নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয়পত্র
মোহাম্মদ মনিরুজ্জামান সরকার
প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক,
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা
ধ্বনিতত্ত্ব
৪৯. যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে তাকে কী ধ্বনি বলা হয়?
ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি গ. মহাপ্রাণ ধ্বনি √ঘ. অল্পপ্রাণ ধ্বনি
৫০. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
ক. অল্পপ্রাণ ধ্বনি খ. অঘোষ ধ্বনি √গ. মহাপ্রাণ ধ্বনি ঘ. শ্বাস ধ্বনি
৫১. কোন দুটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক. ক, চ খ. খ, ছ গ. গ, জ √ঘ. ঘ, ঝ
৫২. কোনটি কম্পনজাত ধ্বনি?
√ক. র খ. ড় গ. গ ঘ. ণ
৫৩. শ. ষ. স. হ- এ চারটি বর্ণের নাম কী?
√ক. উষ্ম বর্ণ খ. বর্গীয় বর্ণ গ. কণ্ঠ্য বর্ণ ঘ. পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ
৫৪. ‘ড়’ ও ‘ঢ়’ ধ্বনি দুটিকে কী ধ্বনি বলে?
ক. ঘোষ ধ্বনি খ. শিশ ধ্বনি গ. কল্পনাজাত ধ্বনি √ঘ. তাড়নজাত ধ্বনি
৫৫. কোন শব্দে তিনটি ব্যঞ্জনবর্ণের যুক্ত রূপ আছে?
ক. স্পর্শ খ. পত্তন √গ. রাষ্ট্র ঘ. ইত্যাদি
ধ্বনির পরিবর্তন
৫৬. কোনগুলো আদি স্বরাগম?
ক. স্নেহ> সিনেহ, দর্শন> দরিশন খ. রত্ন> রতন, ধর্ম>ইস্কুল
√গ. স্ত্রী>ইস্ত্রী, স্কুল>ইস্কুল ঘ. গ্রাম>গেরাম, প্রেক>পেরেক
৫৭. ‘মধ্যস্বরাগম’-এর অপর নাম কী?
ক. অসমীকরণ খ. বিষমীভবন √গ. বিপ্রকর্ষ ঘ. সমীভবন
৫৮. স্বরভক্তির অপর এক নাম কী?
√ক. বিপ্রকর্ষ খ. অভিশ্রুতি গ. অন্ত্যস্বরাগম ঘ. অপিনিহিতি
৫৯. কোনটি মধ্যস্বরাগম বা বিপ্রকর্ষের উদাহরণ?
√ক. স্বপ্ন>স্বপন খ. সত্য>সইত্য গ. বিলাত>বিলিতি ঘ. ধপধপ>ধপাধপ
৬০. পরের ‘ই’ কার ও ‘উ’ কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কী বলে?
ক. বিপ্রকর্ষ খ. স্বরাগম গ. অভিশ্রুতি √ঘ. অপিনিহিতি
৬১. একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
ক. স্বরলোপ খ. সমীকরণ গ. অন্তস্বরলোপ √ঘ. স্বরসংগতি
৬২. কোনটি প্রগত স্বরসংগতির উদাহরণ?
ক. বিলাতি>বিলিতি খ. দেশি>দিশি গ. বাক্য>বাইক্য √ঘ. মুলা>মুলো
৬৩. কোনটি সম্প্রকর্ষের উদাহরণ?
√ক. জান্লা খ. রতন গ. বউদি ঘ. শরীল
৬৪. ‘রিক্সা>রিস্ক’ কিসের উদাহরণ?
ক. ব্যঞ্জন বিকৃতি √খ. ধ্বনি বিপর্যয়
গ. বিষমীভবন ঘ. বিপ্রকর্ষ
৬৫. ধ্বনি বিপর্যয়-এর উদাহরণ কোনটি?
ক. মুড়া>মুড়ে √খ. বাক্স >বাস্ক
গ. মোজা>মুজো ঘ. দেশি>দিশী
৬৬. শব্দমধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তার সমতা লাভ করাকে কী বলে?
√ক. সমীভবন খ. অসমীকরণ গ. মধ্যস্বর লোপ ঘ. অসমীভবন
৬৭. ‘লগ্ন>লগ্ন’ কোন সমীভবন?
√ক. প্রগত খ. পরাগত গ. মধ্যগত ঘ. অন্যান্য
৬৮. দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
ক. সমীভবন √খ. বিষমীভবন
গ. ব্যঞ্জনদ্বিত্বতা ঘ. ব্যঞ্জনবিকৃতি
৬৯. কোনটি বিষমীভবনের উদাহরণ?
√ক. শরীর খ. গেরাম গ. কপাট ঘ. জন্ম
