Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের ভূগোল ও পরিবেশ

Icon

দেওয়ান সামছুর রহমান

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক,

গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

মহাবিশ্ব ও আমাদের পৃথিবী

১। পৃথিবীর চারদিকে ঘিরে রয়েছে কোনটি?

ক) ছায়াপথ খ) উল্কা গ) মহাকাশ ঘ) নক্ষত্র

২। সূর্য একটি -

ক) নক্ষত্র খ) গ্রহ গ) নীহারিকা ঘ) উল্কা

৩। যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের কী বলে?

ক) গ্রহ খ) নক্ষত্র গ) উপগ্রহ ঘ) গ্যালাক্সি

৪। পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব কত?

ক) প্রায় ৮ কোটি কি. মি. খ) প্রায় ১২ কোটি কি. মি.

গ) প্রায় ১৩ কোটি কি. মি. ঘ) প্রায় ১৫ কোটি কি. মি.

৫। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?

ক) প্রক্সিমা সেন্টারাই খ) বুধ গ) সূর্য ঘ) ট্রাইটন

৬। ছায়াপথ হল-

i) গ্যালাক্সির ক্ষুদ্র অংশ ii) একটি মাথা ও একটি লেজ বিশিষ্ট iii) আকাশ গঙ্গা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

৭। বিষুব রেখার আরেক নাম কী?

ক) মকরক্রান্তি খ) কর্কটক্রান্তি গ) কুমেরুবৃত্ত ঘ) মহাবৃত্ত

৮। সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?

ক) প্রক্সিমা সেনটোরাই খ) বুধ গ) পৃথিবী ঘ) ট্রাইটন

৯। পৃথিবী থেকে প্রক্সিমা সেনটোরাই এর দূরত্ব কত?

ক) প্রায় ২ আলোকবর্ষ খ) প্রায় ৩.৫ আলোকবর্ষ

গ) প্রায় ৪ আলোকবর্ষ ঘ) প্রায় ৪.২ আলোকবর্ষ

১০। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত?

ক) প্রায় ৭ মি. ১৯ সে. খ) প্রায় ৮ মি. ১৯ সে.

গ) প্রায় ৯ মি. ১৭ সে. ঘ) প্রায় ৯ মি. ১৮ সে.

১১। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত কি. মি.?

ক) ২ লক্ষ খ) ২.৫ লক্ষ গ) ৩ লক্ষ ঘ) ৪ লক্ষ

১২। নিচের কোনগুলো নক্ষত্রমণ্ডলী?

i) সপ্তর্ষিমণ্ডল ii) কালপুরুষ iii) ক্যাসিওপিয়া

নিচের কোনটি সঠিক?

ক) i খ) iii গ) i ও ii ঘ) i, ii ও iii

১৩। গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে?

ক) নীহারিকা খ) ছায়াপথ গ) উল্কা ঘ) ধূমকেতু

১৪। মাথা ও লেজবিশিষ্ট জ্যোতিষ্ককে কী বলে?

ক) ধূমকেতু খ) উল্কা গ) ছায়াপথ ঘ) নীহারিকা

১৫। মহাকাশে গ্যালাক্সির সংখ্যা কত?

ক) একশত কোটি খ) একশত মিলিয়ন গ) একশত বিলিয়ন ঘ) এক বিলিয়ন

১৬। মহাকাশের এক অতি বিস্ময়কর জ্যোতিষ্ক কোনটি?

ক) উল্কা খ) তারকা গ) ছায়াপথ ঘ) ধূমকেতু

১৭। হ্যালির ধূমকেতু প্রতি কত বছরে একবার দেখা যায়?

ক) ৫৬ বছরে খ) ৭৬ বছরে গ) ৮৬ বছরে ঘ) ৯৬ বছরে

১৮। সর্বশেষ কত সালে হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল?

ক) ১৯১০ খ) ১৯২৬ গ) ১৯৭৬ ঘ) ১৯৮৬

১৯। গ্রহের বৈশিষ্ট্য হল-

i) এদের নিজেদের কোনো আলো বা তাপ নেই ii) এরা তারার মতো মিটমিট করে জ্বলে

iii) সূর্যকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে পরিক্রমণ করে

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i, ii ও iii

উত্তর : ১.গ ২.ক ৩.খ ৪.ঘ ৫.গ ৬.খ ৭.গ ৮.ক ৯.ঘ ১০.খ ১১.গ ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.গ ১৬.ঘ ১৭.খ ১৮.ঘ ১৯.গ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম