নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল,
তেজগাঁও, ঢাকা
দ্বিতীয় অধ্যায় : গতি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৬১। 72 kmh-2 বেগে চলন্ত একটি গাড়িতে ৪ সেকেন্ড ধরে 1.5 ms-2 ত্বরণ প্রয়োগ করা হল। গাড়িটির শেষ বেগ কত?
উত্তর : 26 ms-2
৬২। গড় দ্রুতি কাকে বলে?
উত্তর : বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়। এক গড় দ্রুতি বলে।
৬৩। সরণ কোন রাশি? উত্তর : সরণ একটি স্কেলার রাশি।
৬৪। দূরত্ব কাকে বলে?
উত্তর : বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য যে রাশি ব্যবহার করা হয় তাকে দূরত্ব বলে।
৬৫। প্রসঙ্গ বস্তু কাকে বলে?
উত্তর : এ মহাবিশ্বের কোনো কিছুর অবস্থান নির্দেশ করার জন্য একটি বিন্দুকে স্থির করে নিতে হয়। এই বিন্দুকে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু বলা হয়।
৬৬। স্থিতি কাকে বলে?
উত্তর : সময়ের পরিবর্তনের সঙ্গে পারিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তখন তাকে স্থিতিশীল বস্তু বলে। স্থিতিশীল বস্তুর এ অবস্থার পরিবর্তন না ঘটাকে স্থিতি বলে।
৬৭। পরম স্থিতি কাকে বলে?
উত্তর : প্রসঙ্গ বস্তু যদি প্রকৃতপক্ষে স্থির হয় তাহলে তার সাপেক্ষে যে বস্তু স্থিতিশীল রয়েছে সেও প্রকৃতপক্ষে স্থির। এ ধরনের স্থিতিকে পরম স্থিতি বলে।
৬৮। রৈখিক গতি কাকে বলে?
উত্তর : কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয় তা হলে তার গতিকে রৈখিক গতি বলে।
৬৯। ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি কাকে বলে?
উত্তর : যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখা থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘোরে তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন ঘড়ির কাঁটার গতি।
৭০। চলন গতি কাকে বলে?
উত্তর : কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সব কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ওই গতিকে চলন গতি বলে।
তৃতীয় অধ্যায় : বল
১। ঘর্ষণ কী?
উত্তর : একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের ওপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শ তলে গতির বিরুদ্ধে একটি বাঁধার উৎপত্তি হয়, এ বাঁধাকে ঘর্ষণ বলে।
২। সাম্য বল কাকে বলে?
উত্তর : কোনো বস্তুর ওপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অর্থাৎ বস্তুটি সাম্যাবস্থায় থাকে, তবে ওই বলগুলোকে সাম্য বল বলে।
৩। বল কাকে বলে?
উত্তর : যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় অথবা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে।
৪। জড়তা কী?
উত্তর : বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে জড়তা বলে।
৫। স্পর্শ বল কী?
উত্তর : যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে স্পর্শ বল বলে।
৬। অস্পর্শ বল কী?
উত্তর : দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তা-ই অস্পর্শ বল।
৭। ঘর্ষণ বল কাকে বলে?
উত্তর : একটি বস্তু যখন অন্য একটি বস্তুর ওপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন ঘর্ষণের কারণে যে বাঁধা বলের সৃষ্টি হয়, তাকে ঘর্ষণ বল বলে।
