Logo
Logo
×

টিউটোরিয়াল

বরেণ্য: এস এম সুলতান

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

এস এম সুলতান নামে পরিচিতি পেলেও তার পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। বাংলাদেশের এই প্রখ্যাত চিত্রশিল্পী ১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইলের মাসিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। সুলতান ছিলেন পরিবারের একমাত্র সন্তান। বিদ্যালয়ে পড়ানোর মতো সামর্থ্য তার পরিবারের না থাকলেও ১৯২৮ সালে নড়াইলের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে তাকে ভর্তি করানো হয়। মাত্র পাঁচ বছর অধ্যয়নের পর তিনি সেই বিদ্যালয় ছেড়ে বাড়ি ফিরে বাবার সহোযোগী হিসেবে রাজমিস্ত্রির কাজ শুরু করেন। এ সময় কাজের ফাঁকে আঁকাআঁকি শুরু করেন। পেন্সিল স্কেচের মাধ্যমে শিল্পী হিসেবে সুলতানের প্রথম আত্মপ্রকাশ ঘটে। পরে কলকাতা আর্ট স্কুলে ভর্তি হলে সেখানেও পড়া হয়নি তার। পরবর্তীকালে ছবি এঁকে বিখ্যাত হওয়া এই শিল্পী একুশে পদকসহ বেশকিছু পুরস্কারে ভূষিত হন। তিনি ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরে মৃত্যুবরণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম