Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের ব্যবসায় উদ্যোগ

Icon

মোহাম্মদ মনিরুজ্জামান সরকার

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক,

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা

ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১৩. ঝুঁকি আছে জেনেও লাভের আশায় কষ্টসাধ্য কাজে হাত দেয়াকে কী বলা হয়? - উদ্যোগ।

১৪. উদ্যোক্তার নিকট পণ্যের কোনটি অনিশ্চিত? - বিক্রয়মূল্য।

১৫. পেশাগত অভিজ্ঞতা উদ্যোক্তার কোন ধরনের বৈশিষ্ট্য?

- অর্থনৈতিক।

১৬. কোনটি উদ্যোক্তার ব্যক্তিগত গুণ?

-আকর্ষণীয় ব্যক্তিত্ব ও আয়ের প্রতি আকর্ষণ।

১৭. যিনি ব্যবসায়ের উদ্যোগ নেন তাকে কী বলে? - উদ্যোক্তা।

১৮. কারা শিল্প উদ্যোগের নব-নব দিগন্ত উন্মোচন করেন?

- উদ্যোক্তা।

১৯. ব্যবসায় উদ্যোগ বলতে কী বোঝ?

-ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের জন্য গৃহীত কার্যক্রম।

২০. ব্যবসায়ের প্রধান লক্ষ্য কী? - মুনাফা অর্জন।

২১. উদ্যোক্তার সামাজিক বৈশিষ্ট্য কোনটি? - নেতৃত্ব।

২২. উদ্যোগ ও উদ্যোক্তা একে অপরের সঙ্গে কীভাবে জড়িত থাকে? - প্রত্যক্ষভাবে জড়িত।

২৩. ‘সরলতা’ উদ্যোক্তার কোন প্রকার বৈশিষ্ট্য?

- সাধারণ বা ব্যক্তিগত।

২৪. উদ্যোক্তার অর্থনৈতিক বৈশিষ্ট্য কোনটি?

- পেশাগত অভিজ্ঞতা।

২৫. দূরদৃষ্টি উদ্যোক্তার কোন ধরনের বৈশিষ্ট্য? - মনস্তাত্ত্বিক।

২৬. উদ্যোক্তার Case study (ইতিবৃত্ত) পাঠ্যপুস্তকে সন্নিবেশের প্রধান উদ্দেশ্য কী।

-তাত্ত্বিক জ্ঞান অর্জনের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার বিবরণ।

২৭. একজন উদ্যোক্তার নিকট পণ্যের উৎপাদন ব্যয় নির্দিষ্ট হলেও বিক্রয়মূল্য অনিশ্চিত। এই অনিশ্চয়তাকে কী বলে? - ঝুঁকি।

২৮. ‘গ্রহণযোগ্যতা, উদ্ভাবনী শক্তি’ উদ্যোক্তার কোন ধরনের বৈশিষ্ট্য? - মনস্তাত্ত্বিক।

২৯. উদ্যোক্তার গুণাবলি কী কী? - সাহসী, অধ্যবসায়ী, সৃজনশীল।

৩০. একজন সফল উদ্যোক্তা কোনো কাজে প্রথমবার ব্যর্থ হলে কী করেন?- দ্বিতীয়বার নতুন উদ্যমে কাজ করেন।

৩১. যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে কাদের ভূমিকা গুরুত্বপূর্ণ? - উদ্যোগ ও উদ্যোক্তার।

৩২. ব্যবসায় কী বিদ্যমান? - ঝুঁকি।

৩৩. কে ছোটবেলা থেকে ভাবতেন নতুন কিছু করার কথা?

- আমিনুল।

৩৪. আমিনুল কোন কলেজ থেকে ডিগ্রি পাস করেন? - স্থানীয়।

৩৫. আমিনুল কাপড়ের ব্যবসায় নিয়ে যথেষ্ট কী? - অসন্তুষ্ট।

৩৬. আমিনুল কয় মাস মেয়াদি প্রশিক্ষণ নেন? - ৩ মাস।

৩৭. আমিনুল কোন পেশায় প্রশিক্ষণ নেন?- মোটরযান মেরামত।

৩৮. মানুষের বড় গুণ কোনটি? - উদ্যোগ গ্রহণ করা।

৩৯. কোনটি মানুষের সুপ্ত বাসনাকে বাস্তবায়িত করতে অনুপ্রাণিত করে? - উদ্যোগ।

৪০. খাদ্যজাত দ্রব্যাদি উৎপাদন কী? - ব্যবসায় উদ্যোগ।

৪১. কে নিজের ভুল অকপটে স্বীকার করে? - প্রকৃত উদ্যোক্তা।

৪২. আমাদের সাধারণ শিক্ষাব্যবস্থা কীরূপ? - মুখস্থনির্ভর।

৪৩. উদ্যোক্তার একটি বিশেষ গুণ কী?

- শিক্ষা গ্রহণ করা।

৪৪. মোট জাতীয় উৎপাদনের কত ভাগ আসে সেবা খাত থেকে? - ৫০ ভাগ।

৪৫. মোট জাতীয় উৎপাদনের কত ভাগ আসে কৃষি খাত থেকে? - ২০ ভাগ।

৪৬. যে কোনো দেশের উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করে কে?

- শিল্প।

৪৭. কীভাবে শিল্পসহ সব খাতেরই উন্নয়ন সম্ভব?

- ব্যবসায়ের উদ্যোগের মাধ্যমে।

৪৮. কী কারণে আমাদের ব্যবসায়িক অগ্রযাত্রা ব্যাহত হয়?

- প্রতিকূল পরিবেশের কারণে।

৪৯. অবকাঠামোগত সুবিধা কোনগুলো?

- বিদ্যুৎ, গ্যাস ও পানি।

৫০. ব্যাংক ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারলে কোনটি নিশ্চিত হবে?

- উদ্যোক্তার পুঁজির জোগান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম