পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বাংলা * বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলা
সবুজ চৌধুরী
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক,
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা
সংকল্প
১। বিপরীত শব্দ লিখ।
মরণ - জনম বদ্ধ - মুক্ত
ঘূর্ণিপাক - স্থির নেশা - নিরাসক্তি
বীর - ভীরু আশা - নিরাশা
বরণ - বর্জন যন্ত্রণা - আরাম
অচিন - চেনা আকাশ - পাতাল
জানা - অজানা
২। সমার্থক শব্দ লিখ/ শব্দার্থ লিখ।
নেশা - আসক্তি বদ্ধ - আটকা
জগৎ - পৃথিবী মানুষ - লোক
ঘূর্ণিপাক - ঘূর্ণন বীর - যোদ্ধা
আশা - আকাঙ্ক্ষা বরণ - গ্রহণ
মরণ - মৃত্যু যন্ত্রণা - ব্যথা
হাউই - উড়োজাহাজ অচিন - অচেনা
ইঙ্গিত - সংকেত আকাশ - গগন
জগৎ - পৃথিবী মুঠো - মুষ্টি
৩। এক কথায় প্রকাশ
চারদিক দিয়ে ঘেরা - বদ্ধ
কোনো লক্ষ্যে পৌঁছানোর তীব্র ইচ্ছা - সংকল্প
এক যুগ থেকে অন্য যুগ - যুগান্তর
এক দেশ থেকে অন্য দেশ - দেশান্তর
চেনা নয় এমন জায়গা - অচিনপুর
চাঁদের দেশ - চন্দ্রলোক
কোনো কিছু সাদরে গ্রহণ - বরণ
অত্যধিক সাহসী যিনি - দুঃসাহসী
মৃত্যুর ন্যায় তীব্র যন্ত্রণা - মৃত্যু-যন্ত্রণা
মাটির নিচের জগৎ - পাতাল
বাতাসে চলে যে যানবাহন - হাউই।
সুন্দরবনের প্রাণী
১। বিপরীত শব্দ
সুন্দর - কুৎসিত অপার - সীমিত
বিশাল - ক্ষুদ্র রাজা - প্রজা
ভয়ঙ্কর - সৌম্য অমূল্য - মূল্যহীন
বিলুপ্ত - প্রাচুর্য প্রচুর - কম
জঙ্গল - বসতি পরিচ্ছন্ন - নোংরা
ধ্বংস - সৃষ্টি বিপন্ন - টেকসই
জড়িয়ে - ছাড়িয়ে ভেজা - শুকনো
প্রাণী - জড় বন্যা - খরা
২। সমার্থক শব্দ/ শব্দার্থ লিখ
প্রকৃতি - নিসর্গ অপার - অসীম
সম্ভার - উপকরণ কোল - নিকট
বিশাল - বৃহৎ বিশ্ব - জগৎ
রাজকীয় - গাম্ভীর্যপূর্ণ সুন্দর - অপূর্ব
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
আফরোজা বেগম
সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা
আমাদের মুক্তিযুদ্ধ
অল্প কথায় উত্তর দাও
প্রশ্ন: ১. এমন পাঁচটি ঘটনার কথা লিখ যা মুক্তিযুদ্ধ সংঘটনে ভূমিকা রেখেছিল?
উত্তর : স্বাধীনতার টকটকে লাল সূর্যটি ছিনিয়ে আনতে ১৯৭১ সালে পাকবাহিনীর সঙ্গে আমাদের যে রক্তক্ষয়ী যুদ্ধ হয় তা-ই বাঙালির ইতিহাসে গৌরবময় মহান মুক্তিযুদ্ধ হিসেবে খ্যাত। মুক্তিযুদ্ধ সংঘটনের ভূমিকা রেখেছিল এমন পাঁচটি ঘটনার কথা নিচে দেয়া হল-
* ১৯৫২ সালের ভাষা আন্দোলন
* ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
* ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
* ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়
* ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে ঘুমন্ত ঢাকাবাসী ওপর পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ
সুতরাং, উপরের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলো মুক্তিযুদ্ধ সংঘটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
প্রশ্ন : আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল?
উত্তর : আজ থেকে প্রায় ৪৮ বছর আগে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী?
উত্তর : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের এ প্রিয় দেশ, বাংলাদেশ।
যুদ্ধের পর মুক্তিযুদ্ধের বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার চারটি বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করে। যথা :
বীরশ্রেষ্ঠ (সর্বোচ্চ উপাধি) : মুক্তিযুদ্ধে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়েছেন এমন ৭ জনকে এ উপাধিতে ভূষিত করা হয়।
* বীর উত্তম * বীরবিক্রম সাহসিকতা আর ত্যাগের জন্য এ উপাধিগুলো দেয়া হয়েছে। * বীরপ্রতীক
সব মুক্তিযোদ্ধা ও অগণিত সাধারণ মানুষের অবদানে আমরা লাভ করেছি আমাদের স্বাধীনতা। তাদের মহান অবদানের কথা আজীবন আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব ও তাদের স্বপ্নের সোনার বাংলা গঠনে আমরা আপ্রাণ চেষ্টা করব।
