী তার অপরাধ। দুই ছেলে-মেয়ে নিয়ে স্ত্রী রাশেদা ভিক্ষা করে জীবন কাটায়। স্বামী থাকতেও রাশেদার দেখার কেউ নেই। এমন অবস্থায় রফিকের দিন কাটে চোখের জলে। একটি বেসরকারি টিভি চ্যানেলে রফিকের ঘটনা প্রচার হলে কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে রফিকের সঙ্গে কোনো অপরাধের সংশ্লিষ্টতা না পেয়ে তাকে মুক্তি দেয়। স্ত্রী ও সন্তানদের কাছে ফিরে আসে রফিক।
ক) শেখ মুজিবুর রহমানকে কোন জেলে পাঠানোর হুকুম হয়েছে?
খ) শেখ মুজিবুর রহমান নাশতা করতে চাইলেন কেন?
গ) উদ্দীপকের রফিক কোন দিক থেকে ‘বায়ান্নর দিনগুলো’ রচনার শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? বর্ণনা কর।
ঘ) উদ্দীপকের উদ্দিষ্ট দিক আলোচ্য রচনার একমাত্র দিক নয়- মন্তব্যের সঙ্গে তুমি কি একমত? যুক্তি দাও।
মডেল সৃজনশীল প্রশ্ন্ন-২ :
বহুজাত কোম্পানিতে উচ্চপদে চাকরি করে সাজ্জাদ। তাকে কোম্পানির নীতি-নির্ধারণী সভায় গঠনমূলক ভূমিকা রাখতে হয়। কোম্পানির পণ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত শ্রমিকদের দাবির দিকটিও তাকে মাথায় রাখতে হয়। সম্প্রতি কোনো এক সভায় তিনি শ্রমিকদের কয়েকটি মৌলিক দাবির পরিপ্রেক্ষিতে কোম্পানিকে সেগুলো মেনে নিতে আহ্বান করেন। কোম্পানির প্রধান এ বিষয়ে সাজ্জাদের সঙ্গে একমত হননি। ছুটিতে বাড়িতে এলে সাজ্জাদ জানতে পারেন ওই দাবিগুলো কোম্পানি মেনে না নেয়ায় শ্রমিকরা কাজ বন্ধ রেখেছে এবং কারখানায় উৎপাদিত পণ্য বাইরে পাঠানোও বন্ধ রেখেছে। সাজ্জাদ ভাবে কোম্পানি শ্রমিকদের ন্যায্য দাবি না মেনে ভুল করেছে।
ক) ফরিদপুরে শোভাযাত্রা চলে কত তারিখে?
খ) ‘ভরসা হল, আর দমাতে পারবে না’- ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকে বর্ণিত সাজ্জাদের ভাবনা ‘বায়ান্নর দিনগুলো’ রচনার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? বর্ণনা কর।
ঘ) উদ্দীপকে আলোচ্য রচনার মূল বিষয় প্রতিফলিত হয়েছে কি? যুক্তি দাও।
কবিতা
তাহারেই পড়ে মনে
-সুফিয়া কামাল
‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি সুফিয়া কামালের ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে তার জীবনে যে শূন্যতার সৃষ্টি হয়, তা কবিমনকে আচ্ছন্ন করে রাখে রিক্ততার হাহাকারে। প্রকৃতিতে নব বসন্তের আগমনও কবি হৃদয়ের সেই বিষাদময় রিক্ততার সুরকে মুছে ফেলতে পারেনি। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে থাকে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। প্রকৃতির সঙ্গে মানব মনের সম্পর্ক নিবিড় ও আনন্দপূর্ণ হওয়া সত্ত্বেও কবির শোকাচ্ছন্ন হৃদয়ে বসন্ত-প্রকৃতির প্রভাব কোনো ভাবেই সে সম্পর্ককে জাগিয়ে তুলতে পারেনি এবং কবির অন্তরকেও স্পর্শ করতে পারেনি। গঠনরীতির দিক থেকে নাটকীয় রসপূর্ণ এ কবিতার সংলাপনির্ভর কথোপোকথন একে বিশেষ তাৎপর্যময় করে তুলেছে।
‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি পড়ার সময় যে দিকগুলো ভালো করে খেয়াল করতে হবে :
‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি সংলাপনির্ভর রচনা। এখানে কবি ও কবি-ভক্তের মধ্যে সংলাপ হয়েছে। কবি ও কবি-ভক্তের পাল্টা-পাল্টি যুক্তি ও ভাবের প্রকাশ কবিতাকে আকর্ষণীয় করে তুলেছে। এ কবিতাটি পড়ার সময় আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে কবি-ভক্ত কী বলেছে এবং কেন বলেছে? তার কথার পাল্টা উত্তরে কবি কী বলেছে? যুক্তি দেখানোর পেছনে কবি যা বলেছেন তার সঙ্গে প্রকৃতির সৌন্দর্যের ও প্রাকৃতিক উপাদানের মিল রয়েছে কি না? কবি-ভক্ত কবিকে অনুরোধ করেছে কেন? তার অনুরোধ রাখা কবির পক্ষে সম্ভব হয়নি কেন? কবির মনের এরূপ অবস্থার কারণ কী? বসন্ত ঋতুর বৈশিষ্ট্য বা বসন্ত ঋতুর আগমনী প্রভাব কেমন? ‘তাহারেই পড়ে মনে’ কবিতার গঠনরীতি, এর মাধুর্যময় ছন্দ ও ভাষা, কবিতায় কবির আবেগ ও কবি-ভক্তের আকাক্সক্ষা গভীরভাবে উপলব্ধি করতে হবে।
