নবম-দশম শ্রেণির পড়াশোনা : পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম
প্রকাশ: ০৫ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা
তৃতীয় অধ্যায় : বল
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৯০। কোন বলের কারণে তেজস্ক্রিয় ভাঙন বিক্রিয়া সংঘটিত হয়?
উত্তর : দুর্বল নিউক্লিয় বল।
৯১। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত?
উত্তর : 10-16 মি. এর বেশি।
৯২। নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনকে কি বলে?
উত্তর : নিউক্লিয়ন।
৯৩। কোন বল খুব স্বল্প পাল্লার?
উত্তর : সবল নিউক্লিয় বল।
৯৪। সবল নিউক্লিয় বলের পাল্লা কত?
উত্তর : 10-15 মি।
৯৫। সাম্য বলগুলোর লব্ধি কত? উত্তর : শূন্য।
৯৬। বলের সাম্যতা নিউটনের গতির কোন সূত্রকে স্মরণ করিয়ে দেয়? উত্তর : ১ম সূত্র।
৯৭। যে কোনো তলে অবশ্যই কী থাকবে?
উত্তর : ঘর্ষণ।
৯৮। অসাম্য বল যখন বস্তুর ওপর ক্রিয়া করে থাকে তখন বস্তুর কিসের পরিবর্তন ঘটে?
উত্তর : বেগ এবং দিক।
৯৯। ভরবেগ কিসের ওপর নির্ভর করে? উত্তর: ভর ও বেগ।
১০০। ভরবেগের সঙ্গে বলের সম্পর্ক নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়? উত্তর : ২য় সূত্র।
১০১। 5kg ভরের একটি বস্তুর বেগ 10 ms-1 হলে এর ভরবেগ কত? উত্তর : 50 kg ms-1
১০২। বস্তুর ভর ও বেগের গুণফলকে কী বলে?
উত্তর : ভরবেগ।
১০৩। খেলোয়াড়দের বুটের নিচে কী থাকে?
উত্তর : স্পাইক।
১০৪। জুতার ঢেউ খেলানো তলদেশ কিসের জোগান দেয়?
উত্তর : ঘর্ষণ বল।
১০৫। বল বেয়ারিং কোথায় ব্যবহৃত হয়?
উত্তর : সাইকেলের চাকায়।
১০৬। গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত কোন বল কাজ করে?
উত্তর : স্থিতি ঘর্ষণ বল।
১০৭। ঘর্ষণ কত প্রকার? উত্তর : ৪ প্রকার।
১০৮। সংঘর্ষের সময় কোন বল কাজ করে?
উত্তর : ক্রিয়া-প্রতিক্রিয়া বল।
১০৯। ভরবেগ কী রাশি? উত্তর : ভেক্টর রাশি।
১১০। নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য কোন বল দায়ী?
উত্তর : সবল নিউক্লিয় বল।
১১১। কোন বল নিউক্লিয়নগুলোকে একত্রে আবদ্ধ রাখে?
উত্তর : সবল নিউক্লিয় বল।
১১২। নিউক্লিয়াস থেকে বিটা ক্ষয় হয় কোন বলের কারণে?
উত্তর : দুর্বল নিউক্লিয়াস বল।
১১৩। আহিত কণাগুলো গতিশীল হলে কোন বলের সৃষ্টি হয়? উত্তর : তড়িৎ বল ও চৌম্বক বল।
১১৪। কোন বলের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘোরে?
উত্তর : মহাকর্ষ বল।
