অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বাংলা
উজ্জ্বল কুমার সাহা
প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক,
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
ভাষা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২৬. আঞ্চলিক রীতি ও প্রমিত রীতি- এ দুটো কী?
√ক. ভাষার মৌলিক রূপ খ. ভাষার লৈখিক রূপ
গ. ভাষার সার্বজনীন রূপ ঘ. ভাষার আধুনিক রূপ
২৭. সাধু ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি?
ক. সরল ও সাবলীল খ. জীবন্ত
গ. চটুল ও জীবন্ত √ঘ. পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট
২৮. চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি?
√ক. চটুল খ. মন্থর গ. কৃত্রিম ঘ. সুনির্দিষ্ট
২৯. সাধু ভাষারীতির বৈশিষ্ট্য নয় কোনটি?
ক. তৎসম শব্দবহুল খ. অব্যয় পদের পূর্ণরূপ
গ. ক্রিয়াপদের পূর্ণরূপ √ঘ. তদ্ভব শব্দবহুল
৩০. নিচের কোনটি অব্যয়পদের রূপের পার্থক্য?
ক. কর্ণ থেকে কান খ. মৎস্য থেকে মাছ
গ. অগ্নি থেকে আগুন √ঘ. নচেৎ থেকে নইলে
৩১. ‘লম্ফ প্রদান করিল’ এর চলিত রূপ কোনটি?
ক. লম্ফ প্রদান করল খ. লাফ প্রদান করল
√গ. লাফ দিল ঘ. লম্ফ দিল
৩২. নিচের কোনটি সাধুরীতি থেকে চলিতরীতির উদাহরণ?
ক. কর্ণ-কন্ন খ. কন্ন-কান √গ. পক্ষী-পাখি ঘ. চন্দ -চন্দ্র
৩৩. নিচের কোনগুচ্ছ সাধু ভাষারীতির উদাহরণ?
ক. দন্ত, পক্ষী, আগুন √খ. পক্ষী, ব্যাঘ্র, কদাচ
গ. কদাচ, তথাপি, চাঁদ ঘ. নতুন, তবুও, মৎস্য
৩৪. তথাপি, নচেৎ, নতুবা- এগুলো কী?
ক. সর্বনাম পদ খ. বিশেষ্যপদ গ. ক্রিয়াপদ √ঘ. অব্যয়পদ
৩৫. অদ্য, অদ্যাপি, নতুবা- এগুলো কী?
ক. বিশেষণ খ. বিশেষ্য √গ. অব্যয় ঘ. সর্বনাম
৩৬. বর্ণভিত্তিক ভাষা নয় কোনটি?
√ক. জাপানি খ. রুশ গ. হিন্দি ঘ. বাংলা
৩৭. ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে কী বলে?
ক. কথ্য ভাষা খ. চলিত ভাষা গ. ব্যক্তিভাষা √ঘ. উপভাষা
৩৮. সাধু ভাষা কত খ্রিস্টাব্দের দিকে জন্ম হয়েছে?
√ক. ১৮০০ খ. ১৮২০ গ. ১৮৩০ ঘ. ১৮৫০
৩৯. চলিত ভাষা সৃষ্টি হয়েছে কত সালে?
ক. ১৮৩০ খ. ১৮৬০ গ. ১৮৮০ √ঘ. ১৯১৪
৪০. বাংলা ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী?
ক. চলিত রীতি √খ. সাধু রীতি
গ. আঞ্চলিক রীতি ঘ. উপভাষা রীতি
