Logo
Logo
×

টিউটোরিয়াল

বরেণ্য: মাইকেল মধুসূদন দত্ত

Icon

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ মহাকাব্য। তার অন্যান্য উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে ক্যাপটিভ লেডি, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা, তিলোত্তমাসম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, হেকটর বধ ইত্যাদি। ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে মধুসূদন দত্তের জন্ম । তিনি ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান। মধুসূদনের প্রাথমিক শিক্ষা মা জাহ্নবী দেবীর কাছে। ১৮৭৩ সালের ২৯ জুন তিনি মৃত্যুবরণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম