Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জীববিজ্ঞান

Icon

মো. বদরুল ইসলাম

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহকারী শিক্ষক,

গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা

কোষ বিভাজন

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২৬। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো দুভাগে বিভক্ত হয়? - অ্যানাফেজ

২৭। কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়?

- প্রোফেজ

২৮। ‘V’ আকৃতির ক্রোমোজোমকে কী বলে? - মেটাসেন্ট্রিক

২৯। কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়?

- প্রো-মেটাফেজ

৩০। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কী? - J

৩১। কোন পর্যায়ে নিউক্লিওলাসের পুনঃআবির্ভাব ঘটে?

- টেলাফেজ

৩২। ‘I’ এর মতো আকার ধারণকারী ক্রোমোজোমগুলোকে কী বলে? - টেলাসেন্ট্রিক

৩৩। অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোসোমগুলোর আকার কেমন?

- V, L, J আকারের

৩৪। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোসোম সর্বাধিক খাটো ও মোট হয়? - মেটাফেজ

৩৫। কোন ধাপে অপত্য ক্রোমোসোমগুলো পানি শোষণ করে সরু ও লম্বা হয়? - টেলাফেজ

৩৬। কোষ বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়কে কী বলে?

- ইন্টারফেজ

৩৭। জীবদেহে ক্ষতস্থান পূরণ করতে কোন কোষ বিভাজন ভূমিকা রাখে? - মাইটোসিস

৩৮। অ্যানাফেজ পর্যায়ের সেন্ট্রোমিয়ার কত ভাগে বিভক্ত?

- ২ ভাগে

৩৯। কোন পর্যায়ে প্রোফেজের ঘটনাগুলো বিপরীতভাবে ঘটে?

- টেলাফেজ

৪০। অ্যানাফেজ মাইটোসিসের কততম পর্যায়? - ৪র্থ

৪১। মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে? - মেটাফেজ

৪২। মস্তিষ্কের কোন অংশ দেহের পেশির টান নিয়ন্ত্রণ করে?

- সেরিবেলাম

৪৩। কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? - মেটাফেজ

৪৪। কোষ বিভাজনের কোন পর্যায়ে বিকর্ষণ শুরু হয়?

- মেটাফেজ

৪৫। জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের কারণে?

- মিয়োসিস

৪৬। মিয়োসিস কোষ বিভাজনে প্রতিটি অপত্য কোষে কতটি ক্রোমোজোম থাকে? - ২৩টি

৪৭। সরল বহুকোষী জীব কোন কোষ থেকে জীবন শুরু করে?

- জাইগোট

৪৮। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপের শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়? - মেটাফেজ

৪৯। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কী হয়?

- ক্যান্সার

৫০। অ্যানাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমাটিডকে কী বলে?

- অপত্য ক্রোমোজোম

৫১। মাইটোসিসের ফলে কোন জীবের দৈহিক বৃদ্ধি ঘটে?

- বহুকোষী জীবের

৫২। মিয়োসিস পদ্ধতিতে মাতৃ-নিউক্লিয়াসের বিভাজন কয়বার ঘটে? - ২ বার

৫৩। কোন কোষ বিভাজনের ফলে প্রজাতির মধ্যে বৈচিত্র্য দেখা যায়?- মিয়োসিস

৫৪। স্পিন্ডল তন্তু কী?

- স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলোই হলো স্পিন্ডল তন্তু।

৫৫। মিয়োসিস অর্থ কী? - হ্রাস করা

৫৬। আকর্ষণ তন্তু কাকে বলে?

- মাইটোসিসের প্রো-মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের যে নির্দিষ্ট তন্তুর সঙ্গে সংযুক্ত হয় তাকে আকর্ষণ তন্তু বলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম