এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
ইসলাম ও নৈতিক শিক্ষা মডেল টেস্ট * পৌরনীতি ও নাগরিকতা
ইসলাম ও নৈতিক শিক্ষা নৈর্ব্যক্তিক মডেল টেস্ট
মো. মুজাম্মেল হক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
১. পৃথিবীতে কোন ভাষাতে কোন শব্দের প্রতিশব্দ নেই?
ক. মানুষ খ. আল্লাহ
গ. আখিরাত ঘ. খলিফা
২. ‘যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে।’ উক্তিটি কোন সূরার অন্তর্গত?
ক. সূরা শুরা খ. সূরা আল-আম্বিয়া
গ. সূরা লুকমান ঘ. সূরা আল-বাকারা
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও
জনাব অহিদ সমাজে একজন কলুষ মানুষ। আল্লাহর সামনে নিজ কাজের জবাবদিহিতার সামান্য ভয়ও তার নেই। ফলে পাপাচার ও অশ্লীলতায় সে নিমজ্জিত হয়ে পড়েছে।
৩. কলুষতা থেকে মুক্ত হতে হলে জনাব অহিদকে কোনটিতে বিশ্বাসী হতে হবে?
ক. সামাজিক বন্ধুত্বে খ. সততায়
গ. আখিরাতে ঘ. উদারতায়
৪. উক্ত বিশ্বাসের ফলে জনাব অহিদ হয়ে উঠবেন-
i. সচ্চরিত্রবান ii. সৎকাজে উৎসাহী
iii. পবিত্র ও সুন্দর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. আল-কোরআন বিজ্ঞানময় গ্রন্থ। এ জন্য তার নাম হল-
ক. আল হিকমা খ. আল ফুরকান
গ. আন্ নুর ঘ. আল বুরহান
৬. তাকদিরের ভালোমন্দ নির্ধারণকারী কে?
ক. নিজ প্রচেষ্টা খ. আল্লাহতায়ালা
গ. ফেরেশতারা ঘ. মহানবী (সা.)
৭. মাদানি সূরার বৈশিষ্ট্য হল, এতে বর্ণিত হয়েছে-
ক. তাওহিদ ও রিসালাত খ. শিরক ও কুফর
গ. হালাল ও হারাম ঘ. আখিরাত ও কিয়ামত
৮. কোন সূরার শুরুতে রাতের শপথ করা হয়েছে?
ক. সূরা আততীন খ. সূরা আল-ইনশিরাহ
গ. সূরা আশ-শামস ঘ. সূরা আদ-দুহা
৯. বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন কাদের সঙ্গে থাকবেন?
ক. শহীদ খ. হাফিজ
গ. মুমিন ঘ. আলিম
১০. হাদিস সংগ্রহের জন্য ইমাম বুখরি (র.) যান-
i. সিরিয়া ii. মিসর iii. বাগদাদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও
গণি মিয়া অত্যন্ত দানশীল। আত্মীয়-পরিজন, নিঃস্ব, দরিদ্র, এতিম সবাইকে তিনি উদার হস্তে দান করেন।
১১. প্রতিদিন সকালে গণি মিয়ার জন্য কারা দোয়া করেন?
ক. নবীগণ খ. ফেরেশতাগণ
গ. সাহাবিগণ ঘ. মুত্তকিগণ
১২. এরূপ দানের কারণে গণি মিয়া-
i. উত্তম প্রতিদান পাবেন
ii. সম্পদে বরকত পাবেন
iii. জান্নাতের সুসংবাদ পাবেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. নিয়মিত সালাত আদায় মানুষকে কোন কাজে সহায়তা করে?
ক. খারাপ কাজ থেকে দূরে থাকতে
খ. সম্পদ উপার্জনে
গ. পড়ালেখা করতে
ঘ. পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে
১৪. আল্লামা ওয়াকি (রহ.)-এর মতে একজন ভালো ছাত্রের একমাত্র বৈশিষ্ট্য কোনটি?
ক. পাঠ তৈরি করে শ্রেণিতে যাওয়া
খ. সকল পাপ কাজ বর্জন করা
গ. নিয়মিত বিদ্যালয়ে যাওয়া
ঘ. বুঝেশুনে মুখস্থ করা
১৫. শ্রমিককে তার সাধ্য ও সামর্থ্যরে বাইরে কোন কাজ দেয়া যাবে না। হাদিসটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক. মুয়াত্তা
খ. সুনানে ইবনে মাজাহ
গ. মুসলিম ঘ. বুখারি
১৬. হজ মানুষকে কী শিক্ষা দেয়?
ক. ঐক্যবদ্ধ হতে খ. সম্পদশালী হতে
গ. জ্ঞানী হতে ঘ. ভ্রমণকারী হতে
১৭. ইসলামের দৃষ্টিতে জিহাদ কয় প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
১৮. মানুষের প্রতি মানুষের হক বা অধিকারকে কয়টি ভাগে ভাগ করেছেন?
ক. পাঁচটি খ. ছয়টি গ. সাতটি ঘ. আটটি
১৯. ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ধারক’ উক্তিটি কোন সূরার অন্তর্গত?
ক. সূরা আল-আনফাল খ. সূরা আল কালাম
গ. সূরা আন্-নাবা ঘ. সূরা আল হুজুরাত
২০. শিক্ষকের কাছে ছাত্র-ছাত্রীরা আমানত। তাই তাদের প্রতি শিক্ষকের কর্তব্য কী?
ক. পরীক্ষায় বেশি নম্বর দেয়া খ. সুশিক্ষা দান করা
গ. শাস্তি দেয়া ঘ. আবদার পূরণ করা
নিচের অনুচ্ছেদটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও
আরমান ও তার সঙ্গীরা তাদের পাড়ায় একটি সমিতি গড়ে তোলেন। সেখান থেকে মানুষকে টাকা ঋণ দিয়ে শতকরা ৫ টাকা বেশি নেন।
২১. আরমান সাহেবের এরূপ উদ্যোগ কীসের অন্তর্ভুক্ত?
ক. ব্যবসায়ের খ. সহযোগিতার
গ. সুদের ঘ. ঘুষের
২২. আরমান সাহেবের উক্ত কাজের পরিণাম-
i. অত্যন্ত ভয়াবহ ii. অত্যন্ত গর্হিত কাজ
iii. কল্যাণকর কাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. স্বদেশপ্রেম প্রকাশ করতে হয়-
i. নিজের কাজ দ্বারা ii. মুখের কথা দ্বারা
iii. সেবার দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
২৪. পরিচ্ছন্নতার আরবি প্রতিশব্দ হল-
ক. নাজাফাত খ. নাজাসাত
গ. রিসওয়াত ঘ. সাদাকাত
২৫. বুহায়রা কী ছিলেন?
ক. ওলি খ. ইহুদি গ. পাদ্রি ঘ. মুসলিম
২৬. বায়তুল হিকমাহ কী?
ক. পাঠাগার খ. গবেষণাগার
গ. জাদুঘর ঘ. ব্যায়ামাগার
২৭. ন্যায়বিচার বলতে বোঝায়-
i. আইন অনুযায়ী বিচার করা
ii. গণ্যমান্যদের সম্মান প্রদর্শন করা
iii. সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. ইবনে জারির আত্-তাবারি (র.) কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ৮৩৯ খ. ৯২৩
গ. ৮২৭ ঘ. ৯৩২
২৯. আল-কিন্দি কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন?
ক. ৮৬৪ খ. ৮৭৪ গ. ৮৮৪ ঘ. ৮৯৪
৩০. কিয়াস শব্দের অর্থ-
ক. তুলনা করা খ. একতা
গ. ধারণা করা ঘ. পরামর্শ করা
উত্তর : ১খ, ২ঘ, ৩গ, ৪ঘ, ৫ক, ৬খ, ৭গ, ৮ঘ, ৯ক, ১০ঘ, ১১খ, ১২ঘ, ১৩ক, ১৪ক, ১৫গ, ১৬ক, ১৭খ, ১৮ঘ, ১৯খ, ২০খ, ২১গ, ২২ক, ২৩গ, ২৪ক, ২৫গ, ২৬ক, ২৭খ, ২৮ক, ২৯গ, ৩০ক।
পৌরনীতি ও নাগরিকতা
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
বাছাই করা গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক
২৮। নাগরিকতা অর্জনের কয়টি পদ্ধতি রয়েছে?
ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি
২৯। কোন অধিকারটি নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত?
ক) সম্পত্তি ভোগের খ) ভোটাধিকারের
গ) মজুরি লাভের ঘ) নির্বাচিত হওয়ার
৩০। সমাজভেদে কোন অধিকারটির ভিন্নতা দেখা যায়?
ক) সামাজিক খ) রাজনৈতিক গ) অর্থনৈতিক ঘ) নৈতিক
৩১। আমরা সবাই কোন দেশের নাগরিক?
ক) পূর্ব বঙ্গ খ) বাংলাদেশ গ) পূর্ব পাকিস্তান গ) ভারত
৩২। প্রাচীনকালে নাগরকেন্দ্রিক ছোট ছোট রাষ্ট্র ছিল কোথায়?
ক) প্রাচীন রাশিয়ায় খ) প্রাচীন মিসরে
গ) প্রাচীন গ্রিসে ঘ) প্রাচীন চীনে
৩৩। নাগরিকের মর্যাদাকে কী বলা হয়?
ক) সম্মান খ) মর্যাদা গ) পরিচয় গ) নাগরিকতা
৩৪। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কয়টি নীতি অনুসরণ করা হয়?
ক) পাঁচটি খ) চারটি গ) তিনটি ঘ) দুটি
৩৫। দ্বৈত নাগরিকতার ক্ষেত্রে একজন ব্যক্তি এক সঙ্গে কয়টি দেশের নাগরিকতা অর্জন করতে পারে?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
৩৬। নাগরিকতা অর্জনের পদ্ধতি কোনটি?
ক) সম্মানিত ব্যক্তি হওয়া
খ) দেশ ভ্রমণ করা
গ) আশ্রয় গ্রহণ করে আবেদন করা
খ) উচ্চ বংশীয় হওয়া
৩৭। একজন ব্যক্তি একসঙ্গে দুটি দেশের নাগরিকতা অর্জন করলে তাকে কী বলে?
ক) সাধারণ নাগরিক খ) বিশেষ নাগরিক গ) দ্বৈত নাগরিক ঘ) অতিথি নাগরিক
৩৮। সু নাগরিকের প্রধানত কয়টি গুণ থাকে?
ক) দুটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
৩৯। অধিকার প্রধানত কয় প্রকার?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
৪০। জাতীয় সংসদ কর্তৃক গৃহীত তথ্য অধিকার আইনটি কত তারিখে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে?
ক) ৫ এপ্রিল ২০০৯ খ) ৫ জুন ২০০৭
গ) ২৫ অক্টোবর ২০০৫
ঘ) ১২ ডিসেম্বর ২০০১
৪১। প্রাচীন গ্রিসে রাষ্ট্রগুলো কেমন ছিল?
ক) বড় বড় রাষ্ট্র খ) ছোট ছোট রাষ্ট্র গ) ধর্মভিত্তিক রাষ্ট্র ঘ) পুঁজিবাদী রাষ্ট্র
৪২। আইন কাদের জন্য সমানভাবে প্রযোজ্য?
ক) অসহায়দের জন্য খ) বড়লোকদের জন্য
গ) সবার জন্য ঘ) পুরোহিতদের জন্য
৪৩। কোন দুটি শব্দ ভিন্ন হলেও এদের পারস্পারিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ?
ক) আইন ও অধিকার
খ) অধিকার ও সাম্যতা গ) ভোগ ও কর্তব্য ঘ) অধিকার ও কর্তব্য
৪৪। অধিকার ও কর্তব্য কোনটি থেকে উৎপত্তি লাভ করে?
ক) সমাজবোধ খ) নাগরিকবোধ গ) দায়িত্ববোধ ঘ) কর্তব্যবোধ
৪৫। অধিকার ভোগ করলে কোনটি করতে হয়?
ক) দায়িত্বে অবহেলা করতে হয় খ) কর্তব্য পালন করতে হয়
গ) অনুগত থাকতে হয় ঘ) কর্তব্য এড়িয়ে যেতে হয়
৪৬। রাষ্ট্র পরিচালনা করতে সরকারের কোনটির প্রচুর দরকার হয়?
ক) সেনাবাহিনীর খ) জনগণের
গ) অর্থের ঘ) জায়গার
৪৭। নাগরিকের কর্তব্যকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দু’ভাগে খ) তিন ভাগে গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে
৪৮। রাজনৈতিক অধিকার বলতে বোঝায়-
ক) স্বাধীনভাবে চলাফেরা খ) পরিবার গঠন করা গ) ধর্মচর্চা করা ঘ) ভোটাধিকার
৪৯। আইনগত অধিকার হল-
i) সামাজিক অধিকার ii) রাজনৈতিক অধিকার iii) অর্থনৈতিক অধিকার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ)i, ii ও iii
৫০। জীবন ধারণ, জীবনকে উন্নত করার অধিকারকে কী ধরনের অধিকার বলে?
