৪১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি সাধারণ জ্ঞান
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কী?
ক) কানাডা খ) চীন গ) ভারত ঘ) রাশিয়া
২। ‘ইন্ডিয়া হাউস’ কোথায় অবস্থিত?
ক) ভারত খ) পাকিস্তান গ) যুক্তরাজ্য ঘ) বেলজিয়াম
৩। সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্র হয়েছিল?
ক) ১৪ খ) ১২ গ) ১৫ ঘ) ১৩
৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কোন বিভাগের শিক্ষক ছিলেন?
ক) ইসলাম শিক্ষা খ) ইতিহাস গ) ইসলামের ইতিহাস ঘ) রাষ্ট্রবিজ্ঞান
৫। নেপালের শেষ রাজা কে ছিলেন?
ক) বীরেন্দ্র খ) ধীরেন্দ্র গ) মহেন্দ্র ঘ) জ্ঞানেন্দ্র
৬। বাল্টিক রাষ্ট্র কয়টি?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৫
৭। মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে?
ক) ১৯৮০ খ) ১৯৮৩ গ) ১৯৮১ ঘ) ১৯৮২
৮। জাপানের আইনসভার নাম কী?
ক) নেসেট খ) ডায়েট গ) সোগডু ঘ) লয়া জিরগা
৯। ‘উইঘুর’ নামের মুসলিম জনগোষ্ঠী কোন দেশের?
ক) চীন খ) মিয়ানমার গ) মঙ্গোলিয়া ঘ) কঙ্গো
১০। ২১তম বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কী?
ক) জাবিভাকা? খ) জুকুমি গ) ফুটিক্স ঘ) ফুলেকো
১১। ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল?
ক) ১৭৮৮ খ) ১৭৮৭ গ) ১৭৯৯ ঘ) ১৭৮৯
১২। ‘A Long Walk to Freedom’ কার রচিত গ্রন্থ?
ক) মহাত্মা গান্ধী খ) জওহরলাল নেহেরু গ) নেলসন ম্যান্ডেলা ঘ) মুহম্মদ আলী জিন্নাহ
১৩। ‘ফেয়ারফ্যাক্স’ কী?
ক) সংবাদসংস্থা খ) গোয়েন্দা সংস্থা
গ) মহাকাশ সংস্থা ঘ) সাহিত্য সভা
১৪। ইরানের সঙ্গে স্বাক্ষরিত ছয় জাতি পারমাণবিক চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন কবে?
ক) ৬ মে, ২০১৮ খ) ৭ মে, ২০১৮ গ) ১০ মে, ২০১৮ ঘ) ৮ মে, ২০১৮
১৫। বাংলাদেশকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?
ক) ভারত খ) ভুটান গ) পাকিস্তান ঘ) সেনেগাল
১৬। ক্যাটালন কোন দেশের ভাষা?
ক) স্পেন খ) ফ্রান্স গ) বেলজিয়াম ঘ) ব্রাজিল
১৭। হাজার হ্রদের দেশ কোনটি?
ক) নরওয়ে খ) ইন্দোনেশিয়া গ) রাশিয়া ঘ) ফিনল্যান্ড
১৮। ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি দেশের সীমানা?
ক) ভারত-চীন খ) বাংলাদেশ-ভারত
গ) ভারত-পাকিস্তান
ঘ) পাকিস্তান-আফগানিস্তান
১৯। কোন প্রণালি ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে?
ক) বেরিং খ) সুয়েজ গ) পানামা ঘ) জিব্রাল্টার
২০। বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রুট’-এর প্রবক্তা কোন দেশ?
ক) ইরান খ) ভারত গ) যুক্তরাষ্ট্র ঘ) চীন
উত্তর : ১ঘ, ২গ, ৩গ, ৪গ, ৫ঘ, ৬গ, ৭ঘ, ৮খ, ৯ক, ১০ক, ১১ঘ, ১২গ, ১৩খ, ১৪ঘ, ১৫ক, ১৬ক, ১৭ঘ, ১৮গ, ১৯ঘ, ২০ঘ। গ্রন্থনা : তাওফিকুজ্জামান
