Logo
Logo
×

টিউটোরিয়াল

মডেল প্রশ্নোত্তর

বাংলা

Icon

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শূন্যস্থান পূরণ কর :

১। ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে...........................................বলে। উত্তর : বর্ণমালা।

২। ‘একই গুরুর শিষ্য’ এর বাক্য সংকোচন ...................................। উত্তর : সতীর্থ।

৩। ‘ঐহিক’ এর বিপরীত শব্দ.................................................। উত্তর : পারত্রিক।

৪। কোন কিছু বলাকে...........................................বলে।

উত্তর : উক্তি ।

৫। জগৎ জুড়িয়া এক..................................... আছে।

উত্তর : জাতি।

৬। বাক্যের অপরিহার্য অঙ্গ ............................ পদ।

উত্তর : ক্রিয়া।

৭। সবুজ আগুনের কথা আছে ................................. কবিতায়।

উত্তর : ফাগুন মাস।

৮। ‘খানসামা’ এর স্ত্রী বাচক শব্দ ..............................।

উত্তর : আয়া।

৯। আমরা শব্দটি ..................................... পুরুষ।

উত্তর : উত্তম।

১০। বহুত, খুব এগুলো .......................... অব্যয় শব্দ।

উত্তর : বিদেশি অব্যয়।

সত্য ও মিথ্যা নির্ণয় কর :

১১। ‘এখানে এসো’- এটা বিবৃতিমূলক বাক্য। উত্তর : মিথ্যা।

১২। ‘ঈর্ষা’ সৈয়দ শামসুল হকের রচিত উপন্যাস। উত্তর : মিথ্যা।

১৩। সাবুর মায়ের নাম জমিলা বিবি। উত্তর : মিথ্যা

১৪। যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে স্বরবর্ণ বলে।

উত্তর : মিথ্যা

১৫। ল-কে পার্শ্বিক বর্ণ বলা হয়। উত্তর : সত্য।

সংক্ষেপে উত্তর দাও : ১৬। ‘দেশের জন্য প্রাণ দাও’- বাক্যে ‘দেশের’ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় কর। উত্তর : সম্প্রদানে ষষ্ঠী।

১৭। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্ন বসে? উত্তর : সেমিকোলন।

১৮। Give up your bad habbit এর বঙ্গানুবাদ কর।

উত্তর : তোমার বদ অভ্যাস ত্যাগ কর।

১৯। পল্লিকবি কে? উত্তর : জসীমউদ্দীন।

২০। ‘দম্পতি’ কোন সমাসের উদাহারণ? উত্তর : দ্বন্দ্ব সমাস।

২১। স্পর্শবর্ণ কতটি? উত্তর : ২৫টি।

২২। ‘কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল’ - বাক্যটি কোন অতীত কালের উদাহারণ? উত্তর : ঘটমান অতীত।

২৩। আবরণ ও আভরণ শব্দ দুটির অর্থের পার্থক্য দেখাও।

উত্তর : আচ্ছাদন ও অলংকার।

২৪। ‘কেতা দুরস্ত’ বাগধারাটির অর্থ কী? উত্তর : পরিপাটি।

২৫। নাবিক এর সন্ধি বিচ্ছেদ কর। উত্তর : নৌ + ইক।

সঠিক উত্তরের পাশে টিক(√) চিহ্ন দাও :

২৬। চোখ-এর সমার্থক শব্দ কোনটি নয়?

ক) আঁখি খ) নেত্র গ) লোচন ঘ) লেচন

২৭। বিদেশি বানানে সব সময় কী হবে?

ক) ণ খ) ষ গ) ই বা ই কার ঘ) ঈ বা ঈ কার

২৮। কোনটি গুণবাচক বিশেষ্য?

ক) কিশোর খ) রোপা গ) তারুণ্য ঘ) পাথুরে

২৯। ‘নজরুল নির্দেশিকা’ কার রচিত গ্রন্থ?

ক) কামিনী রায় খ) রফিকুল ইসলাম

গ) কাজী নজরুল ইসলাম ঘ) সফিকুল ইসলাম

৩০। ‘সচরাচর’ শব্দের অর্থ কী?

ক) সাধারণত খ) সব সময় গ) সর্বদা ঘ) শামিয়ানা

৩১। ‘আমার সোনার বাংলা’ জাতীয় সঙ্গীতের প্রথম পাঁচ লাইন মুখস্থ লেখ

৩২। ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশে পরিবারের চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা বেশি। এর পক্ষে অথবা বিপক্ষে যুক্তি দিয়ে অনুচ্ছেদ

রচনা কর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম