অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বিজ্ঞান
মো. আমিনুল ইসলাম
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক,
মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
প্রথম অধ্যায়ের সৃজনশীল
ক. হাইড্রা কোন পর্বের প্রাণী?
খ. পতঙ্গ প্রাণীদের কিভাবে চেনা যায়?
গ. উদ্দীপকের ‘ক’ চিত্রের জীবের সাধারণ বৈশিষ্ট্য লিখ।
ঘ. উদ্দীপকের খ ও গ চিত্রের জীব দুইটির একই পর্বভুক্ত সত্ত্বেও এদের শ্রেণি ভিন্ন- বিশ্লেষণ কর।
ক. উ. হাইড্রা নিডেরিয়া পর্বের প্রাণী।
খ. উ. পতঙ্গ প্রাণীদের চেনার উপায় :
র. এদের দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। ii. মাথায় এক জোড়া পুজ্ঞাক্ষি ও অ্যান্টেনা থাকে। iii. সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। রা. কারও কারও ডানা থাকে।
গ. উ. উদ্দীপকের ‘ক’ চিত্রটি যকৃৎ কৃমির। এটি প্রাণী জগতের প্লাটিহেল মিনথেস পর্বের প্রাণী। নিম্নে এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হল :
i. দেহ চ্যাপটা, উভলিঙ্গ। ii. বহিঃ পরজীবী বা অন্তঃ পরজীবী। iii. দেহ পুরু কিউটি কল দ্বারা আবৃত। iv. দেহে চোষক বা আংটা থাকে। v. দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে। এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে। vi. পৌষ্টিক তন্দ্র অসম্পূর্ণ বা অনুপস্থিত।
ঘ. উ. উদ্দীপকের খ ও গ চিত্রের প্রাণী দুটি টিকটিকি ও দোয়েল পাখি। এরা কর্ডাটা পর্বের প্রাণী। টিকটিকিও দোয়েল প্রাণী দুটি একই পর্বভুক্ত সত্ত্বেও এদের শ্রেণি ভিন্ন। নিম্নে তা বিশ্লেষণ করা হল-
টিকটিকির বৈশিষ্ট্য : i. বুকে ভর করে চলে। ii. এদের দেহ শুষ্ক ও আঁইশযুক্ত। iii. চার পায়ে পাঁচটি করে নখর যুক্ত আঙুল আছে। iv. ডিম পাড়ে। এই বৈশিষ্ট্যগুলো কর্ডাটা পর্বের ভাটিব্রাটা উপপর্বের সরীসৃপ শ্রেণিতে বিদ্যমান। তাই টিকটিকি কর্ডাটা পর্বের ভাটিব্রাটা উপপর্বের সরীসৃপ শ্রেণির প্রাণী।
দোয়েলের বৈশিষ্ট্য : i. দেহ পালক দ্বারা আবৃত। ii. দুটি ডানা, দুটি পা ও চঞ্চু আছে। iii. এর হাড় শক্ত, হালকা ও ফাঁপা। iv. এরা উষ্ণ রক্তের প্রাণী।
v. ফুসফুসে বায়ু থলি থাকায় সহজে উড়তে পারে।
এই বৈশিষ্ট্যগুলো কর্ডাটা পর্বের আবং বা পক্ষীকুল শ্রেণিতে বিদ্যমান। তাই দোয়েল কর্ডাটা পর্বের AVEs বা পক্ষীকুল শ্রেণির অন্তর্ভুক্ত।
উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, উদ্দীপকের খ ও গ চিত্রের প্রাণী দুটি একই পর্বভুক্ত হলেও এদের শ্রেণিগত বৈশিষ্ট্য ভিন্ন হওয়ার কারণে এদের শ্রেণি ভিন্ন।