ক) সামাজিক অধিকার
খ) অর্থনৈতিক অধিকার
গ) রাজনৈতিক অধিকার
ঘ) ধর্মীয় অধিকার
৫১। কোনটি ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা অসম্ভব?
ক) অর্থ খ) বিদ্যা গ) আইন ঘ) ভ্রাতৃত্ব
৫২। আইনের শাসনের মূল কথা কোনটি?
ক) দায়িত্ববোধ খ) কর্তব্যবোধ
গ) আইনের দৃষ্টিতে সবাই সমান ঘ) আইন ক্ষমতাবানদের জন্য হাতিয়ার
৫৩। আইন মানুষের কোনটি নিয়ন্ত্রণ করে?
ক) পারিবারিক বিধি খ) পোশাক পরিচ্ছদ গ) ধর্ম-কর্ম ঘ) বাহ্যিক আচরণ
৫৪। আইন প্রণয়ন করা হয় কেন?
ক) মানুষের অসুবিধার জন্য
খ) মানুষের সুবিধার জন্য
গ) মানুষের মঙ্গলের জন্য
ঘ) মানুষের অমঙ্গলের জন্য
৫৫। আইন ভঙ্গকারীর জন্য কী রয়েছে?
ক) পুরস্কার খ) শাস্তির বিধান
গ) তিরস্কার ঘ) জেলখানা
৫৬। সাধারণত আইনকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে
৫৭। আইন কী ধরনের?
ক) স্বল্পজনীন খ) সর্বজনীন
গ) আন্তর্জাতিক ঘ) ধর্মভিত্তিক
৫৮। কোনটি আইনের মৌলিক বৈশিষ্ট্য
i) বিধিবদ্ধ নিয়মাবলি ii) রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি
iii) ব্যক্তি স্বাধীনতার রক্ষক
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫৯। কোনটি সরকারি আইনের আওতাভুক্ত?
ক) প্রশাসনিক আইন খ) ব্যক্তিগত আইন গ) আন্তর্জাতিক আইন
ঘ) ধর্মনিরপেক্ষ আইন
৬০। ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক রক্ষায় যে আইন প্রণয়ন করা হয় তাকে কী আইন বলে?
ক) বেসরকারি আইন খ) সরকারি আইন গ) সামরিক আইন ঘ) সাংবিধানিক আইন
৬১। দীর্ঘকাল যাবৎ কোনো নিয়ম সমাজে চলতে থাকলে তাকে কী বলে?
ক) রীতি খ) প্রথা গ) কৃষ্টি ঘ) আইন
৬২। ‘ল অব দ্য কনস্টিটিউশন’ গ্রন্থটির প্রণেতা কে?
ক) ব্লাকস্টোন খ) অধ্যাপক ডাইসি গ) এরিস্টোটল ঘ) কার্নেগি
৬৩। আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটি?
ক) আইনসভা খ) মন্ত্রিসভা গ) পঞ্চায়েতসভা ঘ) গ্রাম্য সালিশী
৬৪। আইনের শাসনের দ্বারা শাসক ও শাসিতের মধ্যে-
ক) সম্পর্কের দূরত্ব তৈরি হয় খ) সুসম্পর্ক তৈরি হয়
গ) সম্পর্ক নষ্ট হয় ঘ) সম্পর্ক নষ্ট হয় না
উত্তর : ২৮ক ২৯ক ৩০ঘ ৩১খ ৩২গ ৩৩ঘ ৩৪ঘ ৩৫ক ৩৬গ ৩৭গ ৩৮খ ৩৯ক ৪০ক ৪১ঘ ৪২গ ৪৩ঘ ৪৪ক ৪৫খ ৪৬গ ৪৭ক ৪৮ঘ ৪৯ঘ ৫০খ ৫১.গ ৫২.গ ৫৩.ঘ ৫৪.গ ৫৫.খ ৫৬.খ ৫৭.খ ৫৮.ঘ ৫৯.ক ৬০.ক ৬১.খ ৬২.খ ৬৩.ক ৬৪.খ
